যে ৬টি কারনে দিন দিন কমে যাচ্ছে আপনার সাইটের ভিজিটর

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন

ভিজিটর ছাড়া একটি সাইটের কোন মুল্য নেই। যদি আপনি ভিজিটর আনতে ব্যর্থ হউন তাহলে আপনার ব্লগিং কিংবা মার্কেটিং ক্যারিয়ার জগতে কখনই সফলতা অর্জন করতে পারবেন না। ভিজিটর আনার জন্য আপনাকে অনেক কঠোরভাবে কাজ করতে হবে।  আপনার সাইটে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর থাকা  সত্তেও কিছু ভুলের জন্য দিন দিন ভিজিটর কমে যাচ্ছে। সাইটের ভিজিটরের পরিমাণ কমে যাপার অনেক কারন আছে।  আমি আপনাকে বলব যেসকল ভুলের কারনে আপনার সাইটের ভিজিটর কমে যেতে পারে যাতে আপনি সেই ভুলগুলো সঠিক করে নিতে পারেন। তাহলে শুরু করা যাকঃ

১। সাইটের পেজ লোড হতে অনেক সময় লাগেঃ
আপনার সাইটের ভিজিটরের পরিমাণ  কমে যাওয়ার প্রধান কারন হল আপনার সাইট লোড নিতে অনেক সময় লাগে। সাইট লোড হতে অনেক সময় লাগলে স্বাভাবিকভাবেই ভিজিটর আপনার সাইট থেকে চলে যাবে। কারন ভিজিটর অনেক সময় অপেক্ষা করে আপনার সাইটের জন্য অপেক্ষা করবে না, ভিজিটর তখন অন্য সাইটে চলে যাবে। আপনার সাইটের স্পীড কমে যাওয়ার বিষয়টা অনেকটাই নির্ভর করে আপনার হোস্টিং প্ল্যানের উপর। যদি কম মূল্যের হোস্টিং কিনেন এবং হোস্টিংয়ের ব্যান্ডউইথ লিমিট যদি কম থাকে তাহলে আপনার সাইটের স্পীড কমে যাবে, এটাই স্বাভাবিক। তবে সাইটের স্পীড বাড়াবেন কয়েকটি উপায় জেনে নিনঃ

  • আপনার ওয়েবহোস্টিং ভাল কোম্পানি থেকে নিতে হবে এবং ব্যান্ডউইথ লিমিট যেন আনলিমিটেড হয় এমন প্যাকেজ কিনতে হবে।
  • একটি কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করুন।
  • মিনিমাইজ HTTP রিকুয়েস্ট
  • লাইট স্পীড ক্যাচিং প্লাগিন ব্যবহার করুন।
  • ব্রাউজার ক্যাচ এনাবল করুন

 

২। টাইটেলের সাথে কনটেন্টের মিল নেইঃ
ভিজিটর হারানোর অন্যতম আরেকটি কারন হল টাইটেলের সাথে কনটেন্টের মিল না থাকা। অনেক ওয়েবমাস্টার এমন আছে যে তারা এমন একটি টাইটেল ব্যবহার করে যা দেখে ভিজিটর লিংকে ক্লিক করে সাইটে প্রবেশ করে। কিন্তু প্রবেশ করার পর টাইটেল রিলেটেড পরিপূর্ণ কনটেন্ট নেই বা থাকলেও আংশিক। এতে ভিজিটর আপনার সাইট থেকে চলে যাবে। এভাবে আপনার সাইটে টাইটেল রিলেটেড কনটেন্ট না থাকার কারনে ভিজিটর আপনার সাইট থেকে দ্রুতই বের হয়ে যাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার যে এভাবে ভিজিটর এসে যদি আপনার সাইট থেকে দ্রুতই চলে যায় তাহলে সার্চ ইঞ্জিনগুলো ধরে নিবে আপনার সাইটের কনটেন্ট ভাল না, এতে সার্চ ইঞ্জিন আপনার সাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডাউন হতে থাকবে। তাই আপনাকে টাইটেল রিলেটেড কনটেন্ট টিউন করতে হবে। তাছাড়া কনটেন্ট হল আপনার সাইটের প্রাণ। যদি কনটেন্টর মান ভাল না হয় তাহলে ভিজিটর আপনার সাইটে আসবে না। এটাই স্বাভাবিক।


৩।
সাইটে অতিরিক্ত অ্যাডভারটাইজিং
সাইটের ভিজিটরের পরিমাণ কমে যাওয়ার আরেকটি কারন হল অতিরিক্ত অ্যাড। এটা বুঝানোর জন্য আমি আপনাকে বলব যে আপনি নিজেকে ভিজিটর হিসাবে চিন্তা করুন এবং Digital Marketing সাইট ভিজিট করুন। এখন আপনি আমাকে বলেন আপনি কি আপনার প্রয়োজনীয় আর্টিকেলের জন্য সাইটে ভিজিট করেছেন নাকি অ্যাড দেখার জন্য। অবশ্যই বলবেন আর্টিকেলের জন্য। তাহলে আপনি নিজে অ্যাড দেখা পছন্দ করেন না, তাহলে এটাও ঠিক যে একজন ভিজিটর এসেও আপনার সাইটে অ্যাড দেখতে আসবে না। আমি আপনাকে বলছি না যে আপনি অ্যাডসেন্স মনিটাইজ করে ইনকাম করবেন না। অবশ্যই ইনকাম করবেন, তবে একটি পেজে অতিরিক্ত অ্যাড সেট করবেন না। একটি পেজে সর্বোচ্চ ২টি অ্যাড সেট করবেন। এতে ভিজিটর বিরক্তবোধ করবে না এবং আপনার সাইট থেকে চলে যাবে না।


৪।
ভিজিটর কনটেন্ট বুঝতে না পারাঃ
আপনার কনটেন্ট এর ভাষা স্পষ্ট হতে হবে। কনটেন্টের প্রতিটি পয়েন্ট স্পষ্ট করে আলোচনা করতে হবে। কনটেন্টের ভাষা কঠিন করা যাবে না যাতে ভিজিটর আপনার কনটেন্ট বুঝতে না পারে। আপনার সাইটের প্রতিটি এলিমেন্ট এমনভাবে সেট করতে হবে যাতে ভিজিটর আপনার সাইটে প্রবেশ করে সবকিছু সহজে বুঝতে পারে। আপনি আপনার কন্টেন্টে যে বিষয়গুলো বুঝাতে চাচ্ছেন তা বড় বড় প্যারাগ্রাফ করে লিখবেন না। কারন এতে ভিজিটর আপনার কনটেন্ট পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। কারন ভিজিটর সব ডিটেইলস পড়ে সে তার প্রয়োজনীয় পয়েন্ট খুঁজে বের করবে না। তাই আপনাকে প্যারাগ্রাফগুলো ছোট ছোট করে লিখতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট আকারে দিবেন এবং সাথে একটি ইমেজ দেয়ার দেয়ার চেষ্টা করবেন। এতে ভিজিটর সহজেই বুঝতে পারবে আপনি কি বুঝাতে চাচ্ছেন।


৫।
আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি নাঃ
আপনার সাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। না হলে আপনার সাইটের ভিজিটর থেকে অর্ধেক কমে হয়ে যাবে। আপনাকে হিসাব করতে হবে আপনার সাইটের ভিজিটরদের মধ্যে অর্ধেক হল মোবাইল ডিভাইস বাকি অর্ধেক ল্যাপটপ। তাছাড়া অধিকাংশ মানুষ এখন মোবাইল ব্যবহার করে। একটি অ্যান্ড্রয়েড মোবাইল নেই এমন মানুষ পাওয়া খুব কঠিন। আর মানুষ প্রয়োজনীয় বিষয়ের জন্য অনলাইনে মোবাইল দিয়েও সার্চ করে। তাই আপনার সাইটে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। তা না হলে আপনি লক্ষ লক্ষ ভিজিটর হারাবেন। মোবাইলে ভিজিটরের পরিমাণ কিভাবে বাড়ছে আপনি এই রিপোর্টটি একবার দেখে আসুন। এখানে ক্লিক করুন

এখন বুঝতে পারছেন যে যদি আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার অনলাইন ব্লগিং, মার্কেটিং বিজনেসের জন্য কি পরিমাণ ক্ষতি হতে পারে। কারন ভিজিটর স্ক্রোল করে করে আপনার সাইট ভিজিট করবে না। তাই আপনাকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করতে হবে।

৬। আপডেট কনটেন্টের অভাবঃ
আপনার সাইটের ভিজিটরের পরিমাণ কমার অন্যতম কারন হল আপডেটেড কনটেন্ট না থাকা।  আপনি ২ ভাবে চিন্তা করতে পারেন। প্রথমতঃ আপনি আপনার সাইটে নিয়মিত না। অর্থাৎ আপনি আপনার সাইটে নিয়মিত কনটেন্ট পাবলিশ করেন না। মাসে ১-৩ টা কনটেন্ট পাবলিশ করেন। এটাই আপনার সাইটে ভিজিটর হারানোর জন্য যথেষ্ট। আর কিছু লাগবে না। এতে সহজেই ভিজিটর বুঝে যাবে যে আপনি আপনার সাইটে এক্টিব না। তাহলে ভিজিটর তার কাঙ্ক্ষিত তথ্য এখানে পাবে না। আর গুগুল যদি আপনার সাইটকে প্রথম পেজে নিয়ে আসে তবুও ভিজিটর আপনার সাইটে ঢুকবে না।

দ্বিতীয়তঃ  আপনি আপনার সাইটে কনটেন্ট পাবলিশ করছেন ঠিক আছে কিন্তু কনটেন্টগুলোতে আপডেট তথ্যের অভাব। মনে করুন আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ব্লগিং করছেন। আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বিস্তারিত টিউন করছেন। কিন্তু অ্যামাজন কিছু দিন আগে তাদের একটি নিয়ম পরিবর্তন করেছেন। যেমন আগে অ্যাফিলিয়েট মার্কেটারদের ১০% কমিশন দিত কিন্তু এটা তারা পরিবর্তন করে ৩% নিয়ে এসেছে। আর এই বিষয়ে তারা প্রত্যেক অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটারদের একটি  নোটিশ পাঠিয়েছে। কিন্তু আপনি এই আপডেট গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করেন নি। আপডেটেড কনটেন্ট না হওয়ার কারনে আপনার সাইটের ২ টা ক্ষতি হবে।  প্রথম হল ভিজিটর আপনার সাইটে আপডেট তথ্যটি না পেয়ে অন্য সাইটে পাওয়ায় ভিজিটর সেই সাইটেকে গুরুত্ব দিবে এবং দ্বিতীয় হল যেসকল সাইটে আপডেটেড কনটেন্টের থাকে না সেই সকল সাইটকে সার্চ ইঞ্জিনগুলো র‍্যাংকিং দেয় না।

উপসংহারঃ আমি আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিজিটর না থাকলে আপনার সাইটের কোন মুল্য নেই। যদি আপনার সাইটে ভুলগুলো থাকে তাহলে ঠিক করে নিতে পারেন। একটি কথা মনে রাখবেন ভিজিটর হল আপনার শরীরের রক্তের মত। আপনার শরীর যদি রক্ত না থাকে তাহলে আপনার শরীরের যেমন কোন মুল্য নেই তেমনি ভিজিটর ছাড়া আপনার সাইটের কোন মুল্য নেই। শরীরে রক্ত না থাকলে তো আপনি বেঁচেই থাকবেন না। তাহলে ভিজিটর ছাড়া সাইটের কি মূল্যই বা থাকে।

Level 0

আমি মোহাম্মাদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হাই বন্ধুরা, আমি মোহাম্মাদ আলী। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং বাংলায় ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা-লেখি করি। আমি এই ব্লগের ফাউন্ডার। প্রয়োজনে ব্লগটি ঘুরে আসতে পারেনঃ Blog: https://digitalmarketingsoldier.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস