ওয়েবসাইটের জনপ্রিয়তা আর, গুরুত্বের উপর ভিত্তি করে গুগোল যেমন ১ থেকে ১০ এর ভিতর র্যাংকিং করে। তেমনি গুগোলে কোন পেজকে কিভাবে সার্চ রেজাল্টে দেখায় সেটার উপর ভিত্তি করে Moz একটা র্যাংকিং এর ব্যবস্থা করেছে। গুগোল দেখায় শুধুমাত্র একটা পেজের র্যাংকিং এবং ডোমেইন অথরিটি দেখায় ওয়েবসাইটের হোম পেজ এবং অন্যান্য সব পেজের সামগ্রিক পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি করা র্যাংকিং।
চল্লিশটারও বেশী বিষয়ের উপর ভিত্তি করে এই ডোমেইন অথরিটি তৈরি করা হয়। সবসময় ডোমেইন অথরিটি ওঠানামা করে, তাই কবে ডোমেইন অথরিটি কত ছিল সেটা না ভেবে সবসময় এটা নিয়ে কাজ করা উচিত। যেমনঃ ৩০ থেকে ৪০ এ ডোমেইন অথরিটি উন্নীত করা যতটা সহজ, ৭০ থেকে ৮০ তে উন্নীত করা ততটা সহজ না। এটা আসলে একটা অনুমান যে একটা সাইট পুরোটা(সবগুলো পেজ একসাথে) সার্চ ইঞ্জিনে কতটা প্রভাব ফেলে। .edu বা, .gov সাইটগুলোর ডোমেইন অথরিটি সাধারণত বেশী হয়। এখন পেজ র্যংক এর মত এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। Moz এর কাছে কোন সাইটের গুরুত্ব কেমন এখান থেকে দেখে নিতে পারেন-
অন্য সব সার্চ মেট্রিক্সগুলোর মত এটাও সরাসরি নিয়ন্ত্রনের উপায় নেই, তবে নিয়মিত প্রচলিত এস ই ও এর পদ্ধতিগুলো অনুসরণ করতে থাকলে এমনিতেই বেড়ে যাবে। আপনার নিজের পেজের মধ্যে ব্যকলিংক করতে থাকুন। Internal Backlink বা, নিজের ওয়েবসাইটের পেজগুলোর মাঝে যোগসূত্র স্থাপন একটা ভাল উপায়। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এবং ভাল ডোমেইন অথরিটির সাইটে আপনার সাইটের ব্যাক লিংক করুন কাজে দেবে।
এটা পুরো ওয়েবসাইটের ডোমেইন এবং সাবডোমেইনের শক্তি বিচার করে, অন্যদিকে পেজ অথরিটি শুধু একটা পেজের। ব্যাকলিংকের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যেন সেইসব সাইটে ব্যকলিংক করা হয় যেগুলোর ডোমেইন অথরিটিও যেন বেশী হয়।পরের টিউনে পেজ অথরিটি নিয়ে আলোচনা করা হবে
লেখাটি এর আগে প্রকাশিতঃ ডোমেইন অথরিটি এবং ওয়েবসাইট র্যাংকিং।
আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।
আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com