কিভাবে আপনার Youtube চেনেল Search এর প্রথম পেজের সবার উপরে আনবেন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইউটিউব টিউটোরিয়াল।

আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ কিভাবে আপনার Youtube চেনেল Search এর প্রথম পেজের সবার উপরে আনা যায়। 

আপনাদের যাদের ইউটিউব চেনেল আছে তাদের হয়তো অনেকের চেনেলই সার্চ দিলে লিস্টের প্রথম পেজে আসে না।

প্রথম পেজে না আসার বিভিন্ন কারন রয়েছে, আজ আমি আপনাদের সাথে এই সকল বিষয়েই আলোচোনা করব।

চলুন শুরু করিঃ

  • এমন নাম নির্বাচন করুন যে নামে অন্য কোন চেনেল নেই।
  • সঠিক কি ওয়ার্ড ব্যবহার করুন।
  • চেনেলের TAG ব্যবহার করুন।

কিভাবে এইসব করবেন বিস্তারিত দেখেনিন ভিডিও তেঃ

 

আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসে তাহলে শেয়ার করতে ভুলবেননা।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

ফেইসবুকে আমিঃ Shehab Editz 

সাবস্ক্রাইব করুনঃ Youtube

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন  এখনি।

ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুমি যে কি seo শিখাবা এটা বুঝার বাকী নাই আগে ইংরেজী বানান ঠিক করা শিখেন তারপর এস ই ও শিখাতে আসেন ,TEG নয় Tag হবে