সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিউটোরিয়াল পর্ব-০১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। আমি আমার পূর্বের টিউনে বলেছিলাম সোশ্যাল মিডিয়া এর বেসিক নিয়ে।আজকে আমাদের সবার পরিচিত সোশ্যাল সাইট ফেসবুক দিয়া আমার সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল শুরু করছি।আশা করি আপনাদের পাশে পাবো।
আচ্ছা তুমি যে টিউন করো তা কি সব ফেসবুক ইউজার দেখতে পায় নাকি তোমার সব ফ্রেন্ড দেখতে পায় এটার উত্তর কি তুমি জানো ?
আজকের টিউনটিতে আমি তোমাদের জানাবো যে কে কে তোমার ফেসবুক টিউন দেখবে,আর কিসের ভিত্তিতে দেখবে,কেন তোমার সামনে বাজে নিউজ ফিড আসে বা আসেনা।তবে চল কাজের কথাতে।
ফেসবুক কিসের ভিত্তিতে কাজ করে
ফেসবুক এর একটি আলগরিদম আছে গুগল মামার মতন এই আলগরিদম এর নাম হচ্ছে ইজ(Edge) র্যা ঙ্ক।
ইজ(Edge) র্যা ঙ্ক কি
ইজ(Edge) র্যা ঙ্ক আলগরিদম এর ভিত্তিতে আপনার নিউজ ফিডে টিউন আসবে।আপনার নিউজ ফিডের বোরিং টিউন আসবে কি বা আসবেনা।এটি নির্ভর করে আপনার দেয়া ভোটের মাধ্যমে।ভাবছেন যে আপনিতো ফেসবুক অ্যা কোন ভোট দেননি দেয়িছেন নিজের অজান্তে সেই ভোট নিয়ে এবার আমি বলছি চলুন।
ইজ(Edge) র্যা ঙ্ক এর ভিত্তি কি
ইজ রাঙ্কের তিনটি বিষয়ের উপর নির্ভর করে করা হয়
• অ্যাফিনিটি।
• ইজ ওয়েট।
• টাইম ডীকে।


অ্যাফিনিটি কি
অ্যাফিনিটি নির্ভর করে অ্যানগেজমেনটের উপর। অ্যানগেজমেনট হচ্ছে আপনার টিউনে কি পরিমান লাইক,টিউমেন্ট ও শেয়ার হোল তাই।
একটা উদাহরন দিচ্ছি আমার নতুন কলেজ ফ্রেন্ড যদুর টিউনে শেয়ার দেই, টিউমেন্ট করি, শেয়ার করি যার ফলে যদুর টিউনের অ্যানগেজমেনট বাড়ল ওঁই টিউন টা আমার স্কুল ফ্রেন্ড কদু এর সামনে যাবে শেয়ার করার ফলে কিন্তু কদু ওঁই টায়ে লাইক, টিউমেন্ট,শেয়ার ্কিছু করলনা যার ফলে এরপর আমি যদুর টিউন শেয়ার করিনা কেন কদুর সামনে যাবে না।আর কদু যদি কোন অ্যানগেজমেনট করত টিউনে তবে সে পরের টিউন গুলি দেখতে পারত।
ইজ ওয়েট
এবার আসছি ইজ ওয়েট কি টা নিয়ে,ওয়েটের সিরিয়াল আমি দিচ্ছি যেইটা ফেসবুক ধরে থাকে লাইক<শেয়ার<টিউমেন্ট।
আপনার টিউন কত জন বন্ধুর কাছে গেল আর তারা কত ও জন অ্যাকশান নিল তার দ্বারা ভাগ করলেই আপনার টিউনের ইজ ওয়েট বের করা যাবে।
টাইম ডীকে
টাইম ডীকে হোল আপনার টিউন কোন সময়ের মানে কতোটা রিসেন্ট তাই।আপনার টিউনের সময়ের ইয়পর এটি নির্ভর করে আপনার তিনদিন আগের টিউনের চাইতে আজকের সকালের টিউন আগে দেখাবে এত টাইম ডিকের উধাহারন।
যা বলে টিউন শুরু করছিলাম আজকের টিউনটিতে আমি তোমাদের জানাবো যে কে কে তোমার ফেসবুক টিউন দেখবে,আর কিসের ভিত্তিতে দেখবে,কেন তোমার সামনে বাজে নিউজ ফিড আসে বা আসেনা এতখনে নিশ্চয়ই তার উত্তর পেয়ে গেছ। 😀  😯

যাবার আগে যা বলবো টিউনটি ভাল লাগলে সবার সাথে শেয়ার করে সকল্ কে জানার সুযোগ করে দিবেন আর ভাল থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

Level 2

আমি কাজী আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফেসবুকে তো টিউন হয় না। ফেসবুকে হয় স্ট্যাটাস । আপনার টিউনে সামান্য আপডেট করে নিলে আরোও অনেক সুন্দর লাগবে । আশা করি টিউনের আপডেট করে নিবেন ।
ধন্যবাদ আপনার টিউনের জন্য ।