SEO/এসইও বা সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর উপর মার্কেটপ্লেসে প্রচুর কাজ মেলে। এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন শেখা থাকলে ডিজিটাল মার্কেটিং এর ৮০% ই শেখা হয়ে যায়। এছাড়া seoclerks, fiverr, upwork এসব সাইটে ছাড়াও বর্তমানে সবাই তথ্যপ্রযুক্তিমূখী হওয়ায় লোকাল মার্কেটেও প্রচুর কাজ পাওয়া যায়। এখন কথা হলো এই জিনিসটা শিখবো কোথা থেকে? কোন কোচিংয়ে যাবো? শিখে কিছু করতে পারবো তো? টাকাটা জলে যাবেনাতো? এরকম অনেক প্রশ্ন ভর করে আমাদের মনে। তো আপনারা যারা নতুন এবং এসইওতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য নিয়ে এলাম মাত্র ০২ ঘন্টায় শিখুন এসইও নামক মাস্টারক্লাস টিউটোরিয়াল। মাত্র ০২ ঘন্টা ভালো করে খেয়াল করে মনযোগের সহিত টিউটোরিয়াল দেখলে আশা করি কোন কোচিং সেন্টারের প্রয়োজন হবেনা। আমার এ টিউটোরিয়াল দেখে যদিও শেখাতে কিছুটা কমতি থাকে তবে সেটা আপনি ইউটিউব থেকেই পুষিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং লাইক টিউমেন্ট শেয়ার করে সাথে থাকুন।
আমি সৈয়দ মেহবুব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মেহবুব , ভালবাসি ইন্টারনেট , প্রযুক্তি , লেখালেখি , আর বাংলার প্রকৃতির শোভার সাথে থাকতে । আশা করি আমার লেখা বা টিউনগুলো আপনাদের ভালো লাগবে । এক্সপার্ট বা মহাজ্ঞানী যেহেতু নই প্রচুর ভুল পাবেন আমার টিউনে , তাই সুন্দর ভাষাতে ভুল ধরিয়ে দিয়ে লাগাতার টিউন করতে উৎসাহ দেবেন ।...
ভালো পরামর্শ