সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ওয়েব ২.০ এর নাম অবশ্যই শুনেছেন। আমি এই আর্টিকেল এ ওয়েব ২.০ নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। বেশি কথা নাহ বলে, শুরু করা যাক।
আমরা অনেক ফ্রী ব্লগ সাইট ও সোশ্যাল মিডিয়া সাইট দেখি। এরা ফ্রী অ্যাকাউন্ট করতে দেয় ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। এসব ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট করে ও বিভিন্ন উপায়ে লিঙ্ক শেয়ার করে ব্যাকলিঙ্ক তৈরি করার মাধ্যম হলো ওয়েব ২.০। আপনি আপনার সাইট বা ব্লগ এর জন্য ওয়েব ২.০ করে ব্যাকলিঙ্ক তৈরি করে সার্চ রঞ্জিন রেঙ্কিং বাড়াতে পারেন। ভালো ভাবে ওয়েব ২.০ করলে লো কুয়ালিটি ডোমেইন দিয়েই ভালো রেঙ্কিং পাওয়া যায়। কথাটা বললাম কারন, ওয়েব ২.০ নিয়ে আমি যখন গুগল রিসার্চ করছিলাম তখন (ওয়ার্ডপ্রেস ডট কম) এ সাব ডোমেইন এর একটা সাইট দেখেছিলাম। এই সাইটটা আমি ওয়েব ২.০ এর মধ্যাই পেয়েছি। নিচের লিঙ্ক ২টা দেখুন। প্রথম টা ঐ সাইট এর লিঙ্ক আর পরের টা, ঐ সাইট এর জন্য করা ওয়েব ২.০ এর।
তাহলে, ওয়েব ২.০ এর ভালু আছে এটা অবশ্যই বলা যায়। আরও একটা জিনিষ খেয়াল করলাম। ঐ সাইট এর এলেক্সা রেঙ্ক কিন্তু ১০,৪৮৬,৭২২! তার মানে, ঐ সাইট এর ট্রাফিক ও কম কিন্তু গুগল পেজ রেঙ্ক ৩। হতে পারে, এটাকে কোন এসইও প্রোজেক্ট হিসাবে করা হয়েছে। কারন একটা চিরন্তন সত্য শুনলাম, তাহের চৌধুরী (সুমন) ভাই এর আর্টিকেল পড়ে, ট্রাফিক = রেভিনিউ! উপরের আলোচনা থেকে আশা করি বুঝতে পেড়েছেন ওয়েব ২.০ কি আর উধাহারণ থেকে বোঝা যায় ওয়েব ২.০ এর ভেলু আছে।
ওয়েব ২.০ এর উদ্দেশ্য হলো ব্যাকলিঙ্ক তৈরি করা। আর, সার্চ ইঙ্গিন রেঙ্কিং বাড়ানোরে জন্যই লিঙ্ক বিল্ডিং করা হয়। ভালো কি ওয়ার্ড নিয়ে সার্চ রেঙ্কিং এর প্রথম দিকে থাকলে সার্চ ইঞ্জিনই প্রচুর ট্রাফিক যোগাড় করে দিবে। এসব কারনেই, লিঙ্ক বিল্ডিং আর ওয়েব ২.০ এই লিঙ্ক বিল্ডিং এর একটা প্রসেস। নিচে ওয়েব ২.০ করার কিছু উদ্দেশ্য লিখলামঃ
ওয়েব ২.০ করা তেমন কোন কষ্টের ব্যাপার না। কিন্তু, উল্টাপাল্টা নিয়মে ওয়েব ২.০ করতে থাকলে পেনালাইয হতে পারে। শুধু ওয়েব ২.০ নাহ, লিঙ্ক বিল্ডিং এর প্রায় সকল প্রসেস আপডেট হয়েছে। ২০১৪ সালেই একবার Google Algorithms আপডেট হয়েছে। এই লিঙ্ক থেকে সব আপডেট গুলো দেখতে পারবেন। এই সকল নিয়ম মেনে নাহ চললে ও স্পামিং করতে থাকলে পেনালাইয হবার সম্ভবনা থেকেই থাকে। নিচে সঠিক ভাবে ওয়েব ২০ করার নিয়ম ও কিছু সাজেশন দেওয়া হলোঃ
# "যদি সেই সাইট, আপনাকে সাব ডোমেইন এর সাইট করে কন্টেন্ট পাবলিশ করতে দেয় তাহলে কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে করতে হবে।"
# "সোশ্যাল সাইট, যেমন গুগল+ বা ইউটিউব। এখানে, আপনাকে অ্যাকাউন্ট প্রোফাইল পেজ থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবেন।"
# "কিছু সাইট এ আপনাকে কোন আর্টিকেল অন্য কোন ফরম্যাট এ পাবলিশ করতে হতে পারে।"
wordpress.com - pr9
tumblr.com - pr8
typepad.com - pr8
weebly.com - pr8
blogger.com - pr8
tripod.com - pr8
posterous.com - pr7
jimdo.com - pr7
yola.com - pr7
squidoo.com - pr7
multiply.com - pr7
angelfire.com - pr7
officelive.com - pr7
rediff.com - pr7
wikidot.com - pr7
webs.com - pr7
webnode.com - pr7
salon.com - pr7
edublogs.org - pr6
webspawner.com - pr6
soup.io - pr6
ucoz.com - pr6
travelblog.org - pr6
gather.com - pr6
springnote.com - pr6Credit: Tom Roberts
Moz Community এর একটা প্রশ্নতে মন্তব্য করেছেন।
এই ধনরেও আরও অনেক সাইট আছে, যেই সব সাইটে আপনি সাব ডোমেইন করে এবং আর্টিকেল পাবলিশ করে বা অন্যান্য উপায়ে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন।
ভুল হয়ে ক্ষমা করবেন ও জানাবেন। কোন সমস্যা হলে মন্তব্য করুন। আমার ফেসবুক অ্যাকাউন্ট ও আমার নতুন ব্লগ।
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
পূর্নাঙ্গ গাইড লাইন