আসসালামুয়ালাইকুম। বন্ধুরা নিয়ে আসলাম কয়েকটি পিং ওয়েবসাইট যা আপনার সাইট কে ভিজিটর এবং ব্যাকলিঙ্ক পেতে সাহায্য করবে। নিচে কয়েকটি সাইট দেয়া আছে যেগুলোর মধ্যে আছে সার্চ ইঙ্গিন সাবমিসশন, ব্লগ সাবমিশন, সাইটম্যাপ এবং ওয়েবসাইট সাবমিশন যেগুলো থেকে আপনি ভিজিটর না পেলেও কিছু High PR ব্যাকলিঙ্ক পাবেন। যাদের নতুন ব্লগস্পট/ওয়ার্ডপ্রেস এ সাইট আছে বা হোস্টিং সাইট আছে তাদের ক্ষেত্রে সাইট গুলো বেশি কাজে দেবে। আর জানেন তো ব্যাকলিঙ্ক সাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে সব সাইটে আপনি সহজে ব্যাকলিঙ্ক করতে পারবেন না আর যদিও পারেন আপনাকে পেইড করতে হবে। আর যদি পেইড করতে না হয় তবে বেশিরভাগ ওয়েবসাইট হাই কোয়ালিটির হয় না। তবে কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে ব্যাকলিঙ্ক করতে দেবে কিন্তু সেগুলো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে।
Website PR
1. Pingomatic.com – PR 6
2. Twingly.com – PR 6
3. Auto-ping.com – PR 5
4. Feedshark.brainbliss.com – PR 5
5. Mypagerank.net – PR 5
6. Icerocket.com – PR 5
7. Blo.gs – PR 5
8. Bitacoras.com – PR 5
9. Totalping.com – PR 4
10. Ping.in – PR 4
11. Pingler.com - PR 4
12.pingmyurl.com - PR 4
13. Googleping.com – PR 3
14. Pingoat.net – PR 3
15. Pingfarm.com – PR 3
16. Pingmylink.com – PR 3
17. Pingsitemap.com – PR 2
18. Blogbuzzer.com – PR 2
19. Bulkping.com – PR 2
ভাল লাগলে আমার Article Submission Site থেকে ঘুরে আসতে পারেন। যে কোন এস ই ও আর্টিকেল বা ব্লগ টিউন বা ওয়েবসাইট লিস্ট অটো এপ্প্রুভ করা হয়।
আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিস্ট দেয়ার জন্য ধন্যবাদ, ping-o-matic আগে ইউজ করেছিলাম, আশা করি অন্যগুলাও কাজে লাগবে।