আপনি ও কনটেন্ট রাইটার হতে পারবেন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

কনটেন্ট/ফিচার রাইটিং

আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি না আমার টিউন পড়ে আপনি কনটেন্ট রাইটার হতে পারবেন। কারণ সবকিছু নির্ভর করছে আপনার নিজের উপর। আমি চেষ্টা করবো আমি এই বিষয়ে যতটুকু জানি, ততটুকু আপনাদের সাথে করতে। অর্থ আয় মুখ্য না, আমার কাছে মুখ্য দক্ষতা অর্জন। আপনি দক্ষ হলে অর্থ আপনার দিকে ছুটবে।

এবার মূল বিষয়ে আসি, কনটেন্ট রাইটিংয়ের সংজ্ঞা বা বিস্তৃতি অনেক বড়। আমরা যে নাটক দেখি, তার সংলাপ বা গল্প একটি কনটেন্ট। আবার আমরা যে নিউজ পড়ি সেটাও এক ধরনের কনটেন্ট। মূলত দুই ধরনের কনটেন্ট রাইটিং হয়। এক. মৌলিক কনটেন্ট এবং দুই. ফিচার কনটেন্ট। আমি মূলত আপনাদের সাথে ফিচার কনটেন্ট/ফিচার রাইটিং/আর্টিকেল রাইটিং নিয়ে আলোচনা করবো।

কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরাই হলো একজন কনটেন্ট রাইটারের মূল উদ্দেশ্য। তবে আপনি যদি কনটেন্ট রাইটিংয়ে সফল হতে চান, তাহলে আপনাকে পাঠককে অজানা তথ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

এবার আসা যাক, ভালো কনটেন্ট রাইটার হওয়ার প্রধান শর্ত কী কী?

১. একজন ভালো মানের কনটেন্ট রাইটার হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে একজন ভালো মানের পাঠক হতে হবে। আপনি নিজে যত বেশি জানবেন, তত বেশি পাঠকদের জানাতে পারবেন। মনে রাখবেন পৃথিবীর সব লেখকই অন্য লেখকদের বই পড়েন। তারা পড়েন বলেই ভালো লিখতে পারেন। আপনি যদি ভালো পাঠক হতে পারেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার পাঠককে কী দেওয়া প্রয়োজন।

২. তথ্যের সত্যতা যাচাই। বর্তমানে বিভিন্ন মিথ্যা তথ্য থেকে সংবাদ প্রকাশ হয়। কিন্তু যখন সেই তথ্য মিথ্যা হয়, তখন লেখকের মুখ দেখানো দায়। যে বিষয়ে আপনি লিখবেন, সেই বিষয়ে তথ্যসমূহ ভালোভাবে যাচাই করে নিবেন।

৩. বাক্যের গঠন সম্পর্কে সজাগ হওয়া। লেখার ক্ষেত্রে সবসময় সরল বাক্যের প্রতি গুরুত্ব দিতে হবে। এবং আপনার লেখা বাক্যটি সঠিক হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। তার জন্য লেখা শেষে বারবার পড়তে হবে।

৪. বানানের দিকে মনোযোগ। লেখার মধ্যে যদি অত্যদিক বানান ভুল হয়, তাহলে লেখার সৌন্দর্যই নষ্ট হয়। তাই লেখার ক্ষেত্রে বানানের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

৫. লেখার গভীরতা। কনটেন্ট লেখার ক্ষেত্রে ধাপে ধাপে বিষয়ের গভীরে যেতে হবে। বিষয়ের যত গভীরে যাবেন, পাঠক তত বেশি তথ্য পাবে।

৬. যেনতেন ভাবে কনটেন্ট বা আর্টিকেল শেষ করা কখনোই কাম্য নয়। প্রতিটি আর্টিকেলের শুরু যেমন হবে সুন্দর, তেমনি শেষটাও করতে সুন্দরভাবে। কখনোই স্টার জলসা বা জি-বাংলার নাটকের মতো করে শেষ করা যাবে না।

Visit For More Tech News  : http://www.informativeland.com

Level 2

আমি সোয়েব ইসলাম। Developer, Web Designer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাএ। সব সময়ে টেকনিকাল নিয়ে ভাবতে ভালবাসি Visit My Site : www.informativeland.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস