গুগল সার্চ ইঞ্জিন র‍্যঙ্কিং-এর নতুন আপডেট (মোবাইল সাইট)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

প্রিয় টেকটিউনস পরিবারের সদস্যগন, কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক ভালো আছেন।

আজ আপনাদের সাথে গুগলের নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো।  আপনি যদি একটা ওয়েবসাইটের মালিক বা মডিফায়ার হয়ে থাকেন তাহলে এই নিউজ বা আপডেট আপনার জন্য অনেক জরুরী। আপনি হয়তো আপনার একটা ওয়েবসাইট তৈরি করে র‍্যাঙ্কিং পাওয়ার জন্য পুরপুরিভাবে এসইও, সোস্যাল মিডিয়া শেয়ারিং এবং মার্কেটিং করছেন, কিন্তু আপনি কি এটা জানেন যে, গুগলের নতুন আপডেট অনুযায়ী, গুগল সার্চে  মোবাইল ফ্রেন্ডলি সাইটগুলো খুব বেশি প্রাধান্য পাবে।

তাই আজকে আপনাদের একটাই সাজেশন দিবো আর তা হলে সব সময় মোবাইল ফ্রেন্ডলি এবং রিসপনসিভ (Responsive) থেম বা টেম্পলেট ব্যবহার করবেন। এতে যেমন তারাতারি গুগল রেঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি মোবাইল ইউজার পাবেন। কারন বর্তমানে প্রায় ৬০ শতাংশ ট্রাফিক আশে মোবাইল থেকে। আপনি যদি ভেবে থাকেন যে গুগল হঠাত করেই এমন একটা উদ্যোগ নিলো কেনো তাহলে আপনি ভুল করবেন, কারন এই বিষয়ে গুগল প্রায় অনেক দিন আগেই জানিয়েছিল তাদের এক সেমিনারে।

তারা আর জানান যে, আপনার সাইটটি যদি মোবাইল ফ্রেন্ডলি বা উপযোগী না হয় তাহলে আপনার সাইটটি হয়তো বর্তমান র‍্যাঙ্কিং হারাতে পারে। তাই যত দ্রুত সম্ভব মোবাইল ফ্রেন্ডলি/উপযোগী/Responsive থেম বা ডিজাইন ব্যবহার করেন।

 

যাই হোক, আমার এই টিউনটি সময় দিয়ে পড়ার জন্য জন্য ধন্যবাদ।  আজ এই পর্যন্তই থাক। আগামী দিন চেষ্টা করবো নতুন কোন বিষয় নিয়ে লিখতে।
আপনাদের যদি কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে টিউমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে চেষ্টা করবো উক্ত বিষয়ে টিউন করার।

Level 2

আমি ওয়াহেদুজ্জামান তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a student of Computer Science & Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jana Cilo… Tarporeo Thanks For Share

ami wp te mobilepress plugin use kori to amar ki hobe.?