আমাদের মধ্যে যারা ব্লগিং করে অথবা একটা ওয়েবসাইট আছে কিংবা এসইও নিয়ে লারন চারন করে। সবার ই কিন্তু এসইও করতে তাইনা? এসইও ছাড়া একটা সাইটকে গুগলের টপ পেজে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার। আর তাই একটি ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করতে (ভিজিটর আনতে) আমাদের সবার ই এসইও করা প্রয়োজন।
এসইও এর ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখতে হয়। অনপেজ SEO – Off page Seo কি? ব্যাকলিংক কি? এগুলা সম্পর্কে ধারণা থাকা লাগে। তাছাড়া কিওয়রড রিসার্চ (Keyword Research), কম্পিটর এনালাইস করা এসব গুলা তো আছেই। এসইও এর ক্ষেত্রে এই Important বিষয় গুলা নিয়ে এনালাইসিস করতে আমরা বিভিন্ন এসইও টুলস (SEO Tools) ব্যবহার করে থাকি তাইনা? কিন্তু বেশিরভাগ টুলসই প্রিমিয়াম বা পেইড। আর তাই যারা নতুন ব্লগার আছে তাদের অনেকআংশেই এসব টুলস গুলা ব্যবহার করতে পারে না বা। সঠিক টুলস গুলা খুঁজে পাইনা। তাই আজ আমরা দেখবো কিছু ফ্রি এসইও টুলস যেগুলার মাধ্যমে আমরা আমাদের সাইটের জন্য সঠিক ভাবে এসইও করায় আরো একধাপ এগিয়ে যেতে পারবো।
তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক কি কি টুলস থাকছে আমাদের জন্য টিউনের শেষে একটা প্রিমিয়াম টুলস ও ফ্রী তে দেওয়া হবে তাই পুরো টিউনটি সুন্দর ভাবে পড়ুন –
Keyword Research এর ক্ষেত্রে গুগল কিওয়ারড প্লানার অনেক কাজের। আপনার কাঙ্খিত কিওয়াডের সার্চ ভলিউম চেক করতে গুগলের এই সেবাটি হতে পারে আপনার পছন্দের একটি।
আপনার কাঙ্খিত কিওয়ারড টি আরো কতো ভাবে থাকতে পারে সেটা চেক করতে পারবেন এখানে, এবং এটিও ফ্রী। তবে এটাতে প্রিমিয়াম একাউন্ট করে আরো সুবিধা নেওয়ার সুযোগ তো থাইকছে।
নেইল পাটেল এই টাক্লুর এসইও টুলসটি অনেক কাজের, প্রায় সব ধরনের টুলস পেয়ে যাবেন এখানে। তবে এখানে আপনি ফ্রিতে প্রতিদিন ৩ টা সার্চ করতে পারবেন। আপনি একাধিক একাউন্ট করে ৩, ৩ করে আরো বেশি সার্চ করতে পারবেন।
এটাও একাটা মারাত্মক টুল সব টুলস মিলবে একই যায়গাই। তবে ঐ একই প্রবলেম সার্চ এর লিমিটেশন আছে।
আমার খুব প্রিয় একটা টুলস। এখানেও আপনি সব ধরনের টুলস ই পেয়ে যাবেন। এবং ফ্রী একটা একাউন্ট করে এখানে অনেক সুবিধা পেতে পারেন। ট্রাই করতে পারেন।
ফ্রী MOZ প্রিমিয়াম টুলস সহ প্রযুক্তির সাথে থাকতে আমার সাইট টি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।
সৌজন্যেঃ টেক সিটি ৪২০
আমি রাহাতুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।