সম্মানিত ভিসিটর আশা করি ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহ তা আলার রহমতে আমিও ভালো আছি। আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ১৬ তম পর্বে আমি আপনাদের যা শিখাব বা যা নিয়ে আলোচনা করবো তাহলো কি ওয়ার্ড। কখনও কি শুনেছেন কি ওয়ার্ড শব্দ টি? হুম অনেকেই হয়তো শুনেছেন হয়তো অনেকেই শুনেন নি। যারা এসইও সম্পর্কে আগে থেকে জানেন তারা কি ওয়ার্ড কি তা জানেন। আর যারা কি ওয়ার্ড কি? তা জানেন না তাদের জন্য আজকের টিউন টি আমার লেখা। এসইও শিখার আগে এসইও সম্পর্কে জানা আমাদের দরকার আর যদি আমারা এসইও সম্পর্কে না জেনে এসইও করা শুরু করি তাহলে আমরা কিছুই করতে পারবোনা। তাই আমাদের সকলেরই উচিত এসইও সম্পর্কে জেনে এসইও শুরু করা আজকে আমরা কি ওয়ার্ড কি তা জানবো।
উত্তরঃ সার্চ ইঞ্জিন বা গুগলে আমরা যা লিখে সার্চ করি তাই হচ্ছে কি ওয়ার্ড।
হুম সার্চ ইঞ্জিনে আমরা যা লিখে সার্চ করি তাই কি ওয়ার্ড। ধরুন আমি এখন গুগলে গিয়ে সার্চ করলাম Bus Ticket Online.
তখন গুগল আমাকে Bus Ticket Online লিখে সার্চকৃত রেসাল্ট গুলোই প্রদর্শন করালো। আর আমি যে লিখলাম Bus Ticket Online এই শব্দ গুলোই এখন হয়ে গেলো কি ওয়ার্ড।
অতএব এখন আমরা বুজতে পেরেছি যে কি ওয়ার্ড কি?
কি ওয়ার্ড সম্পর্কিত আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা ইচ্ছা করলে ভিডিও টি দেখতে পারেন। ভিডিও লিঙ্কঃ
আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় তারেক মাহমুদ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।