সবাইকে স্বাগতম আমার এসইও টিউটোরিয়লের প্রথম পর্বে। আমি সুলতান, একজন ছোটখাটো ওয়েব অ্যাপ ডেভেলোপার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফ্রি এসইও টুলস নিয়ে। এবং সেই টুলস গুলোর ব্যবহার করে আপনি নিজেই আপনার ওয়েব সাইটের জন্য কিভাবে এসইও করতে পারবেন, তা দেখাব। যেহুতো এসইও অনেক বড় ১ টা বিষয় তাই আমি আমার টিউটোরিয়াল পর্বে পর্বে ভাগ করে টিউন করব। আমি এই পর্বে ফ্রি টুলস গুলো কথায় কিভাবে পাবেন তা লিখব। আর পরবর্তী পর্বে টুলস গুলোর বর্ণনা ও ব্যবহারে নিয়ম নিয়ে আলোচনা করব।
এখন আসি মূল কথায়, অনলাইন ঘাটলে/গুগল করলে অনেক এসইও টুলস ই পাবেন ফ্রি তে। সেগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই দেখে নিবেন ওয়েব সাইট টা SSL Secure কিনা। SSL Secure বোঝার উপায় হচ্ছে, সাধারনত আমরা দেখি ওয়েবসাইটের নামের আগে " http:// " এই লেখা থাকে। অর্থাৎ HyperText Transfer Protocol। আর যদি " https:// " থাকে HyperText Transfer Protocol Secure (HTTPS)। অর্থাৎ https:// থাকা মানে ওয়েবসাইট টি সিকুয়ার এবং ইউজারের কোন ডেটা চুরি হয়ার ভয় নেই। যেহুতু আমরা এসইও নিয়ে কাজ করব, এসইও একটি সেন্সেটিভ ইস্যু। আপনার ওয়েব ডেটা অন্য কেও পেয়ে গেলেও আপনার ক্ষতি। তাই চেষ্টা করবেন আপনার সেন্সেটিভ কোন কাজ SSL Secure ওয়েবসাইট থেকে করতে। এখন আমি যে এসইও ফ্রি টুলস ওয়েবসাইটের এড্রেস দিব সেইটা SSL Secure। তাই আপনাদের ফ্রি টুলস গুলোর ব্যবহার করতে কোন বাধায় থাকবে না। নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
এসইও টুলস লিঙ্ক ঃ https://myseobd.com/
এই ওয়েবসাইটে আপনারা ৫০ টির বেশি এসইও টুলস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এমনকি কোন রেজিস্ট্রেশনের দরকার পরবে না টুলস গুলো ব্যবহার করতে। সব গুলো টুলসই প্রিমিয়াম এবং টুলস গুলোর ব্যবহার ঠিক ঠাক জানলে আপনিও হয়ে যাবেন একজন এসইও এক্সপার্ট।
যেসকল এসইও সার্ভিস পাবেন এখান থেকে -
|
|
এই ৫৫ টি এসইও টুলস এর ব্যবহার ঠিক শিখতে আমার টিউটোরিয়াল ফলো করুন। আমি প্রতিদিন ২-৩ টি করে টুলস এর ব্যবহার পর্ব আকারে এখানে টিউন করব। ধন্যবাদ সবাইকে।
আমি সানি সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.tantrik.tk