আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী হলো সার্চ ইঞ্জিন। অজানা তথ্য ঘরে বসে জানার জন্য সার্চ ইঞ্জিনের বিকল্প নেই। কিন্তু কখনো কি ভেবেছেন কেন গুগলে সার্চ দিল অনেকগুলো ফলাফল আপনার সামনে প্রদর্শন করে? গুগলে আপনার ওয়েবসাইট/ব্লগ যুক্ত করলেই তো দেখাবে। তাই না? কিন্তু এটা এত সহজ একটা বিষয় নয়। আসলে আমরা যে বিভিন্ন CMS (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহার করে ব্লগ তৈরি করে যেটাতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ইতিমধ্যে করা থাকে বলেই আপনার ওয়েবসাইট/ব্লগ গুগলে যুক্ত হয়। কিন্তু এরপরেও আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) করে হবে। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে হাজার হাজার মানুষ ব্লগ বানিয়েছে। তাদের ব্লগেও ওয়ার্ডপ্রেসের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা আছে। আপনার ব্লগেও আছে। তাহলে গুগল কার সাইট আগে দেখাবে? সবগুলো একসাথে আগে দেখানো অসম্ভব ব্যাপার। গুগল সেই সাইটিকেই প্রথমে দেখাবে যার সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সবচেয়ে ভালোভাবে করা হয়েছে। অপরদিকে, আপনি যদি কোনো প্রকার সিএমএস বা সফটওয়্যার ব্যবহার না করে বানান তাহলে আপনাকে গোড়া থেকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শুরু করতে হবে।
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনকে সংক্ষিপ্ত রুপে এসইও বলা হয়। সহজভাবে বলা যায়, একটি ওয়েবসাইট/ব্লগকে সার্চ ইঞ্জিন এর সাথে অপ্টিমাইজ করা।
১. হোয়াইট হ্যাট এসইও।
২. ব্ল্যাক হ্যাট এসইও।
এবার কাজের কথায় আসি। এতক্ষণ আমি SEO নিয়ে কিছু কথা বললাম। এখন আমি যে ইবুকগুলো শেয়ার করেছি সেগুলো ২০১৬ সালের এই জুন মাস পর্যন্ত আমাজন থেকে সর্বাধিক কেনা হয়েছে। এই ইবুকগুলো থেকে প্রাথমিক এবং এডভান্স এসইও শিখতে পারবেন।
সেরা ইবুকগুলো
1. The Art of SEO: Mastering Search Engine Optimization 3rd Edition
এই বইটির ৩য় এডিশন প্রকাশিত হয়েছে ২০১৬ সালে এবং বইটির দখল করে নিয়েছে সেরা ৫ মধ্যে একটি স্থান। প্রথম এবং দ্বিতীয় এডিশনের জনপ্রিয়তার কারণেই তৃতীয়টি জনপ্রিয় হয়েছে। বইটি লিখেছেন এরিক ইনজি, স্টেফান স্পেন্সার ও জেসি।
ডাউনলোড লিংক
2. SEO Fitness Workbook, 2016 Edition: The Seven Steps to Search Engine Optimization Success on Google
বইটি লিখেছেন জেসন ম্যাকডোনাল্ড (পিএইচডি)। এই বইটি পড়ে গুগল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ভালোভাবে শিখতে পারবেন।
ডাউনলোড লিংক
3. Search Engine Optimization All-in-One For Dummies 3rd Edition
এই বইটির ৩য় এডিশন প্রকাশিত হয়েছে এই সালে এবং বইটির দখল করে নিয়েছে সেরা ৫ মধ্যে ৩য় স্থান। প্রথম এবং দ্বিতীয় এডিশনের জনপ্রিয়তার কারণেই তৃতীয়টি জনপ্রিয় হয়েছে। বইটি লিখেছেন ব্রুস ক্লে।
ডাউনলোড লিংক
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!