SEO শিখে কিভাবে আয় করা যায়

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO শিখে কিভাবে আয় করা যায়

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে SEO সবথেকে জনপ্রিয় একটি কাজ। মার্কেটপ্লেসের এ কাজে দক্ষদের চাহিদা অনেক বেশি। মার্কেটপ্লেস ছাড়াও এ দক্ষতাকে কাজে লাগিয়ে ব্লগিং, অ্যাডসেন্স, আফিলিয়েশন, ই-কমার্স ব্যবসা করেও আয় করা যায়।

SEO কি?

SEO শব্দের পূর্ণ অর্থ হচ্ছে Search Engine Optimization। অর্থাৎ কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে SEO বলে।

বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে গুগলে সার্চ করে থাকে। গুগল তখন রেজাল্ট পেইজে অনেক সাইটের ফলাফল প্রদর্শন করে। ফলাফল পেইজে কোন ওয়েবসাইটের নাম প্রথমে আবার কোন ওয়েবসাইটের নাম দ্বিতীয় নাম্বারে প্রদর্শন করে। এইভাবে নাম্বার ভিত্তিক শতশত ওয়েবসাইটের তালিকা গুগল প্রদান করে থাকে। এ কারণে যে সাইটটিকে প্রথমে দেখানো হচ্ছে সেটিকে SEO করা হয়েছে।

যখন আপনার ওয়েবসাইট সার্চ এর প্রথমে থাকবে তখন স্বাভাবিকভাবেই ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পাবে। আর ভিজিটর বৃদ্ধি পেলে আপনার আয়ও বৃদ্ধি পাবে। মনে করুন, আপনি একটি ক্যামেরা কিনবেন, সেজন্য ক্যামেরার দোকান খুঁজছেন। তাহলে হয়তো আপনি গুগলে লিখবেন, Best camera shop in Dhaka। তখন সার্চের প্রথমে যে দোকানের ওয়েবসাইটের নাম আসবে সেখানেই আপনি প্রবেশ করলেন, এরপর সেখান থেকে ক্যামেরা সম্পর্কে ভালো ধারণা নিয়ে পরবর্তীতে পেয়ে সেই দোকান থেকে ক্যামেরা কিনবেন। যে দোকানটির ওয়েবসাইট আপনি প্রথমে পেলেন এটি সাধারণত SEO-এর কারণেই সম্ভব হয়েছে।

Search Engine কি?

আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো বিষয়ের তথ্য জানতে হলে ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি। তখন সারাবিশ্বের ওয়েবসাইটে এ ব্যাপারে যত তথ্য আছে, সব আমাদের সামনে চলে আসে। এ বিষয়গুলো জানা এই উৎসকে Search Engine বলা হয়। বিশ্বের বিখ্যাত কয়েকটি Search Engine হলো. গুগল (Google), ইয়াহু (Yahoo), বিং (Bing), ইয়ান্ডেক্স (Yandex) ইত্যাদি।

Search Engine গুলো তৈরি করা হয়েছে মানুষের প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে দেওয়ার সহায়ক হিসাবে। কোন কিছু সার্চ দিলে সবথেকে সেরা তথ্য খুঁজে দেওয়ার জন্য Search Engine সাইট গুলো কিছু প্রোগ্রাম তৈরী করে রাখে। এই প্রোগ্রামগুলো ওয়েবসাইট গুলোর মধ্যে কিছু বিষয় তুলনা করে সেরা সাইট গুলোকে সার্চের রেজাল্টে সামনে নিয়ে আসে। সেরা সাইট নির্বাচন করার জন্য Search Engine গুলো ওয়েবসাইটটি মানসম্পন্ন কিনা, ওয়েবসাইটের তথ্য সবার জন্য প্রয়োজনীয় কিনা, ওয়েবসাইটটি কেমন জনপ্রিয় ইত্যাদি যাচাই করে থাকে।

SEO কেন কাজে লাগবে?

১। আপনার কোম্পানির কোন প্রোডাক্টের প্রচারের জন্য।

২। আপনি কোন একটি ব্যবসা প্রতিষ্ঠান মালিক হলে, ব্যবসায় অধিক মুনাফা অর্জন করার জন্য।

৩। অনলাইনে গ্রাফিক্স কিংবা ওয়েবডিজাইন সম্পর্কিত কাজ খুঁজে পাওয়ার জন্য।

৪। মার্কেট প্লেসগুলোতে খুব সহজে ক্যারিয়ার গড়তে চাইলে।

৫। সারা জীবনের জন্য নিশ্চিত আয়ের পথ খুঁজে পেতে।

৬। কম্পিউটারে জ্ঞান স্বল্প হওয়া সত্বেও অনলাইন থেকে আয় করার আগ্রহ থাকলে।

SEO শিখে আয় করার উপায়

১। লিংক বিল্ডিং করে আয়ঃ  ব্লগ টিউমেন্টিং, ফোরাম টিউনিং ইত্যাদির মাধ্যমে শুধুমাত্র লিংক বিল্ডিং এর কাজ করে অনলাইন থেকে মাসে গড়ে ৩০০-৪০০ ডলার আয় করা সম্ভব।

২। আর্টিকেল লিখে আয়ঃ  SEO ফ্রেন্ডলী আর্টিকেল রাইটারদের চাহিদা মার্কেটপ্লেসে অনেক বেশি। একজন আর্টিকেল রাইটার মাসে গড়ে ২০০- ১হাজার ডলার পর্যন্ত আয় করতে পারেন।

৩। ব্লগিং করে আয়ঃ  ব্লগার হিসাবে দুভাবে আয় করা যায়। একটি হচ্ছে অন্যদের ব্লগে গেস্ট ব্লগার হিসাবে লিখে আয় অথবা নিজের ব্লগ সাইট তৈরি করে সেখান থেকে নিয়মিত ব্লগিং করে একটি পর্যায়ে সেখান থেকে আয় করা যায়। এই পদ্ধতিতে মাসে আয় করা সম্ভব প্রায় ৫০০-১ হাজার ডলার।

৪। অ্যাডসেন্সের মাধ্যমে আয়ঃ নিজের ব্লগ সাইট কিংবা অন্য কোন সাইট তৈরি করে সেখানে ভিজিটর আনতে পারলে, সেই সাইট থেকে এডসেন্স কিংবা অন্যকোন অ্যাডভারটাইজার পাবলিশন্স থেকে আয় করা যায়।

৫। আফিলিয়েশন এর মাধ্যমে আয়ঃ কোন প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে তাদের পণ্য বিক্রয়ের জন্য একটি ওয়েবসাইট খুলে, এই ওয়েবসাইটের SEO করার মাধ্যমে পণ্যটি বিক্রি করতে পারেন। যাকে আমরা ফ্রিল্যান্সিং এর ভাষায় আফিলিয়েশন বলে থাকি। আফিলিয়েশন করে প্রতিমাসে ৫০০ ডলার থেকে শুরু করে যতখুশি আয় করা যায়।

বিস্তারিত পড়ুন: SEO শিখে কিভাবে আয় করা যায়

Level 1

আমি মোঃ নাজিম উদ্দিন ডাবলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস