সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি । পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য । বর্তমান সময়ে ব্লগিং নিয়ে কিছু করার পরিকল্পনা সবারই কম বেশি আছে । একটা ব্লগ/ওয়েব সাইট ওপেন করলেই হবে না সাফল্যে দোরগোড়ায় পৌছানোর জন্য পরিশ্রম অবশ্যক । এই পরিশ্রম কেউ নিজে করছেন আমার কেউ টাকার বিনিময়ে অন্যকে দিয়ে করাচ্ছেন । যাহোক আমার পোস্টটি করার মূল উদ্দেশ্যে হচ্ছে ব্লগ/ওয়েব সাইট বিভিন্ন ডাইরেক্টরিতে সাবমিট করার বিষয়ে । আমাদের যাদের ব্লগ/ওয়েব সাইট আছে সকলের জন্য ভিজিটর বৃদ্ধির জন্য বিভিন্ন ডাইরেক্টরিতে সাইট সাবমিট করতে হয় । আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কিছু ফ্রি সাইট সাবমিট ডাইরেক্টরি যা দ্বারা আপনাদের সাইটের ভিজিটর বৃদ্ধি করতে পারবেন খুব সহজে । নিন্মে কিছু ফ্রি সাইট সাবমিট ডাইরেক্টরির লিংক দেয়া হল । যদি ভাল লাগে তা হলে কমেন্টস করবেন ।
1. www.pingorange.com 2. www.pingmyurl.com 3. www.submitse.com 4. www.cleversubmitter.com 5. www.freewebsubmission.com 6. www.diggza.com আমি নিজে একটা ব্লগ সাইট তৈরী করছি । আমার সাইটটি সম্পূর্ণ ইংরেজিতে । বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমার সাইটটি ইংরেজিতে বানিয়েছি । আপনাদের সকলে আমার সাইট থেকে ঘুরে আমার আমন্ত্রণ জানিয়ে এবারের মত বিদায় নিলাম । পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোন পোস্ট এ ।
আমি rozen1991। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হয়েছে। কাজের জিনিস।