ওয়েবসাইট এর জন্য Crawl Error অনেক ক্ষতিকর। যেমন, Crawl Error সার্চ ইঙ্গিন গুলো পছন্দ করে নাহ। সার্চ ইঙ্গিন গুলোতে ইনডেক্স থাকে আপনার ব্লগ এর পেজ কিন্তু ভিজিট করলে 404 Error! এগুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য স্বাস্থ্যকর নাহ। আপনার ব্লগের অনেক Crawl Error থাকলে আপনি পেজ রেঙ্ক পাবেন নাহ, ইউনিক ট্রাফিক হারাবেন, সার্চ রেঙ্কিং বাড়বে নাহ ও অনেক ঝামেলা। আবার, এই Crawl Error ম্যানুয়ালি মুছতে প্রচুর টাইম লাগে। ৫০০ টা Crawl Error মুছতে মিনিমাম ১ ঘণ্টা তো লাগেই।
আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের Crawl Error সম্পরকে জানতে, আপনি Google Webmaster Tool ব্যাবহার করতে পারেন। তাছাড়া, এই কাজ করতেও আপনাকে Google Webmaster Tool ব্যাবহার করতে হবে। তো চলুন দেখি, যে ভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর সকল Crawl Error মুছে ফেলবেন মাত্র ১০ মিনিটেঃ
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগইন করুন। এখন, Dashboard --> Appearance --> Theme Editor --> 404.php ফাইল এ যান।
নিচের কোড গুলো 404.php ফাইলে পেস্ট করে দিন। খেয়াল রাখবেন যে, একটা কোড এর ভিতরে আর একটা নাহ ঢুকে যায়। কোড গুলো ব্যাকআপ রেখে কাজ করতে পারেন।
BSPNF_redirect
= setTimeout(function() {location.href="http://rittechnologyblog.com"}, 0);
ফাইল সেভ করার আগে একটু এডিট করুন। এখানে আমি আমার ব্লগের লিঙ্ক ব্যাবহার করেছি। আপনি আপনার ব্লগের লিঙ্ক ব্যাবহার করবেন। মানে, আপনি যেই ব্লগের Crawl Error মুছে ফেলতে চান সেইটা ব্যাবহার করবেন। ""http://www.rittechnologyblog.com"" এই লিঙ্ক এর পরিবর্তে আপনার ওয়েবসাইট বা ব্লগ এর লিঙ্ক দিন। এখন সেভ করুন।
ওয়ার্ডপ্রেস এর কাজ শেষ। এখন Google Webmaster এর ছোট একটা কাজ করতে হবে। Google Webmaster Tool থেকে Crawl Error এ ক্লিক করুন। যতো গুলো Crawl Error আছে, সব গুলো মার্ক করে "" Mark As Fixed "" করুন। শেষ!
ভালো লাগলে, মন্তব্য করতে পারেন। কোন সমস্যা হলে বা অন্যকোন কারনে আমাকে ফেসবুক এ পাবেন।
আমার ফেসবুক অ্যাকাউন্ট
আমার নতুন ব্লগ 😀
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
ধন্যবাদ