অনলাইন ভিত্তিক বাণিজ্য এখন খুব লাভজনক। কারন মানুষ সারা দিনের মধ্যে কমপক্ষে ৩-৫ ঘন্টা ইন্টারনেটে সময় দেয়। এই সময়ের মধ্যে মানুষের কাছে আপনার তথ্য বা প্রোডাক্ট পৌঁছানোর একমাত্র উপায় হলো অনলাইন বিজনেস। এই অনলাইন বিজনেস করতে গেলে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এসইও কে অবজ্ঞা করার অবকাশ নেই।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি বিশাল ও সময়সাপেক্ষ প্র্যাকটিস। হোয়াইট হ্যাট এসইও করে তার ফলাফল পেতে হলে আপনাকে নুন্যতম ৬০-৯০ দিন অপেক্ষা করতে হবে।
তাড়াহুড়া করে কোন কাজ হবেনা। সার্চ ইঞ্জিন কে যখন ভালোভাবে অপ্টিমাইজ করা হবে কেবল তখনি সার্চ রেজাল্টে আপনি আপনার পরিশ্রমের ফসল দেখতে পারবেন।
এর মাঝেও ব্যতিক্রম দেখা যায় কিছু ব্যপার। নিচের ছবিটি দেখুন। পোস্টটি করা হয়েছিলো নভেম্বর মাসে। ডিসেম্বর শেষ দিকে আসার পর গুগল টিউন টিকে সার্চ রেজাল্টের প্রথমে নিয়ে আসে।
আপনি ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে ৩০-৬০ দিনের মধ্যে তার রেজাল্ট দেখতে পারবেন। উপরের ছবিটি আরো বিস্তারিত দেখলে আপনাদের ধারণা পরিষ্কার হবে।
সঠিক কিওয়ার্ড সিলেক্ট করা এবং তা অপ্টিমাইজ করাটা হলো আসল কাজ। ধরুন নিচের ছবিটি।
“পাখি পালন” নিয়ে যত মানুষ সার্চ করবে তারা ‘আমার কথা’ পোর্টাল পাবে গুগলের সার্চ পেইজের প্রথমেই।
আপনার টার্গেট কিওয়ার্ড অবশ্যই H1 হেডারে থাকতে হবে।
পুরো টিউন বা আর্টিকেলে মূল কিওয়ার্ড ২.৫% এর বেশি হওয়া যাবেনা। তাহলে কিওয়ার্ড স্পামিং হবে যা গুগল অপছন্দ করে।
কিওয়ার্ড নিয়ে চিন্তায় পড়ার কিছু নেই। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে থাকলে আপনি ‘Yoast SEO’ ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস ইন্সটল এবং প্লাগিন সেটাপ নিয়ে আমাদের পোস্টটি পড়ে নিন।
মেটা ডেসক্রিপশন এ মূল কিওয়ার্ড রাখবেন। তবে তা যেন হয় ন্যাচারাল। কারন মেটা ডেসক্রিপশন দেখেই ভিজিটর আপনার সাইটে ক্লিক করবে।
স্ট্রাকচারড ডাটা বা রিচ কার্ড এর জন্যে ওয়ার্ডপ্রেস এসইও স্কিমা ব্যবহার করতে পারেন।
মনে রাখবেন আপনার টিউন যত আপডেট থাকবে ভিজিটর আপনার লিংক এ ততটাই ক্লিক করতে চাইবে বেশি।
কারন সবাই নতুন টিউন পছন্দ করে। আপনার ওয়েবসাইটের CTR বেড়ে যাবে দ্রুত।
পাখি পালন নিয়ে ৩ বছর আগের টিউন সার্চ র্যাঙ্কিং এ পিছিয়ে পড়বে কারন ৩ বছরের মধ্যে আর নতুন কোন পদ্ধতি এসে থাকলে তা সেই টিউন এ নেই।
গুগল সার্চ র্যাংকিং এর নতুন আপডেট হিসেবে ইতিমধ্যে গুগল বলেছে গুগল এখন র্যাঙ্ক ব্রেইন ব্যবহার করে সার্চ র্যাঙ্কিং দাড়া করায়।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ৩০ দিনে ফলাফল।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice