এর আগের টিউনে আমরা যা যা শিখেছিঃ
১। ব্লগস্পট এ ফ্রি ডোমেইন এ ব্লগ সাইট তৈরি।
২. SEO এর কাজ করার জন্য কিছু টুলের সাথে পরিচিতি।
৩. Google Webmaster tool
৪. Google এ Site Submit
৫. Google এ SiteMap Submit
এই টিউনে আমরা যা যা শিখবোঃ
১. কী-ওয়ার্ড রিসার্চ।
২. কী-ওয়ার্ড এর প্রজনিয়তা।
৩. কিভাবে কী-ওয়ার্ড রিসার্চ করতে হয়।
তাহলে আসুন কথা না বাড়িয়ে কাজে আসি।
কী-ওয়ার্ড রিসার্চ
বর্তমানে ফ্রীলাঞ্ছার মার্কেটপ্লেস গুলোতে কী-ওয়ার্ড রিসার্চ এর কাজের চাহিদা অনেক বেশি।সার্চ এঞ্জিন অপ্টমাইজেসন এ সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় হল কী-ওয়ার্ড রিসার্চ। কী-ওয়ার্ড হল এমন কিছু শব্দগুচ্ছ যা আপনার ওয়েব সাইট এর মূল বিষয় এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং ইউজার সার্চ এঞ্জিনে সার্চ দিলে আপনার সাইটটিকে খুজে পাবে। সংজ্ঞাটা মনে হয় এক্তু বেশি কঠিন হয়ে গেল। সমস্যা নেই নিচের নিচের অংশটুকু পরলেই বুঝতে পারবেন।
যেহেতু উপরের কী-ওয়ার্ড এর সংজ্ঞাটি অনেক জটিল হয়ে গেছে তাই এখন আমি আপনাকে সহজে কী-ওয়ার্ড বুঝবো। আমরা সাধারনত অনেক বড় বাক্য বলতে অভ্যস্ত নই আমরা একটি বড় বাক্যকে ছোট করে একটি শব্দের মাদ্ধমে প্রকাশ করতে বেশি ভাল মনে করি। উধাহরন সরুপ বলা যায় যে আমরা যখন একটি রিস্কাওয়ালাকে ডাকি তখন আমরা বলিনাযে এই রিস্কাওয়ালা এদিকে আসো আমরা বলি এই রিস্কা বা এই খালি। এখানে এই রিস্কা বা এই খালি ই হচ্ছে কী-ওয়ার্ড। এটি কোন বইয়ে লেখা নেই আমি সুধু আপনাদের বুঝানর জন্য লিখলাম।
কী-ওয়ার্ড এর প্রয়োজনীয়তাঃ SEO তে কী-ওয়ার্ড এর প্রজনিয়তা অনেক। আমি আগেই বলেছি যে সার্চ এঞ্জিন অপ্টমাইজেসন (SEO) হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে কোন একটি ওয়েব সাইটকে সার্চ এঞ্জিন সমূহের সাথে পরিচিত করা যায় এবং সার্চ এঞ্জিন এর প্রথমের দিকে আনা যায়।আর কোন সাইটকে সার্চ এঞ্জিন এর প্রথমের দিকে আনার জন্য দরকার সঠিক কী-ওয়ার্ড নির্বাচন। এখন আমি নিচে কী-ওয়ার্ড রিসার্চ সম্পরকে আলোচনা করবো।
যেভাবে কী-ওয়ার্ড রিসার্চ করতে হয়ঃ কী-ওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে ভাল মানের কী-ওয়ার্ড নির্বাচন করতে হবে। কী-ওয়ার্ড নির্বাচনের জন্য অনেক সাইট আসে কিন্তু আমি আপনাদেরকে Google Keyword Planar টুলটি ব্যবহার করার জন্য Suggest করবো। কারন Google Keyword Planar গুগলের নিজস্ব টুল তাই এর Quality নিয়ে কোন চিন্তা থাকেনা।
এখন আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কি ধরনের কী-ওয়ার্ড চাচ্ছেন। ধরুন আপনার সাইটটি একটি গাড়ি বিক্রির সাইট স্বভাবতই আপনি গাড়ি Related কী-ওয়ার্ড খুজবেন। এতি বিসয় আমি আগেও বলেছি তাও আবার বলছি কী-ওয়ার্ড হল এমন কিছু শব্দগুচ্ছ যা আপনার ওয়েব সাইট এর মূল বিষয় এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই কী-ওয়ার্ড রিসার্চ করার সময় এই বিসয়তি মাথায় রাখবেন। কথা না বাড়িয়ে কাজে আসি।
১.প্রথমে আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে Google Webmaster tool এ লগইন করুন।তারপর Google এ Keyword planner লিখে সার্চ দিন। সার্চ রেজাল্টের প্রথমের সাইটটিতে প্রবেশ করুন। অথবা Google Adwords থেকে Tools and analysis > Keyword Tools মাধ্যমেও আপনার Keyword planner টুলতি ওপেন করতে পারবেন। Keyword planner এর ইন্টারফেচ নিম্নরুপ।
এখন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন। লগিন করলে নিচের মত ইন্টারফেচ দেখতে পাবেন।
চিত্রের দেখন অংশে ক্লিক করলে নিচের মত ইন্টারফেচ দেখতে পাবেন।
উপরের চিত্রের সব ঘর গুল সঠিক ভাবে পুরন করে GET IDEAS এ ক্লিক করলে নিচের মত ইন্টারফেচ দেখতে পাবেন।
সার্চ দেয়ার পর উপরের চিত্রের মত একটি কী ওয়ার্ডের লিস্ট দেখা যাবে আপ্নারা সেখান থেকে দেখতে পাবেন কোন কী ওয়ার্ডের কেমন Quality, Cooperation, ETC…শব কিছু দেখে ভাল মানের কী ওয়ার্ডের নির্বাচন করুন।
ধরে নিলাম আপনার কী ওয়ার্ডের নির্বাচন শেষ এবার কী ওয়ার্ড আপনার সাইটে যুক্ত করার পালা। আসুন দেখি কিভাবে আপনার সাইটে কী ওয়ার্ড যুক্ত করবেন।
১.প্রথমে আপনার সাইটের HTML ভিউ তে যান। ব্লগারের HTML ভিউ তে যাওয়ার জন্য HTML ভিউ তে পর্যায়ক্রমে Template > Edit HTML ক্লিক করুন।
২. তারপর আপনার কী বোর্ড থেকে Ctrl+F চেপে <haed> ট্যাগটি খুজে বের করুন। এরপর <haed> ট্যাগের নিচে নিম্নের মত করে একটি কন্টেন্ট লিখে পেস্ট করুণ।
<meta name="description" content="এখানে আপনার সাইটের বিস্তারিত বর্ণনা লিখুন." />
<meta name="keywords" content="এখানে আপনার সাইটের keyword গুলো কমা দিয়ে দিয়ে লিখুন." />
<meta name="author"এখানে আপনার সাইটের মালিকের নাম লিখুন" />
<meta charset="UTF-8" />
৩.কাজ শেষ হলে save tamplateএ ক্লিক করুন।
এখানে আমি সুধু Blogger এর Keyword Research নিয়ে আলোচনা করলাম আপনারা আপাদত Blogger এর Keyword Research প্রাকটিস করতে থাকেন পরবর্তীতে অন্যকোন CMS এর Keyword Research করার প্রয়োজন হলে আমকে Knock করলে আমি বলে দেবো।
এই ছিল Keyword Research আশা করি সিবাই বুঝতে পেরেছেন। ধন্নবাদ।
Meta submission: Meta submission নিয়ে নতুন করে আলোচনা করার কিছুই নেই কারন আপনার অজান্তেই আপনি Meta submission শিখে ফেলেছেন। এখন বলছি কিভাবে ? আপনারা যারা উপরের Keyword Research পার্টটি ভালভাবে পরেছেন তারাই Meta submission শিখে ফেলেছেন। এড়িয়ে গেলে আরেকবার দেখে আসুন।।
আমরা নিচের মত একটি কন্টেন্ট ব্যবহার করেছিলাম। আসলে এটাই সঠিকভাবে পুরন করে HTML শিট এ স্থাপন করাই Meta submission...
<meta name="description" content="এখানে আপনার সাইটের বিস্তারিত বর্ণনা লিখুন." />
<meta name="keywords" content="এখানে আপনার সাইটের keyword গুলো কমা দিয়ে দিয়ে লিখুন." />
<meta name="author"এখানে আপনার সাইটের মালিকের নাম লিখুন" />
<meta charset="UTF-8" />
এই কন্টেন্টটি সঠিকভাবে পুরন করে HTML শিট এ স্থাপন করুন। Keyword Research পর্বেই আমি HTML শিট এ স্থাপন করা নিয়ে আলচনা করেছি তাই আর নতুন করে আলচনা করার কিছুই নেই। আসা করি বুজতে পেরেছেন না বুজলে আমাকে নক করুন।
সময় হলে আমার ব্লগটিতে ঘুরে আসতে পারেন<>
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Kub Surdor Hoysay. prioyty Raklam. Exam Ses Holay Suru Korbo. insallah.