শুধুমাত্র Facebook কে ব্যবহার করে দৈনিক ২০০০ Real ভিজিটর নিন।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সম্পূর্ণ টিউনটি পড়ার অনুরধ রইল

এখানে অনেক ওয়েবমাস্টার আর অনেক SEO এক্সপার্ট আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলছি       এখানে আমি আমার দৃষ্টি ভঙ্গি আর আমার practical জীবনের অভিজ্ঞতা টা share করলাম

দয়া করে কেও আজে বাজে টিউমেন্ট করবেন না।

এখানে আমি শুধু Off Page Optimization এর একটা সেক্টর দেখাব শুধু Facebook

বর্তমানে যে দিকেই তাকান সেই দিকেই প্রতিযোগিতার ঝর চলছে

এখানে মুল সুত্র সবায় জানে কিন্তু প্রতিযোগিতায় সেই বিজয়ী হয় যে একটু সাধারণ কাজের মাঝেও একটু বুদ্ধি খাটিয়ে কাজ টা কে একটু অন্ন রকম ভাবে করতে পারে

কোথায় আছে বিজয়ীরা ভিন্ন কোন কাজ করে না  তারা একটা সাধারণ কাজ টাকেই অসাধারণ ভাবে করে।

 

ঠিক তেমনি আজ আমি দেখাব  যে- শুধু মাত্র Facebook  কে ব্যবহার করে অনেকে regular ২০০০ to ৪০০০ visitor তাদের ব্লগ এ আনতে সক্ষম হইছে তাও আবার targatted। এখানে আপনার কাজ হল ভিজিটর গুলো কে attract করা এবং আপনার ব্লগ কে ভালো লাগানো  কারন  একটা ভিজিটর যদি আপনার ব্লগে আসে  আর যদি তার ভালো না লাগে

তাহলে সে হয়ত আসবে

কিন্তু আর কখনই আসবে না।

Off page optimization এর মাঝে ত অনেক সেক্টর আছে-

1). Community Creation in Social Networking Sites

2). Blogging

3). Forum Postings

4) Rss Feed Submission

5). Directory Submission

6). Social Bookmarking

6). Link Exchange

7). Link Baiting

 SMM

Video Promotions

Cross-Linking

Article Submission

Press Release Promotion

Answers   etc etc এগুলো সবারই জানা কিন্তু অনেকে অনেক Paid sofware ব্যবহার করে কিছু ট্রিক্স   খাঁটিয়ে প্রত্যেক সেক্টর থেকেই হাজার হাজার ভিজিটর পাচ্ছে একটা কথা  আপনি সব জায়গা থেকেই SEO শিখে আসুন, সবাই আপনাকে অই এক ই কমন জিনিস গুলোই শিখাবে, কিন্তু এর মাঝে কিছু সুক্ষ সুক্ষ জিনিস, যেগুলো জানলে আপনি আপনার ব্লগ কে আপনার টার্গেট জায়গাই নিয়ে জেতে পারবেন সেগুলো কেও শিখাবে না আপনাকে, আপনার নিজেরি গবেষণা করে বের করে নিতে হবে।  প্রত্যেক সেক্টর থেকেই যদি আপনি একটু Research করেন তাহলে প্রত্যেক  জায়গা থেকে আপনি প্রচুর ভিজিটর পাবেন

আমরা যেহেতু কোন Paid sofware ব্যবহার করব না, তাই আমি Real Process টা  দেখাব দরকার শুধু একটু ধৈর্য

একটা কথা এখানে আমি অনেক কিছু বলব না- কারন বললে অনেক বড় টিউন হয়ে যাবে, তাই যারা একটু এক্সপার্ট তারা টিউন টি পড়ুন- আর যেগুলো বুঝা বাকি থাকবে সেগুলো নিজেই খুজে বের করে বঝার চেষ্টা করবেন আসা করি

আজ শুধু Facebook নিয়ে আলোচনা করলাম- পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরের Tricks নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ্‌।

প্রথম কাজঃ পাঁচটা Fake Female account খুলুন, আর ফ্রেন্ড বাড়ানর জন্য কিছু নামকরা পেজ আর কিছু নামকরা গ্রুপ এ টিউমেন্ট আর টিউন করুন,, তারপর Automatic Friend Request আসা শুরু হয়ে যাবে। আপনি শুধু দেখবেন একটা আইডি এর ফ্রেন্ড অন্ন আইডি এর সাথে যেন Mutual না হয়,, আর আপনি যে এরিয়া থেকে ভিজিটর চান সেই এরিয়া রিলাটেড ফ্রেন্ড গুলো কে add করবেন

Suppose   আপনি যদি বাংলাদেশ টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সব বাঙালি নাম এর ফ্রেন্ড গুলো কে অ্যাড করবেন।  আর যারা আপনাকে ট্যাগ করবে, সেই সব ফ্রেন্ড গুলো কে ব্লক করবেন প্রতিদিন।

দ্বিতীয় কাজঃ আপনি পাঁচটা Browser খুজে ডাউনলোড করে নিন- যেমন  Sr Iron, 300, Tourch, Opera Mini Latest version, ar Mozilla er Latest version, কখনোই Google Crome ব্যবহার করবেন না,। আর ব্যবহার এর সময় প্রত্যেক Browser এর দিয়ে Private window দিয়ে ঢুকবেন, কারন  Private window দিয়ে browse করলে আপনার কোন ডাটা Browser সেভ রাখবে না।  আর মাঝে মাঝে history clean করবেন

এক আইডি থেকে অন্ন আইডি তে ঢুকার সময় একটু সময় গ্যাপ রাখবেন।

তৃতীয় কাজঃ ৪৫০০ ফ্রেন্ড পর্যন্ত অ্যাড করবেন, আর এরপর থেকে যেগুলো Friedn request আসবে সেগুলো delete request করবেন, কারন এগুলো আপনার Follower এরপর আইডি টা female থেকে Male বানিয়ে ফেলবেন নাম change করুন  যারা একটু বক বক করবে তাদের ব্লক করে ফেলবেন। এরপর আপনার ব্লগ এর ২-৩ টা ক্যাটাগরি নিয়ে পেজ আর গ্রুপ খুলুন, গ্রুপ গুলোতে সব ফ্রেন্ডদের অ্যাড করুন আর পেজ গুলো তে ইনভাইট করে কিছু লাইক বারান

, ধরে নিলাম- আপনার ব্লগ এর একটা ক্যাটাগরি সেটা হল Android App নিয়ে,, তাহলে আজ আপনি আপনার ব্লগ এ একটা আকর্ষণীয় Android App নিয়ে টিউন করছেন আর তারপর সেটি গ্রুপ এ টিউন করুন আর অই ক্যাটাগরি নিয়ে যে পেজ খুলছেন সেখানেও সুন্দর করে চার লাইন এ একটা কিছু লিখে নিচে লিঙ্ক দিবেন অথবা আকর্ষণীয় কিছু লিখে “Continue Reading” এর মাঝে লিঙ্ক দিতে পারেন-

Facebook এ“Continue Reading”  এর মাঝে কিভাবে লিঙ্ক দিতে হয় খুজে বের করে শিখে নিন।

এভাবে আপনার ব্লগ এর আকর্ষণীয় কিছু টিউন নিয়ে আপনার গ্রুপ এ আকর্ষণীয় ভাবে লিখে টিউন দিন টিউন তিন লাইন এর বেশী করবেন না, আর নিচে লিঙ্ক দিবেন অথবা  “Continue Reading” এর মাঝে লিঙ্ক দিবেন।

চতুর্থ কাজঃ এখন আপনার কাজ হল প্রত্যেকটা আইডি থেকে ২০০ টা গ্রুপ এ অ্যাড হওয়া, যে গ্রুপ গুলোতে টিউন করলে সাথে সাথে APROVE করে সেগুলো তে Join করবেন – এখানে আপনার সুবিধার জন্য আমি একটা ফাইল দিলাম সেখান থেকে কিছু গ্রুপ এ জইন করে নিন- এখান থেকে Download করুন .

২০০ টা করে ৫টা আইডি তে গ্রুপ গুলোতে জইন করবেন, আর আপনি যে সুন্দর করে আকর্ষণীয় করে নিজের গ্রুপ এ টিউন টা করলেন সেটা এই ১০০০ গ্রুপ এ গিয়ে শুধু copy paste মারুন এতে করে আপনার টিউন গুলো কমপক্ষে ৫০,০০০ থেকে ৬০,০০০ মানুষ দেখতে পারবে, লিঙ্ক এ ক্লিক করা নির্ভর করবে আপনার টিউন লেখার উপরে

আর আজেবাজে যেন টিউন না করেন  বাংলাদেশ এর ক্ষেত্রে বাংলাতেই গ্রুপ গুলোতে করবেন আর অন্ন দেশ এর জন্য হলে সেই দেশ গুলোর গ্রুপ গুলোতে সেই ভাষায়।

পঞ্চম কাজঃ যে দুই তিন টা ক্যাটাগরি এর জন্য পেজ গুলো খুললেন সেগুলো তে ইনভাইট করে কিছু লাইক বারান,  এখন আপনার কাজ হল  নিজের ফ্রেন্ড লিস্ট থেকে তাদের খুজে বের করুন যাদের ফ্রেন্ড সংখ্যা ১০০০ এর উপরে আর তাদেরকে ট্যাগ করলে তাদের ওয়াল এ show করে কি না, ট্যাগ করলে যাদের ওয়াল এ show করে এমন ফ্রেন্ড গুলো কে খুজে বের করুন আর এ তাদের নাম আর তাদের পিকচার exel shit ee বসিয়ে রাখুন .  এমন ২০০-৩০০ এর জন এর নাম খুজে বের করে রেখে দিন্‌,... বাস কাজ শেষ, এখন আপনি যে টিউন টা করবেন- যদি বাংলাদেশ এর ক্ষেত্রে হয় তাহলে সুন্দর করে চার পাঁচ লাইন এ লিখে লিঙ্ক দিয়ে সেই টিউন টা ৫০ জন কে ট্যাগ করেন,, এতে করে প্রতি ৫০ জন কে ট্যাগ করার জন্য কমপক্ষে আপনার টিউন টা ১০,০০০-১৫,০০০ মানুষ দেখতে পাবে,, এভাবে প্রতিটা আইডি থেকে প্রত্যেক Famous ক্যাটাগরি অথবা টিউন এর জন্য এমন করলে আপনার টিউন গ্রুপ আর পেজ আর নিজের ওয়াল এ টিউন + পেজ ট্যাগ+ গ্রুপ ট্যাগ করলে- আপনার একটা সুন্দর টিউন একলক্ষ থেকে দেরলক্ষ মানুষের কাছে পৌঁছিবে  আপনার টিউন যদি আকর্ষণীয় নাও হয় তবুও ৩০০০ থেকে ৪০০০ ভিজিটর আসা Practical

কিছু কথাঃ এটা করতে গিয়ে হয় ত আপনার এক মাস সময় যাবে, কিন্তু একটা যে আপনি community build করলেন সেটা আপনার আজিবন কাজে দিবে,  আর মাঝে মাঝে হয় ত Facebook Photo varification ঝামেলায় পড়তে পারেন, সেক্ষেত্রে Facebook Photo varification এটা solve করা শিখে ফেলুন, অনেক টিউন আছে সেখান থেকে চেষ্টা করুন আর শিখুন  আর Facebook Photo varification এই ঝামেলায় পরলে আমি আপনাকে একটু হেল্প করতে পারি- আমাকে নক করতে পারেন

সর্বোপরি একটা কথা বলি যারা Blogging করেন তাদের জন্য আপনি আপনার ব্লগ কে গুগল পেজ এ যদি সামনে নিয়ে আসেন তবুও আপনি সফল না  আপনার ব্লগে হাজার হাজার ভিজিটর আসুক তবুও আপনি সফল না   আপনি সফল তখনি হবেন যখন  আপনার সাইট এ একটা ভিজিটর আসল আর তার আপনার ব্লগ টা ভালো লাগলো- শুধু মাত্র তখনি আপনি নিজেকে সফল ওয়েবমাস্টার বলতে পারেন  কারন ঐ একটা ভিজিটর ই আপনার সাইট এর SEO এর জন্য যথেষ্ট।

অনেক Fb Viral script use করে হাজার হাজার ভিজিটর পাচ্ছে, কিন্তু সেই script গুলো paid করে কিনতে হয়- script ব্যবহার করে আরও অনেক সুবিধা পাবেন, কিন্তু সেগুলো পরে শিখুন--- আজকের জন্য এইটুকু পরবর্তী tune  Digg   reddit  ar Delicious এ কিভাবে আপনি আপনার টিউন কে সামনে নিয়ে আসবেন shortcut Technique

 

আর যারা আইডি কিনতে চান- তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন- কিছু ভালো Active ফেছবুক আইডি বিক্রি করা হবে- আইডি Condition

1   Friend 4253 আর Followers 30152

2   Friend   4425 and followers 15259

3 Friend 4502 and Followers 12856

যারা ক্রয় করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৮৫৪ ৫১৬৭৭৪

 

Facebook Photo varification এর ঝামেলায় পরলে আমাকে knock করতে পারেন Facebook এ আমি

আর বুঝতে কোন অসুবিধা হলে আমাকে জানাবেন- ভালো থাকবেন- !

Level 0

আমি tutulkhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধান্ধা বাজী

কি হবে এই নকল সোনা নিয়ে ?

খুব ভাল একটা আইডিয়া।

Moja pailam.. 🙂

Dhonnobad,ID gulur nam jodi aktu bolten?

Sorry ,dam not nam ,”Dhonnobad,ID gulur dam jodi aktu bolten?”