আজকে সারাদিন আর্টিকেল লিখে গেস্ত ব্লগিং করতেই চলে গেলো। দুপুর থেকে ৯টি আর্টিকেল লিখলাম এইটি দিয়ে আর টার মধ্যে ৩টি টেকটিউন্সে। যাইহোক, চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক ।
আমাদের অনেকেরই ব্লগ বা ওয়েবসাইট আছে। আমরা সবাই চাই, আমাদের ব্লগে অনেক ট্রাফিক আসুক। ব্লগ এর ট্রাফিক আনতে ও রেঙ্কিং বাড়াতে আমরা এসইও করে থাকি। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিবো যেই গুলো ব্যাবহার করে আপনি আপনার ব্লগের ট্রাফিক ও রাঙ্কিং বাড়াতে পারবেন দ্রুত।প্রথম থেকেই শুরু করা যাক।
কি-ওয়ার্ড নির্বাচনঃ সার্চ ইঙ্গিন থেকে ভালো ও প্রচুর পরিমানে ট্রাফিক পেতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের কি-ওয়ার্ড গুলো বেছে নিতে হবে। কি-ওয়ার্ড এর উপরে নির্ভর করেই ডোমেইন নেম থেকে শুরু করে ওয়েব সাইট এর টাইটেল পর্যন্ত নির্বাচন করা হয়। ভালো মানের কি-ওয়ার্ড খুঁজে পেতে আপনি গুগল কি-ওয়ার্ড টুল ব্যাবহার করতে পারেন।
কি-ওয়ার্ড নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যেই বিষয় গুলো :
এই সকল বিষয় দেখে শুনে আপনি আপনার পছন্দ মতো কি-ওয়ার্ড গুলো খুঁজে বের করবেন।
ডোমেইন নেমঃ আপনি যেই কি-ওয়ার্ড গুলো পছন্দ করেছেন সেই কি-ওয়ার্ড গুলো এর উপরে এই বার আপনাকে একটা ডোমেইন নেম কিনতে হবে। বিষয় টি পরিষ্কার করে বলি : মনে করেন আপনি এই কি-ওয়ার্ড পছন্দ করেছেন, SEO Tutorial তাহলে আপনার ডোমেইন নেম এর ভিতরে SEO শব্দটি ব্যাবহার করুন, আরও ভালো হবে SEO Tutorial শব্দটি ব্যাবহার করলে। আপনার কি-ওয়ার্ড আপনার ওয়েবসাইট বা ব্লগের ডোমেইন নেমের ভিতরে থাকলে আপনার ব্লগ বা ওয়েবসাইট সার্চ ইঙ্গিন এর প্রথম দিকে আনতে সহজ হবে। টাই সর্বদা চেষ্টা করুন ওয়েবসাইট বা ব্লগের মেইন কি-ওয়ার্ড ওয়েবসাইট বা ব্লগের ডোমেইন নেমের ভিতরে ব্যাবহার করতে।
ব্লগ করলেই ওয়ার্ডপ্রেস ছাড়া কোন কথা হবে নাহ : আপনি যদি ব্লগিং করার চিন্তা ভাবনা করেন তাহলে ওয়ার্ডপ্রেস ( সি এম এস ) ব্যাবহার করাই উত্তম। ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ভালো মানের এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট করা যায়। ওয়ার্ডপ্রেস অনেক থিম ও প্লাগিন রয়েছে যে গুলো ব্যাবহার করে আপনি অসাধারণ ভাবে আপনার ব্লগটি সাজিয়ে নিতে পারেন। সামান্য কোডিং জ্ঞান আছে বা নেই তারাও ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামাইক ওয়েবসাইট করতে পারবে। টেকটিউন্স ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরি হয়েছে।ওয়ার্ডপ্রেস নিয়ে অন্য দিন আলোচনা করবো।
আপনার ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি করুন : ওয়েব সাইট যতো সুন্দর হোক নাহ কেন, এসইও ফ্রেন্ডলি নাহ হলে আপনার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে সেই ওয়েবসাইট এর রেঙ্ক বাড়ানো। ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি যে ভাবে করবেন:
এই গুলো মাথায় রেখে করলেই একটি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বা ব্লগ করা যায়। বিদ্রঃ কোন কিছু লিখতে ভুলে গেলে মনে করিয়ে দিবেন আপডেট করে দিবো।
ব্লগ কমেন্ট করুনঃ ভালো ব্যাক লিঙ্ক পেতে হলে ভালো মানের রিলেভেন্ত ব্লগ গুলোতে কমেন্ট করুন। ৫ টি হাই পিআর ব্লগে কমেন্ট আপনাকে যেই ৫০টি ব্যাক লিঙ্ক এর কাজ করে দিবে ! আপনি প্রথমে খুঁজে বের করুন আপনার সাথে মিল রেখে যেই ব্লগ গুলো আছে সেই ব্লগ গুলোর ঠিকানা তারপরে এই টুল ব্যাবহার করে ঐ ব্লগের এক্সটারনাল ব্যাক লিঙ্ক গুলো থেকে যেই সব সব ব্যাক লিঙ্ক ব্লগ কমেন্ট এর মাধ্যমে হয়েছে সেই সব লিঙ্কে ওপেন করে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য কমেন্ট করুন। আর ঐ ব্লগ গুলো নিয়মিত ফলো করে নতুন নতুন আর্টিকেলে কমেন্ট করুন। প্রিতিদিন টার্গেট করুন ১৫ টি হাই পিআর ব্লগ থেকে কমেন্ট এপ্প্রুভ করানোর। প্রতিদিন ১৫ টি রেলেভেন্ত কমেন্ট যথেষ্ট ।
সোশ্যাল বুকমার্কঃ সোশ্যাল বুকমার্ক করুন নিয়মিত । প্রতিদিন ২৫টি নতুন নতুন হাই পিআর সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার সাইট সাবমিট করুন। আর এমন ৩০টি সোশ্যাল বুকমার্ক করার সাইট পছন্দ করুন যাদের পেজ রেঙ্ক ভালো, কমপক্ষে পেজ রেঙ্ক ৫, এই সাইট গুলোতে আপনার ব্লগ বা ওয়েবসাইট এর নতুন নতুন আর্টিকেল গুলো সাবমিট করুন নিয়মিত।
সোশ্যাল বুকমার্ক করার সাইটের লিঙ্ক পেতে আমার এই পোস্ট দেখতে পারেন।
ফোরাম লিঙ্কঃ গুগল ফোরাম লিঙ্ক অনেক পছন্দ করে এমনটা পড়েছিলাম এই আর্টিকেলে কিন্তু আমি সঠিক জানি নাহ। কিন্তু ফোরাম থেকে আপনি ভালো মানের ডুফলো ব্যাক লিঙ্ক পেতে পারেন। যা আপনার ব্লগ বা ওয়েবসাইট এর রাঙ্ক বাড়াতে অনেক সাহায্য করবে। অনেক গুলো ফোরাম সাইট এর লিঙ্ক এর জন্য আমার এই পোস্ট দেখতে পারেন ।
গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং করে অনেক ট্রাফিক করা সম্ভব। আপনি কিছু ব্লগ খুঁজে বের করুন যেই ব্লগ গুলোতে গেস্ট ব্লগ করতে দেই ও আপনার ব্লগের সাথে ঐ ব্লগের মিল রয়েছে। প্রতিদিন ১টি গেস্ট ব্লগিং করে আপনি অনেক ট্রাফিক পেতে পারেন। যেইসব ব্লগে অনেক অনেক ট্রাফিক আছে ও ভালো পেজ রেঙ্ক আছে সেই সব ব্লগে গেস্ট ব্লগিং করুন।
আপনার আর্টিকেল আপনি নিজে লিখবেন। গেস্ট ব্লগিং করে ২টা অথবা ৩টা ব্যাক লিঙ্ক পাওয়া সম্ভব তার সাথে প্রচুর ট্রাফিকও।
এই টিপস গুলো নিয়মিতি ফলো করলেই আপনি সফল হতে পারেন আমার মতে। কোথায় কোন ভুল হলে ক্ষমাশূন্য চোখে দেখবেন ও কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন।
আমার ব্লগে আমি নিয়মিত এসিও নিয়ে লেখালেখি করি, আপনার যদি মনে হয় এই আর্টিকেল আপনার কাছে ভালো লেগেছে তাহলে আপনি এসইও এর সকল প্রকার টিপস ও সাজেশন পেতে আমার ব্লগ নিয়মিত ফলো করতে পারেন।
আমাদের ফেসবুক পেজ ও আমাদের ফেসবুক গ্রুপ । আমার ব্লগে আপনারা সবাই আমন্ত্রিত।
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
সুন্দর টিউন।