যারা এসইও নিয়ে কাজ করছেন তারা জানেন ব্লগ কমেন্ট লিঙ্ক বিল্ডিং করতে কতটা সাহায্য করে । তায় বলে যেমন তেমন ব্লগ থেকে বেকলিঙ্ক নিলেই হবে নাহ ।
আজকে আমি আপনাদের ৫৬টি ব্লগ সাইট এর লিস্ট দিব কমেন্ট করার জন্য। লিস্ট গুলো মাইক্রোসফট এক্সেল ফাইলে সাজানো আছে । আপনি জাস্ট ফাইল টি ডাউনলোড করবেন ও একটি একটি করে সাইটে জাবেন। নতুন যেইসব পোস্ট দেখবেন সেই গুলো ওপেন করে "" ভাল একটা কমেন্ট করবেন " " কমেন্ট এপ্রুভ হলে আমি একটি ডুফলো ব্যাকলিঙ্ক পাবেন ভালো মানের। ব্লগ কমেন্ট আমার এতো ভালো লাগে কারন, ব্লগ কমেন্ট এর মাধ্যমে ট্রাফিক ও ব্যাকলিঙ্ক ২টাই পাওয়া যায়। তাছাড়া ব্লগ কমেন্ট করে যেই ব্যাকলিঙ্ক গুলো পাওয়া যায় সেই গুলো অনেক শক্তিশালী হয়।
সার্চ ইঙ্গিন অপটিমাইজেশন (এসইও ) এর ধারাবাহিক টুইটোরিয়াল ও সকল প্রকার এসইও রিলেটেড টুইটোরিয়াল ও টিপস নিয়ে আমাদেরঃ Best SEO Tutorial Learning Blog টি দেখে আসতে পারেন।
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
ধন্যবাদ