আমরা অনেক সময় দেখেছি অনেকি এসইও শিখানোর জন্য অর্থ নিয়ে থাকেন। যেমন ৫০০০/৭০০০ টাকা তে এসইও শিখুন ইত্যাদি। এই সকল বিষয়ে আমি আপনাকে বলবো ইন্টারনেটের যুগে এসইও বলেন আর ওয়েব ডিজাইন বলেন কোন ক্ষেত্রেই অর্থ খরচ করা উচিত নয়। আপনি ইচ্ছা করলেই আপনার টাকা বাঁচিয়ে বিনা মুল্লে এসইও শিখে নিতে পারেন ইন্টারনেটে।
কেন আপনি নিজে নিজে এসইও শিখবেন ?
আপনি এসইও করার সময় অনেক সমস্যাতে পড়তে পারেন যেই গুলোর সমাধান কেউ আগে থেকে দেই নাহ। যেমন মনে করেন আপনি সোশ্যাল বুকমার্ক এর একটা কাজ পেয়েছেন, সোশ্যাল বুকমার্ক করেছেন ঠিকই কিন্তু লাইভ লিঙ্ক বাইয়ার কে দিতে পারছেন নাহ, এই ধরনের ছোট ছোট অনেক সমস্যা আপনাকে পহাতে হবে।
আপনি যখন নিজে কষ্ট করে এই সমস্যা গুলোর সমাধান করবেন তখন দেখবেন আপনার কাছে কেমন লাগবে আর কোন দিব ভুলবেন নাহ ঐ সমাধান। কিন্তু, কেউ যখন আপনাকে কিছু শিখিয়ে দিবে তখন তার কোন সমস্যা হবে নাহ কারন সে এক্সপার্ট। তায় আমার মতে আপনি নিজে কষ্ট করে শিখুন। মনে রাখবেন, কষ্ট করলে কেষ্ট মেলে।
কি ভাবে আপনি নিজে নিজে এসইও শিখবেন ?
বর্তমানে অনেক ওয়েব সাইট ও ব্লগ আছে যেখানে আপনি এসইও সম্পর্কে অনেক আর্টিকেল পাবেন। কিছু কিছু ওয়েব সাইট ও ব্লগে ধাপে ধাপে আর্টিকেল গুলো দেওয়া আছে আবার কিছু কিছু ব্লগে একসাথে সব দেওয়া আছে। আপনি যদি নতুন হুয়ে থাকেন তাহলে আমি বলবো প্রথমে ধাপে ধাপে এসইও শিখুন তার পরে এক্সপার্ট আর্টিকেল দেখুন। যারা অর্থ খরচ করে এসই ও শিখেছেন তাদের থেকে আপনি বেশি ভালো ভাবে এসইও শিখবেন যদি নিজে নিজে এসইও শিখেন।আমি রাফিউল ইসলাম তানিক, এসইও আর অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছি অনেক দিন ধরে। আমি নিজেকে এক্সপার্ট বলবো নাহ কিন্তু এক্সপার্ট দের আশেপাশে আছি এইটা বলবো 😀 । আমি কোন প্রতিস্থান থেকে এসইও শিখি নাই। আমি একটি ব্লগ করে ঐ ব্লগ এর এসইও করা শুরু করেছিলাম আর যখন যেই সমস্যা হয়েছে গুগল সার্চ করে সমাধান বের করে নিয়েছি। তাই আমি বলবো নিজে একটি ব্লগ বা ওয়েব সাইট করুন এবং এসইও করুন আর একটা কিছু টার্গেট করুন যেমন আমি টার্গেট করেছিলাম ১০০০+ ট্রাফিক আনবো প্রতিদিন ইউ.এস.এ. থেকে ( সাক্সেস ) । আপনার যেই সকল সমস্যা হবে সেইটা নিয়ে গুগলে রিসার্চ করুন। সমাধান করার পরে দেখেন নিজেকে সাক্সেস মনে হবে।
কোথায় থেকে এসইও শিখবেন ?
আমি বলবো সমসময় গুগল কে ব্যাবহার করতে। যতোসব এক্সপার্ট সবাই গুগল এর কাছে এসেই মাথানত করে। আরও একটা বিষয় সেটা হল, আপনার প্রয়োজন হবে সঠিক দিক নির্দেশনার আর এই কাজে আপনি নিচের ওয়েব সাইট ও ব্লগ করতে পারেন।
এই ওয়েব সাইট ও ব্লগ গুলোতে আপনি ফ্রী সঠিক দিক নির্দেশনা পাবেন। ধাপে ধাপে আগিয়ে গিয়ে আপনিও হয়ে জাবেন এসইও এক্সপার্ট। অর্থ দিয়ে যেই সব লেসন/অধ্যায় আপনাদের সেখান হবে সেই সবগুলই এই ৩টি ওয়েব সাইট ও ব্লগে আছে।
হটাত পোস্টটি করতে ইচ্ছা হল তাই করলাম, ভুল হলে ক্ষমা করবেন ও কমেন্ট করে জানিয়ে দিবেন। কাউকে ছোট করার কারনে বা বেক্তিগত ভাবে আঘাত করার আমার কাজ নয়। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
পোস্টটি ভালো লাগলে, এসইও শেখার জন্য আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
টার্গেট করা এবং ১০০০+ ট্রাফিক আনবো প্রতিদিন ইউ.এস.এ. থেকে ইহা কিভাবে করবো তা বিস্তারীত জানালে উপকৃত হবো । seo নিয়ে আপনার নিযের অভিঙ্গতার আলোকে টিপস দিবেন আগামী পোষ্ট এ আশা করছি ।
ধন্যবাদ ।