এসইও করার ক্ষেত্রের কী ওয়ার্ড নির্বাচন করাটাই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। কেননা আপনার কী ওয়ার্ড নির্বাচন করার উপর নির্ভর করে আপনার সফলতা। আপনি যদি আপনার সাইটের জন্য ভাল ও আপনার সাইট রিলেটেড কী ওয়ার্ড নির্বাচন করতে পারেন, তবেই আপনার সাইটটি দীর্ঘ দিন পেজ রেঙ্ক থাকবে।
এর আগে সঠিক ডোমেইন নির্বাচন নিয়ে কিছু কথা লিখেছিলাম। সেই টিউনটি দেখতে পারেন।
তো চলুন দেখে নেই কীভাবে আপনার সাইটের জন্য ভালো কী ওয়ার্ড নিাচন করবেনঃ
১.আপনার সাইট যে উদ্দ্যেশে তৈরী করেছেন ঠিক সেই রিলেটেড কী ওয়ার্ড নির্বাচন করবেন। যেমনঃ আপনার সাইট যদি গানের সাইট হয় তবে আপনি যদি software, games, apps,fashion এ জাতীয় কী ওয়ার্ড নির্বাচন করেন, তবে আপনি ফল পাবেন না। বরং আপনার সাইট স্পাম হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে music, mp3, song, dj song, mix mp3 এই জাতীয় কী ওয়ার্ড নির্বাচন করতে হবে। তবেই আপনি এসইওতে সফলতা দেখতে পাবেন।
২.যেসকল কী ওয়ার্ডগুলো সার্চ ইন্জিন গুলোতে বেশী সার্চ করা হয় ঠিক সেই কীওয়ার্ড গুলোই নির্বাচন করবেন। তাহলে আপনার সফলতা এক ধাপ এগিয়ে যাবে। আপনি যদি বেশী সার্চ হওয়া কী ওয়ার্ডগুলো দেখতে চান, তবে গুগল এডওয়ার্ড এ গিয়ে আপনার কাঙ্খিত কীওয়ার্ড এর সার্চ দেখতে পারেন। গুগল এডওয়ার্ডস এর ঠিকানাটি হল adwords.google.com আপনি এই ঠিকানায় গিয়ে আপনার নির্দিষ্ট কী ওয়ার্ডের সার্চ দেখতে পারেন।
৩.আপনি কী ওয়ার্ড নির্বাচন করার পর এগুলোর একটি তালিকা তৈরী করতে পারেন। তারপর এখান থেকে বেছে বেছে ১৫০-২০০ টি কী ওয়ার্ড আপনার সাইটের জন্য নির্বাচন করবেন। তবে একটি সাইটে ২৫০টির বেশি কী ওয়ার্ড নির্বাচন না করাই বুদ্ধিমানের কাজ।
৪.একই কী ওয়ার্ড বার বার ব্যবহার করবেন না। এত আপনার সাইট স্পাম হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কী ওয়ার্ডকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। যেমনঃ song, song download, download song, music song আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন।
৫.আপনার সাইটে কী ওয়ার্ড দেওয়ার জন্য প্রতিটির পর অবশ্যই অবশ্যই কমা (,) দিবেন। কেননা কমা না দিলে সার্চ ইন্জিন মনে করবে সবগুলোই একটি কী ওয়ার্ড। তাই খেয়াল করবেন, প্রতিটি কী ওয়ার্ডের পর যেন কমা থাকে।
৬.কী ওয়ার্ড গুলো ছোট হাতের হলে বেশী ভালো হয়। আর একটা কথা হলো সব সময় কী ওয়ার্ড গুলোর সঠিক বানান ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় মানুষ ভূল কী ওয়ার্ড দিয়ে সার্চ করে। সেক্ষেত্রে মাঝে মাঝে ভূল বানানের কী ওয়ার্ড ব্যবহার করবেন। যেমনঃ muzic, gemes, aktion games, sang. এতে আপনার ভিজিটর বেশী পাওয়ার সম্ভবনা থাকে।
আশা করছি আপনারা আপনাদের সাইটের জন্য কী ওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করবেন। কেননা একটি সাইটের সঠিক কী ওয়ার্ড নির্বাচন করাটাই সাফল্যের মূল চাবি-কাঠি। তাই আমি বলবো আপনার সাইটের কী ওয়ার্ড নির্বাচনে উপরের বিষয়গুলোর দিকে নজর দিবেন।
আজ এ পর্যন্তই। আগামীতে আরো নতুন কোনো টিউন নিয়ে হাজির হবো। সে পর্যন্ত টেকটিউস এর সাথেই থাকুন।
আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট আমার নেশা ❤️
free hd movies download,hollywood new hd movies download,free english movies,recently released movies download,hd english movies download ,latest english movies free download,free download english movies,hollywood new movie…..এগুলো আমার সাইটের কিওয়ার্ড। এরকম দিলে কি হবে ভাই? একটু সাজেসান চাই ভাই