বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক, বন্ধুরা আমি আমার গত পোষ্টে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে আপনাদের ওয়েব সাইট গুগোলে সাবমিট করবেন তা নিয়ে। যারা সেই পোষ্টটি পড়েন নি বা যাদের কাছে ঐ পোষ্টটি দরকারি বলে মনে হয় তারা দেখে নিতে পারেন এখান থেকে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা আপনাদের ওয়েব সাইট অন্যতম একটি সার্চ ইঞ্জিন Bing এ কিভাবে সাবমিট করবেন সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করি আমার আজকের আলোচনা……
কিভাবে ওয়েব সাইট সাবমিট করবেন Bing চাচার কাছে?
প্রশ্নের উত্তর একেবারে সোজা যারা যানেন না তাদের কাছে পাহাড় সমান মনে হলেও এই কাজটি করা একদম সোজা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রথমে আপনি এখানে ক্লিক করুন। তারপরে যে পেজটি আসবে সেখানে দেখুন লেখা আছে Type the URL of your homepage এবং এই লেখার নিচে একটি ঘর আছে সেখানে আপনার ওয়েব সাইট এর এড্রেসটি লিখুন তারপরে নিচের ক্যাপচা ঘরে ক্যাপচাটি লিখুন সবশেষে SUBMIT বাটনে ক্লিক করুন। বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন
এবার দেখুন বলছে যে আপনার সাইট সাবমিট হয়ে গেছে, এখন আপনার ঐ সাবমিট কৃত সাইটটি ভালো ভাবে Bing এ ব্যবহার করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। প্রথমেই দেখুন ঐ পেজেই GREAT!SIGN ME UP নামক একটি বাটন রয়েছে আপনি সেখানে ক্লিক করে Signup করে নিন এবং Signup শেষে আপনি ঐ সাইটে লগিন করুন। এবার যে পেজটি এসেছে সেখানে দেখুন আপনার সাইটটি আবারও ADD করতে বলছে, আপনি কোন কিছু পরিবর্তন না করে ADD বাটনে ক্লিক করুন। বুঝতে না পারলে নিচের ইমেজটি লক্ষ্য করুন
এখন যে পেজটি এসেছে সেখানে দেখুন আপনাকে আপনার সাইট Verify করার জন্য চারটি কাজ করতে বলছে যা আমি এখানেও আলোচনা করলাম।
১) প্রথমে আপনাকে Bingsiteauth.xml নামক ফাইলটি ডাউনলোড করতে বলছে।
২) তারপরে সেই ফাইলটি আপনার রুট ফাইলে আপোলোড করতে বলছে।
৩) তিন নম্বরে আপনি যে ফাইলটী আপলোড করছেন তা ঠিক আছে কিনা তা দেখার জন্য একটি লিঙ্ক দিয়েছে যেখানে আপনাকে ক্লিক করতে বলছে।
৪) সবার নিচে যে Verify বাটন আছে সেখানে ক্লিক করে ভেরিফাই করতে বলছে।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের পোষ্টে এই আশা বাদ ব্যকত করে বিদায়, আল্লাহ হাফেজ।
পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে ।
সোজন্যে ঃ- টেকটুইট২৪ ডট কম ।
ফেসবুকে আমি ।
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দয় করে উত্তর দিবেন??
ব্লগার এ রুট ফাইল কিভাবে আপলোড করব?
বা এই কাজটি ব্লগার এ কিভাবে করব???
সহযোগিতার অপেক্ষায়……….