আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার বাংলায় ব্লগিং শুরু করলাম। অনেকদিন থেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছি। কিন্তু এখন ও শুনে থাকি কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) তে ক্যারিয়ার গড়া যায়। কেন আমি এসইও শিখবো বা আগামীতে এসইও এর কর্মক্ষেত্র কেমন হবে ইত্যাদি। আর তাই আজ এসব বিষয় নিয়ে একটু লেখতে বসলাম।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? অনেকেই জানেন , তবুও যারা জানেন না তাদেরকে সংক্ষেপে বলছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর অর্থ হল একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ( সেটা হতে পারে গুগল, বিং, অন্যান) জন্য উপযোগী করে গড়ে তোলা। এখন প্রশ্ন হল কেন আপনি সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করবেন? বলছি। এই জন্যেই করবেন যে আপনি সেখান থেকে আপনার টার্গেটকৃত ভিজিটর নিয়ে আসা। আমি জানি আপনি নিজেও প্রতিদিন অনেক সার্চ করে গুগলে, জানতে চান অজানা সব তথ্য। শুধু আপনি নয় এমন করে পৃথিবীতে প্রতিদিন কয়েকশ কোটি বার সার্চ করে শত কোটি মানুষ। তাই বুঝতেই পারছেন একটি সার্চ ইঞ্জিন কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি সেই শত কোটি গ্রাহকের মধ্যে ০.০০১ শতাংশ মানুষকেও আপনার সাইট এ নিয়ে আসতে পারেন তাহলে একবার ভেবে দেখুন আপনি কত ভিজিটর পাবেন। তবে প্রশ্ন হলো আপনি কিভাবে ভিজিটর গুলোকে নিয়ে আসবেন সার্চ ইঞ্জিন থেকে, কারন সার্চ ইঞ্জিনে তো আপনার কোন ওয়েবসাইট আসে না সার্চ করলে। ঠিক ধরেছেন !! আর এই কারনেই আপনার প্রয়োজন হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (এসইও) জানা। যা জানলে আপনি আপনার টার্গেট ভিজিটর নিয়ে আসতে পারবেন।
এইতো গেলে এসইও নিয়ে বয়ান। এখন আসুন দেখা যাক এসইও নিয়ে কোন কোন বিষয়ে ক্যারিয়ার গড়ে তোলা যায়।
দিনে দিনে বেড়েই চলছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট। এখন বাংলাদেশ পৃথিবীর প্রথম সারির ৫ টি দেশের একটি দেশ এই ফ্রিল্যান্সিং এ । যেখানে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর অনেক অনেক কাজ। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ দক্ষ হন তাহলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। এখন বাংলাদেশের অনেক তরুণের স্বপ্নের ক্যারিয়ার হলো এই ফ্রিল্যান্সিং। যেখান থেকে দক্ষরা হাজার হাজার ডলার আয় করে নিজের জীবন পাল্টে ফেলেছে। আর সেই মার্কেটে এসইও একটি অনেক বড় অংশ। কেবল আপনি যদি একজন দক্ষ এসইও এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি ও প্রতিমাসে আয় করতে পারবেন ভালো অংকের টাকা। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স, ফাইভার, পিপল পার আওয়ার ইত্যাদি।
আপনি জানেন কি আন্তর্জাতিক বাজারে একজন এসইও স্পেশালিষ্ট এর প্রতিমাসে সেলারি কত? মাসে মাত্র ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। আর একজন সার্চ ইঞ্জিন মার্কেটের বা এসইও কনসাল্টেন্ট এর আয় এর দেড়গুণ !! ৫-৬ বছরের অভিজ্ঞতা থাকলে আর বাহিরের দেশে যাবার সুযোগ থাকলে আপনি ও পেতে পারেন এমন একটি ক্যারিয়ার। তবে বাংলাদেশ এ এখন ও এমন অবস্থা আসেনি। কারণ বাংলাদেশের লোকাল মার্কেট এখনো অত অনলাইন ভিত্তিক হতে পারে নি। তাই সেক্ষেত্রে বাংলাদেশে এইধরনের কর্মক্ষেত্র কম। তবে আগামী ৩-৫ বছরের মধ্যে বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা হবে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের।
তবে আপনি কিন্তু এখন একজন ভার্চুয়াল ওয়েবমাস্টার বা এসইও কনসালটেন্ট হিসাবে বিদেশী কোম্পানিতে জব করতে পারেন তাও আবার নিজের ঘরে বসেই ! যা থেকে আপনি ও আয় করতে পারেন মাস শেষে একটি বড় অংশ।
শুধুমাত্র ব্লগিং করে বা অ্যাফিলিয়েশন মার্কেটিং করে বাংলাদেশ থেকে প্রতিমাসে ৫০,০০০-৫,০০,০০০ টাকা আয় করেন এমন অনেকেই আছেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করে থাকেন। অ্যাফিলিয়েশন মার্কেটিং বলেন বা গুগল এডসেন্স বলেন আপনি যদি এসইওতে পারদর্শী হন তাহলে আপনার জন্য থাকবে একটি অপার সম্ভাবনা নিজের ক্যারিয়ারকে একটি উচুস্থানে নিয়ে যাওয়ার। তাই আপনি যদি এই অ্যাফিলিয়েশন মার্কেটিং, এড মার্কেটিং বা ব্লগিং এ ক্যারিয়ার গড়তে চান তাহলে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এর কোন বিকল্প নেই।
অনলাইন মার্কেটিং এখন একটি অনেক বড়ক্ষেত্র । কারণ পৃথিবী খুব দ্রুতই অনলাইন ভিত্তিক হয়ে পড়ছে। সবাই এখন ধীরে ধীরে অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পরছে। কেনা কাটা থেকে শুরু করে অলাইনে লেখাপড়া সবই করা হচ্ছে। তাই অনলাইনের বাজারে কম্পিটিশন ও বেড়ে চলেছে। সবাই উঠেপড়ে লেগেছে তাদের টার্গেটেড ভিজিটর বা কাস্টমারদেরকে নিয়ে আসার জন্য। আর এই কারনে দিন দিন বেড়ে চলেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের প্রয়োজনীয়তা। নির্দিষ্ট কী ওয়ার্ড এর উপর ভিজিটর নিয়ে আসার জন্য যে এসইও এর কোন বিকল্প নেই ! তাই অনলাইন মার্কেটিং এর সব বড় এবং প্রধান হাতিয়ার হিসাবে আপনি বেছে নিতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে। অনলাইন মার্কেটিং এ অন্যের হয়ে কাজ করে বা নিজের পন্যের জন্য কাজ করে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ খুব সুন্দর ভাবে গড়ে তুলতে পারেন। যেমন আপনি –
১. অন্যের পণ্য বিক্রয় করার মাধ্যমে সেখান থেকে আয় করতে পারেন
২. নিজের পণ্যের বা সেবার মার্কেটিং করে নিজে একজন উদ্যোগতা হতে পারেন
৩. কোন প্রচার ও প্রোমোশন করে তাদের সাথে চুক্তি বদ্ধ হয়ে কাজ করতে পারেন।
ধরুন আপনি ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। যেখানে আপনি ওয়েবসাইট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস গুলো দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন না কিভাবে আপনি আপনার টার্গেটকৃত কাস্টমারদের নিয়ে আসবেন আপনার ব্যবসায়। কিন্তু আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন তাহলে সেই কাজ আপনি দ্রুতই করতে পারেন। যার ফলে আপনি আপনার ব্যাবসার উন্নতি আরো কয়েকগুন বাড়িয়ে নিতে পারবেন। এক সময় আপনার সেই ছোট কোম্পানি ই হয়ে যেতে পারে বড় কোন সার্ভিস প্রোভাইডার। তাই আপনি চাইলেই অনলাইন বা অফলাইন ২ দিকেই এসইও করার মাধ্যমে আপনি একজন সফল উদ্যোগতা হিসাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
তো বুঝতেই পারছে সার্চ ইঞ্জিনের ব্যাপকতা কেন এতো বেশি। এক কোথায় যদি বলতে হয় তাহলে “ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো অনলাইন মার্কেটিং বা ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষেত্র” । যা শিখে আপনি আপনার ইচ্ছা মত নিজের ক্যারিয়ার ডেভেলপ করে নিতে পারেন। আজ এই পর্যন্তই
আর হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ ক্যারিয়ার গড়ে তোলা বিসয়ক একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে ওয়েবকোড বিডি। “গড়ে তুলুন Search Engine Optimization এ ক্যারিয়ার” বিষয়ক এই উন্মুক্ত সেমিনারে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের জানানো হবে এসইও কি, কেন এসইও এতো জনপ্রিয়, কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর আপনি ক্যারিয়ার গড়বেন, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, এসইও এর মূল আয়ের উৎসগুলো কি , ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। আমাদের এই সেমিনার এ বিশেষ ভাবে আমন্ত্রিত তাঁরা, যারা এসইও এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, কিংবা ইন্টারনেট মার্কেটিং করতে চাচ্ছেন।
সেমিনারের বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকেঃ http://on.fb.me/1fPiKtI অথবা অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে
তো সবাই ভালো থাকবেন আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আমাকে। ধন্যবাদ
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
SEO now ekdom faltu. Waste time only.