মাত্র কয়েক ঘন্টায় নিজের সাইটকে গুগলে ইন্ডেক্স করে নিন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
আসেন বেশি কথা দিয়া আজাইরা টিউন সাইজ বাড়াব না।

প্রথমে এখানে গিয়ে আপনার সাইটের একটা সাইটম্যাপ তৈরী করে নিন। সাইটম্যাপ তৈরী করার জন্য খালি বক্সটাতে আপনার সাইটের নাম দিয়ে সাবমিটে ক্লিক করে ফিনিশ করা পর্যন্ত অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করে সাইটম্যাপ তৈরী করা হয়ে গেলে ডাউনলোড করে নিন।সেটি আপনার সাইটের ফাইল ম্যানেজারে আপ্লোড করে ডাউনলিঙ্কটি সংরহে রাখুন।

তারপর এখানে যান। তারপর add a site click করুন। খালি বক্সে আপনার সাইটের নাম দিয়ে তারপর ক্লিক করুন। আপনার যদি সেলফ হোস্টেড সাইট হয় তবে প্রথম পদ্ধতিটা কার্যকর। তাইলে আপনি একটা ফাইল দেখতে পাবেন তা আপনার হোস্টিঙ্গের রুট বা www ফোল্ডারে আপলোড করে ভেরিফাই ক্লিক করুন। আর যারা ওয়াপকা বা এধরনের হোস্টিং ছাড়া সাইট ইউজ করেন তারা alternative মুডে গিয়ে html tag অপশন ক্লিক করে আপনার মেটা নেম এরকম একটা কোড দেখাবে <meta name="google-site-verification" content="ib2h1qaU4MH26GPnEa5MsiEyIdaBVVAxxxxxxxxxxx" /> অইটা কপি করে আপনার সাইটের হিডারে বসিয়ে ভেরিফাই ক্লিক করুন। এবার আইছে আসল কাজ । ওয়েবমাস্টার টুলসে আপনার সাইটের নামের উপর ক্লিক করে প্রবেশ করলে এরকম একটা পেজ দেখতে পাবেন।এবার submit a sitemap এ ক্লিক করে।খালি বক্সটাতে প্রথমে যে সাবমিট আপলোড করেছিলেন সেটার লিঙ্ক মেইন ডোমেইন বাদে খালি বক্সে লিখে দিন। অর্থাৎ সাইটম্যাপ লিঙ্ক এরকম হয় http://www.techtunes.iom./sitemap তাহলে শুধু sitemap অংশটুকুই খালি বক্সে দিবেন।

এবার নিচের চিত্রের মত crawl এ ক্লিক করে fetch as google এ ক্লিক করুন।

Fetch-as-Google

তারপর আপনার কাংখিত পেইজ এড্রেসটি দিন। পুর এড্রেসটি দেয়া লাগবে না। মুল ডোমেইন নেম এর পরের অংশটুকু দিন। যেমন ধরুন আপনার কাংখিত পেইজ এড্রেসটি হচ্ছে http://yourdomain.com/my-new-page/, সে ক্ষেত্রে আপনি সুধু my-new-page এই অংশটুকু দিয়ে FETCH অপশনটিতে ক্লিক করুন।

Index-Your-Content

এর পর দেখুন আপনার FETCH অপশনটি সফল হয়েছে কিনা, সফল হয়ে থাকলে নিম্নের স্ক্রিনশট এর মত Complete দেখাবে।  সফল হওয়ার পর আপনি Submit to Index এই অপশন এ ক্লিক করবেন।

Quick-Content-Indexing-Tips

এই অপশন এ ক্লিক করার পর একটা পপ আপ আসবে দুইটা অতিরিক্ত অপশন সহ। যেখানে আপনাকে বাছাই করতে হবে আপনি কি শুধু নির্দিষ্ট পেইজ টিকেই ইন্ডেক্স করতে চাচ্ছেন নাকি এই পেইজ এর যত ইন্টারনাল লিঙ্ক আছে সেই পেইজ গুলাকেও ইন্ডেক্স করতে চাচ্ছেন। সাধারনত আপনি শুধু সেই পেইজটিকেই ইন্ডেক্স করতে চাইবেন, কেননা পুর্বের তৈরি পেইজ গুলো ইতিমধ্যেই ইন্ডেক্স হয়ে আছে বলে ধরা যায়। সব ইন্টারনাল লিঙ্ক সহ মুলত ইন্ডেক্স করার জন্য রিকোয়েষ্ট করা হয় যখন সাইট এর কন্টেন্ট এবং স্ট্রাকচার এ বড় ধরনের কোন পরিবর্তন আনা হয়। আপনি এক ওয়েবমাস্টার একাউন্ট থেকে ইন্টারনাল লিঙ্ক সহ পেইজকে ইন্ডেক্স এর অনুরোধ জানাতে পারবেন মাসে ১০ বার, অন্যদিকে শুধু নির্দিষ্ট পেইজ কে ইন্ডেক্স করার জন্য অনুরোধ জানাতে পারবেন মাসে ৬০০ বার।Google-Fetch-Option

সিলেক্ট করে Go তে ক্লিক করলেই শেষ। এই পদ্ধতিতে মোটামুটি ১০ মিনিটের মধ্যেই পেইজ ইন্ডেক্স হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো দেরি হতে পারে।তাই আমরা কোন ঝূঁকি নিতে চাই না এবার আমরা ২৫০০ সাইটে আমদের সাইটের ব্যাক্লিঙ্ক তৈরী করব সেতা করার জন্য আমরা এই পেজে যাব seoget-2500-backlinks

তারপর খালি বক্সে আমাদের সাইটের নাম এবং দ্বিতীয় বক্সে কী-ওয়ার্ড দিয়ে সাবমিট করব।এতে কিছুক্ষণ সময় লাগতে পারে।তাই এটি কম্পিঊটার থেকে করতে হবে।

কোন কিছু বুঝতে অসুবিধা হলে এখানে কমেন্ট করুন।

এটা আগে আমার সাইটে প্রকাশিত কিন্তু সাইটের লিঙ্ক দিলাম না নীতিমালা বিরুদ্ধ হওয়ার কারণে

Level 0

আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onek valo tips

Level 0

ভালোই বাটপারি করতে পারেন…..