গুগল পেজ রেঙ্ক আপডেট হিস্টরি ও পেজ রেঙ্ক বাড়ানোর জন্য কিছু সহজ টিপস। গুগল পেজ রেঙ্ক নিয়ে একটি সম্পূর্ণ আর্টিকেল।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

 শেষ আপডেট করা হয়েছেঃ 14-april-2014

গুগল মামা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আমরা সবাই জানি, বর্তমানে গুগল পেজ রেঙ্ক পাওয়া খুবিই কষ্টের বিসয় হয়ে দাঁড়িয়েছে। যারা নতুন বা অল্প এসইও শিখেছেন তাদের জন্য পুরা সিনপার্ট কাহিনী পেজ রেঙ্ক পাওয়া। তবে, আমি বলবো গুগল এর নিয়ম মাফিক চললে গুগল আপনাকে শুধু পেজ রেঙ্ক কেন, অ্যাডসেন্স থেকে শুরু করে অন্য সকল সার্ভিস এর সুবিধা গুলোও দিবে। অনেক দিন টিটি তে আর্টিকেল লিখি নাহ, তাই আজকে চেষ্টা করবো একটি পূর্ণ হেল্পফুল আর্টিকেল উপহার দিতে।

গুগল পেজ রেঙ্ক সম্পর্কেঃ

গুগল তার পেজ রেঙ্ক এর মাধ্যমে কোন ওয়েবসাইট এর ভেলু বোঝায়। যেই ওয়েবসাইট এর পেজ রেঙ্ক যোত বেশি সেই ওয়েবসাইট এর মূল্য ততো বেশি।  আপনার ওয়েবসাইট এর পেজ রেঙ্ক এর উপরে নির্ভর করে সবাই আপনার ওয়েবসাইট এর মূল্য/ভেলু বুঝবে।

গুগল পেজ রেঙ্ক হয় ১ থেকে ১০ পর্যন্ত। নতুন সাইট গুলোর পেজ রেঙ্ক N/A বা O থাকে তারপরে আপনার ওয়েবসাইট এর জন্য করা এসইও এর উপরে নির্ভর করে আপনি কতো পেজ রেঙ্ক পাবেন সেটা নির্ভর করে। গুগল যে কোন সময় পেজ রেঙ্ক আপডেট করে নাহ বা যে কোন একটি ওয়েবসাইট এর জন্যও আপডেট করে নাহ। গুগল নিজেদের সময় মতো কোন এক সময় পেজ রেঙ্ক আপডেট করে ও একসাথে সকল ওয়েবসাইট এর পেজ রেঙ্ক আপডেট করে। আগে ৩/৪ মাস পর পর আপডেট হতো কিন্তু কিন্তু শেষ আপডেট ৭+ মাস পরে হয়েছে। আপনার ওয়েবসাইট এর পেজ রেঙ্ক ০ এই কারনে আপনি হয়তো ভাবছেন যে, এর পরে যখন পেজ রেঙ্ক আপডেট হবে তখন আপনি অটোম্যাটিক  পেজ রেঙ্ক পাবেন 😀 কিন্তু, গুগল এই ভাবে পেজ রেঙ্ক আপডেট করে নাহ। আমি দেখেছি অনেক ওয়েবসাইট ০ থেকে এক লাফে পেজ রেঙ্ক ৪ পেয়েছে। এই টা সম্পূর্ণ নির্ভর করে Search Engine Optimization এর উপরে।

গুগল পেজ রেঙ্ক আপডেট হিস্টোরিঃ

  • 5/6 December 2013
  • 4 February 2013
  • 7 November 2012
  • 2 August 2012
  • 2 May 2012
  • 7 February 2012
  • 7 November 2011
  • 1st Week August 2011
  • JULY 2011
  • JUNE 2011
  • JANUARY 2011
  • April 2010
  • Dec 31, 2009
  • 30 October 2009
  • 27/28 May 2009
  • June 2009
  • 1 / 2 April 2009
  • 30-31 December 2008
  • 27 September 2008
  • 26 July 2008
  • 29 April 2008
  • 9 January 2008
  • 26 October 2007
  • 28 April 2007

এই লিস্ট থেকে জানা যাচ্ছে যে লাস্ট গুগল পেজ রেঙ্ক আপডেট হয়েছে 4 February 2013। এখন কথা হচ্ছে যে, এর পরে গুগল কবে পেজ রেঙ্ক আপডেট করবে? এই প্রস্ন টি অনেকেই করে কিন্তু গুগল ছাড়া এইটা কেউ জানে নাহ। গুগল কখন কবে পেজ রেঙ্ক আপডেট করবে সেটা শুধু মাত্র গুগল জানে। তবে প্রতি ৩ থেকে ৪ মাসের ভিতরে গুগল একবার পেজ রেঙ্ক আপডেট করে। তবে এই বার কি হয়েছে তা আমি বলতে পারবো নাহ কারন গত ৬ মাস গুগল কোন পেজ রেঙ্ক আপডেট করে নাই। তবে বছরের শেষে হলেও গুগল ২০১৩ তে আরও একটি বার পেজ রেঙ্ক আপডেট করবে।

গুগল পেজ রেঙ্ক পাওয়ার জন্য কিছু টিপসঃ

আমার মনে আছে, যখন আমি প্রথম ওয়েবসাইট করি তার কিছু দিন পরে আমি আমার মামা কে বলেছিলাম “ মামা পেজ রেঙ্ক পাই নাহ কেন তখন মামা বলেছিল “ পেজ রেঙ্ক কি মুয়া নাকি “ 😀  কোথাটা পুরাপুরি সত্য। নিচের আমার বেক্তিগত কিছু টিপস শেয়ার করলামঃ

  • Relevant Backlink--  যে কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া ক্ষতিকর। শুধু মাত্র Relevant Backlink পেতে চেষ্টা করুন। মনে করেন, আপনার ওয়েবসাইট যদি হয় "Search Engine Optimization" সম্পর্কে তাহলে আপনি, ঐ সকল সাইট গুলো থেকে ব্যাকলিঙ্ক নিবেন যেগুলো "Search Engine Optimization" সম্পর্কে। আপনার ওয়েবসাইট "টেকনোলজি নিউজ" এর আর আপনি ব্যাকলিঙ্ক নিচ্ছেন "রান্না বান্না" করার ওয়েবসাইট থেকে তাহলে সেই ব্যাকলিঙ্ক কোন কাজে আসবে নাহ।
  • Blog Comment-- ব্লগ কমেন্ট এর মাধ্যমে ভালো মানের ব্যাকলিঙ্ক পাওয়া সম্ভব। তবে তাই বলে আপনি প্রতিদিন ৩০ তা ৪০ তা ব্লগ কমেন্ট করবেন তা ভালো হবে নাহ। যেই সব ব্লগে আপনার ওয়েবসাইট এর টপিক এর সম্পর্কিত আর্টিকেল আছে, সেই সব আর্টিকেলে কমেন্ট করবেন। দৈনিক ৫/৬ টা হাই পিআর রিলেভেন্ত ব্লগ কমেন্ট করা ভালো।
  • Forum Posting—গুগল ফোরাম মেম্বার ও ফোরাম ব্যাকলিঙ্ক পছন্দ করে। বিভিন্ন রিলেভেন্ত ফোরামে যুক্ত থাকুন ও নিয়মিত পোস্ট করুন ও কমেন্ট করুন। চেষ্টা করবেন পোস্ট বা কমেন্ট এর মধ্যে আপনার ওয়েবসাইট এর কিওয়ার্ড গুলো এঙ্কর টেক্সট করতে।
  • High PR Backlink-- সব সময় চেষ্টা করুন হাই পেজ রেঙ্ক আছে যেই সব ওয়েবসাইট এর সেই সব ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে। পেজরেঙ্ক ৫ থেকে একটি ব্যাকলিঙ্ক পেজ রেঙ্ক ১ এর ৫০ টা ব্যাকলিঙ্ক এর সমান কাজ করে। তাই সবসময় হাই পেজরেঙ্ক ওয়েবসাইট গুলো থেকে ব্যাকলিঙ্ক নিতে চেষ্টা করবেন।
  • Quality Article-- আপনার ওয়েব সাইট এর আর্টিকেল গুলো উন্নত মানের হতে হবে। আপনার আর্টিকেল কমপক্ষে ৪০০ ওয়ার্ড এর হবে। সব সময় SEO Friendly আর্টিকেল এর ধান্দা এর সাথে User Friendly আর্টিকেল এর ধান্দা যোগ করতে হবে। কারন আপনি ভালো মানের SEO Frienyl আর্টিকেল লিখলেন কিন্তু আপনার ব্লগ বা ওয়েবসাইট এর পাঠক আপনার আর্টিকেল পরে বিরক্ত হোল তাহলে আপনার উল্টা ক্ষতি হবে। কোন প্রকার কপি পেস্ট ছাড়া পরিস্কার আর্টিকেল লিখুন নিয়মিত। ভালো মানের আর্টিকেল লেখার জন্য আমার অন্য একটি আর্টিকেল দেখতে পারেন (মাত্র পাবলিশ করেছি)
    How to Write Rich And Quality Article For Better SEO
  • Regular Update—পেজ রেঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্লগ বা ওয়েবসাইট আপনাকে নিয়মিত আপডেট করতে হবে। রেগুলার ভালো মানের কনটেন্ট দিতে আপডেট করলে আপনার ট্রাফিক এর সংখ্যা দেখবেন একা একটি ২ গুন বেড়ে গিয়েছে। প্রতি সপ্তাহে কমপক্ষে ৪/৫ বার কুয়ালিটি কনটেন্ট দিয়ে ওয়েবসাইট বা ব্লগ আপডেট করুন। আমি আমার ব্লগ ডেইলি ২/৩ বার আপডেট করি আবার কোন কোন দিন ৫/৬ বারও হয়ে যাই কারন, আর্টিকেল লেখা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে।
  • Guest Blogging— গেস্ট ব্লগিং এর মাধ্যমে আপনি ভালো ব্যাকলিঙ্ক পেতে পারেন (২/৩)টা আবার বনাস হিসাবে প্রচুর ট্রাফিক পেতে পারেন যদি ভালো কোন ব্লগে গেস্ট ব্লগিং করেন। গেস্ট ব্লগিং করে ব্যাকলিঙ্ক গুলো ভালো মানের হয়ে থাকে (বেক্তিগত মন্তব্য)। তবে সব সময় চেষ্টা করবেন Relevant  Blog গুলোতে গেস্ট ব্লগিং করতে। আমার ওয়েবসাইটে আমি প্রতিদিন ২/৩ টা এসইও রিলেটেড আর্টিকেল পাবলিশ করি তাই এসইও নিয়ে ভালো আলোচনা হয় এমন ব্লগ গুলোতে আমি বেশি গেস্ট ব্লগিং করি।

আমার আর্টিকেলের কথাও কোন ভুল থাকলে ক্ষমাশূন্য চখে দেখবেন ও কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আমার আর্টিকেল যদি একটুও ভালো লাগে আপনার তাহলে আমার ওয়েবসাইটটি একবারের জন্য দেখে আসবেন ( শুধু মাত্র এসইও এর সকল টিপস নিয়ে পোস্ট করা হয়)। এসইও লাভার হলে ও এসইও এর নতুন ও অজানা টেকনিক জানতে আমার ব্লগ রেগুলার ভিসিট করতে পারেন।

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hello brother nice post.

Level 0

ভাই,আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা সাইট আছে, বয়স মাত্র ৭ মাস। ভাল এসইও করার জন্য আপনার লেখা খুব ভাল লাগল। http://www.skytipsbd.com/
Relevant Backlink– যে কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া ক্ষতিকর। শুধু মাত্র Relevant Backlink পেতে চেষ্টা করুন। মনে করেন, আপনার ওয়েবসাইট এর টেকনোলজি নিউজ এর তাহলে আপনি সেই সব পেজ থেকে ব্যাকলিঙ্ক নিবেন যেই সব পেজের কীওয়ার্ড টেকনোলজি নিউজ বা এই ধরনের। আপনার ওয়েবসাইট টেকনোলজি নিউজ এর আর আপনি ব্যাকলিঙ্ক নিচ্ছেন রান্না বান্না করার ওয়েবসাইট থেকে তাহলে সেই ব্যাকলিঙ্ক কোন কাজে আসবে নাহ।
প্লিজ ব্যাকলিঙ্ক নিয়ে বেশি বুঝি না । পারলে খোলামেলা কিছু বলবেন।

Level 0

আপনার এই জিনিসটা অনেক ভাল লাগছে@ আমি আমার ব্লগ ডেইলি ২/৩ বার আপডেট করি আবার কোন কোন দিন ৫/৬ বারও হয়ে যাই কারন, আর্টিকেল লেখা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে । আর হ্যাঁ আপনার ওয়েবসাইট আমি আগেও ভিজিট করেছি। কারন, clicktoseo.com আমার ১ টা সাইটের প্রতিদ্বন্দ্বী । অনেক সুন্দর লেখেন আপনি । চালিয়ে যান ।।।

আপনাকে ধন্যবাদ ভাই, ভালো লিখছেন।