বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ আপনাদের কে ভাল রেখেছেন, আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে।
প্রতি সপ্তাহের মতন আমি আবার আপনাদের সামনে নতুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।
আমি আমার আজকের টিউনটি সাজিয়েছি কি ভাবে ফেসবুকে ক্যাম্পেইন চালাবেন তার সেলস ফানেলে সাজবেন কি ভাবে।
চলুন কি ভাবে করে আপনার প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন সেট করবেন।
আপনার ভাবসেন সেলস ফানেল খায়ে না মাথায় দেয়। চলেন সেলস ফানেল কি জানি।
আপনি আপনার প্রোডাক্ট সেল করবার জন্য কি কি প্রসেস ফলো করবেন কি ভাবে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিবেন এই সব প্রসেসকে একত্রে বলা হয় সেলস ফানেল।
আর একটু ভেঙ্গে বলছি আপনি ডিমের ব্যাবসাই আপনি ডিম বিক্রি করতে একটা ভ্যান ভাড়া করলেন তারপর ভ্যান আর সাথে কেউ কে পাঠালেন যে দোকানে দোকানে গিয়ে ডিম আর কথা বলে ডিম সেল করল। তারপর দিন শেষে আপনি ভ্যান ভাড়া দিলেন ওই লোককে টাকা দিলেন তারপর বাকি টাকা হাতে পেলেন।আই যে ডিম বিক্রির পুরা প্রসেস টা যদি আপনি একটা খাতায় সাজান তবে যা পাবেন তাই হল সেলস ফানেল।
আমরা আমাদের সেলস ফানেল বানবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য তবে তার কিছু স্টেপ নিয়ে আলোচনা করা যাক।আগেই বলে রাখি যে এক এক জন এক এক ভাবে সেলস ফানেল বানায়।কারন জার যেই ভাবে সফলতা পাবে ভাবে, সে সেই ভাবে তার সেলস ফানেল বানায়।
♦♦স্টেপ ১ আপনি আপনার প্রোডাক্টের জন্য কোন সোশ্যাল মিডিয়া সাইটটি সঠিক খুজে বের করবেন।
ভাবসেন কেন করবেন আপনার প্রোডাক্ট যদি বাংলাদেশি হয় তবে আপনি যদি পিনটরেস্ট বা ইন্সটাগ্রামে প্রচার চালাইয়া লাভ আছে ?লাভ নাই কারন অই ইউজাররা আপনার প্রোডাক্ট কিনবে না।
আপনার কাস্তমার যদি হয় বাংলাদেশি তবে আপনি বাংলাদেশ কে টার্গেট করে কেম্পেন চালাবেন। এটা করলে আপনার ক্যাম্পেইন সফল হবে অধিক হারে এবং আপনার ক্যাম্পেইন
পরিচালনা এর জন্য কম টাকা খরচ হবে।
♦♦স্টেপ ২ মনে করেন আপনি আপনার কাস্টমার কোন সোশ্যাল সাইট উসে করে খুজে বের করলেন। আরপর আপনি কি করবেন।জি ভাই একটা অই সাইট া অ্যাকাউন্ট করবেন।আপনার অ্যাকাউন্টটি জেন পুরাপুরি কমপ্লিট থাকে।যাতে করে আপনার কোন মানুষ আসলে জানো বুজতে পারে যে আপনি জেই প্রোডাক্টের
ক্যাম্পেইন করবেন তার এক্সপার্ট। কেন এটা করবেন যদি আপনি আই কাজ টা করেন তবে ভিসিটর আপনাকে বিশ্বাস করবে।এর যদি আপনি খালি আপনার প্রোফাইলে প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে ভরে রাখেন তবে আর কেউ আপনার ফ্রেন্ড হবে না কেন না আমরা জানি যে আমরা দালাল বা সেলসম্যান দিয়ে দূরে থাকেতে চাই।কারন দালাল বা সেলসম্যান তার প্রোডাক্ট ভাল বলবে খারাপ না।জেতা আমরা সবাই বিশ্বাস করি।তাই নিজে কে দালাল বা সেলসম্যান হিসেবে না নিজে কে প্রতিষ্ঠা করুন একজন উপদেস্তা,বিশেষজ্ঞ হিসেবে।যাতে করে আপনার রিলেটেড প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা আপনার কাছে পরমরশো চায়ে।
♦♦স্টেপ ৩ আপনি আপনার কনটেন্ট দিয়ে আপনার টার্গেটেড কাস্টমার খুজবেন। আর জন্য আপনি কনটেন্ট খালি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন না।আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড বিষয় গুলি নিয়া আলোচনা করবেন।আপনার প্রোডাক্ট কি কি কাজে লাগে টা নিয়া আলোচনা করবেন।আপনার প্রোডাক্ট আর পার্থক্য আলোচনা করবেন।বাপার টা একটা উদাহারন দিলে আর ও ক্লিয়ার বুজবেন আপনি একটা সাবানের মার্কেটিং করছেন ধরুন,আপনি একটা টিউন দিলেন সাবান ইউস না করলে কি কি হতে পারে ,আপনার সাবানের কোন কিছু এখানে বললেন না।সাবান নিয়ে কিছু টিপস শেয়ার করলেন তাতেও আপনার সাবানের কোন কিছু এখানে বললেন না।আরপর একটা সাবান এঁর কাছাকাছি তপিচ এঁর মজার কিছু লিখবেন কিন্তু ,আপনার সাবানের কোন কিছু এখানে বললেন না।আপনি ভাবসেন কখন বলবেন তাহলে আসলে ক্যাম্পেইন সব সময় ফলো করতে চেষ্টা করবেন ৪ টা টিউন আরপর একটা বিজ্ঞাপন দিতে প্রোডাক্টের।যার ফলে মানুষের আপনার প্রতি বিরক্তির ভাব আসবেনা।আপনার টিউন গুলি কে সোশ্যাল সাইট গুলা স্পাম্মিং এঁর আওতায় ফেলবেনা।
♦♦স্টেপ ৪ আপনি দেখেন যে আপনার কোন টাইপ এঁর টিউনে কি রকম ফিডব্যাক পান।একবার এটা বুজতে পারলে সেতা কে নোট করে রাখুন।আর অবশ্যই কেউ প্রশ্ন করলে উত্তর দিতে চেষ্টা করবেন।আর এমন হয়ে যে যে প্রশ্ন করলো তার উত্তর আপনি জানেননা তবে ছুপছাপ অতা কে এড়িয়ে জান।আপনি আপনার কাস্টমার মহলে একটা স্রধার জাইগায় জেতে পারেন।
♦♦স্টেপ ৫ আপনি টিউন কি ভাবে দিবেন পোস্তের টাইপ কি কি হবে টা ঠিক করা। কেন এটা করবেন আসলে কি সব সময় এক ধরনের টিউন ভাল লাগেনা আতে আপনার ফলওার বিরক্ত হয়ে আপনাকে ফলো করা ছেরে দিবে।যার ফলে আপনি আপনার কাস্টমার হারাবেন।
♦♦স্টেপ ৬ আপনি আপনার কি রকম টিউন গুলিতে লাইক টিউমেন্ট শেয়ার পাচ্ছেন টা থেকে আপনার নিজের লিড খুজে বের করবেন।আপনি আপনার কাস্টমারের বিহেভ পড়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী।তাদের কেয়ার করবেন।ভাবছেন লিড কি কেউ যদি আপনার সাবানের ব্যাপারে আগ্রহী হইয়া প্রশ্ন করে বা আলোচনা করে তবে আপনি তাকে আপনার একটি লিড গননা করতে পারেন।কারন তার আপনার সাবানের প্রতি আগ্রহ আছে।
♦♦স্টেপ ৭ আপনি আপনার কাস্টমারদের জন্য বিভিন্ন কুইজ, প্রতিযোগিতার বা লটারির আয়েজন করতে পারেন।যাতে করে আপনার কোম্পানির প্রচার পরশার হবে এবং আপনি কিছু চট জলদি প্রোডাক্ট সেল দিতে পারবেন।
আমি উপরের যেই স্টেপ নিয়ে আলোচনা করলাম টা যদি আপনি ফলো করতে পারেন তবে আপনি আপনার প্রোডাক্টের সেল পাবেন ইনশাল্লাহ। আর কিছু সেলস ফানেল নিয়ে অবেরথ টিপস নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিউটোরিয়াল পর্ব-০৩ আলোচনা করা হবে তাই পরের টিউনটি পরতে ভুল বেনা।
নিজে জানুন অপর কে শেয়ার করার মাদ্ধমে জানার সুজগ করে দিন। যাবার আগে বলছি ভাল থাকবেন আর আমার জন্য দুয়া করবেন।আল্লাহ হাফিজ।
আমি কাজী আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank