ইউটিউব এসইও টিউটোরিয়াল। ইউটিউব ভিডিও অন পেজ অপটিমাইজেশনের কিছু গোপন ট্রিক্স।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বিসমিল্লাহির রহমানির রাহিম

 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। বেশ লম্বা সময় পর টিউন করতে বসলাম।

 

আমরা অনেকেই ইউটিবে ভিডিও আপলোড করে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে চাই। কিন্তু কিছুদিন পর দেখা যায় পর্যপ্ত পরিমানের ভিউয়ের অভাবে আমাদের ইনকাম ঠিকমত হয় না। আর এতে আমরা মানসিক ভাবে ভেঙ্গে পরি এবং ইউটিউবিং বাদ দেই। কিন্তু আমরা যদি আমাদের ইউটিউব ভিডিওতে সামান্য কিছু ট্রিক্স ব্যবহার করি এবং গুগল কিওয়ার্ড প্লানার ব্যবহার করে সঠিক কিওয়ার্ড বাছাই করে ঠিক মত এসইও করতে পারি তবে আমাদের ইউটিউবিং সাফল্যতার হার অনেকাংশে বেড়ে যাবে। যাহোক, আজকে আমি ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে গোপন কিছু ট্রিক্স নিয়ে এসেছি। যে ট্রিক্সগুলো খুবই কার্যকরী ইউটিউব ভিডিও রেঙ্কিংয়ের জন্য। আপনি এই ট্রিক্সগুলো সাধারণত কোথাও পাবেন না। আর যদিও আপনাকে কেউ শিখাতে চায়, তবে তারা আপনার কাছে মোটা অংকের টাকা দাবি করবে। মাইক্রোফোনের সমস্যার কারনে যাদিও ভিডিওটি অডিও একটু লো ভলিউমের তবু আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর ভাবে ট্রিক্সগুলো বুঝিয়ে দেয়ার জন্য। তারপরও যদি কারও বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই ইউটিউব ওয়াচ পেজ অথবা টেকটিউনসে টিউমেন্টের মাধ্যমে জানাবে।

ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=YvF2HUgY9oA

 

আমার ভিডিওগুলো খোজতে পারেনঃ
গুগল প্লাসঃ http://plus.google.com/+mvideosr24
ফেসবুকঃ http://www.facebook.com/mvideosr24
টুইটারঃ http://www.twitter.com/mvideosr24

আজকের মত এ পর্যন্তই। ভিডিওটি আপনার প্রয়োজনীয় মনে হলে লাইক করতে ভূলবেন। আর আমার চ্যানেলটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।

আল্লাহ হাফেজ

Level 0

আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.youtube.com/mvideosr24


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস