CAUTION : এ Post টি শুধুমাত্র নতুনদের জন্য । অভিজ্ঞরা পড়ে বলতে পারবেন না যে এটাতো পুরান জিনিস ।
আমরা অনেকেই SEO এর কাজ করি । কেউবা FREELANCING এর কাজ করি আবার কেউবা নিজের website এর জন্য করি । SEO এর একটি গুরুত্ব পূর্ণ অংশ হচ্ছে baclink create করা । আমরা অনেকে Backlink create করার জন্য high page rank আছে এমন সাইটে কমেন্টের সাথে link দিয়ে দিই । এসব link বড় বড় সাইট গুলো approve ও করে দেয় । এতে আমরা ভাবতে পারি যে একটা backlink create হয়ে গেছে । আসলে কি তাই ! কখনোই না । কারণ যখন google ঐ page টি index করবে (যেটাতে আপনি আপনার link টি submit করেছেন) তখন google আপনার link টাকে পাত্তাই দিবে না ।কারণ ওরা(high page rank আছে এমন সাইট সহ অনেক সাইট )এমন একটি HTML Ancor tag attribute ব্যবহার করে যা দেখলে google এটাকে backlink হিসেবে ধরে না এবং এটাকে ignore করে । attribue টি হল:
যা দেখলে google এটাকে backlink হিসেবে ধরে না এবং এটাকে ignore করে । অর্থাই আপনি site টিতে link টি submit করার ফলে আপনার seo কাজের জন্য 0.0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000001% লাভ হল না । আপনি হয়ত যুক্তি দেখাতে পারেন যে "এর মাধ্যমে আপনার সাইটে কিছু visitor আসবে " । হ্যাঁ এর মাধ্যমে আপনার সাইটে কিছু visitor নিয়ে আসতে পারেন কিন্তু এটা আপনার SEO কাজের জন্য কোন সাহায্য করবে না । যেসব website/blog এ nofollow attribute ব্যবহার করা হয় তাদেরকে Nofollow সাইট এবং যারা এটা ব্যবহার করে না তাদেরকে Dofollow সাইট বলে । আপনার nofollow সাইটে 1000 backlink থেকে dofollow সাইট এ 1 backlink অনেক উত্তম । আমার কথা বিশ্বাস না হলে নিচের link দুটি থেকে দেখে আসুন -
Google - http://support.google.com/webmasters/bin/answer.py?hl=en&answer=96569
Wikipedia - http://en.wikipedia.org/wiki/Nofollow
এবার আপনি বলুন কোনটা উত্তম । এখন যারা এ জিনিসটি নতুন জানলেন তারা হয়ত বলবেন dofollow ও nofollow site চিনব কিভাবে । তাদের জন্য কোন সমাধান নাই ! কি নতুনরা ভয় পেলেন নাকি । ভয় নাই । সমাধান অবশ্যই আছে এবং এটা অনেক সহজ । আপনার browser এ নিচের addon টি যুক্ত করে নিন -------
https://addons.mozilla.org/en-US/firefox/addon/nodofollow/
এ addon টাই বলে দেবে কোনটা dofollow আর কোনটা nofollow । আর যাদের source code নিয়ে experiment করার অভ্যাস আছে তারা rel="nofollow" লিখে search দিলেই বুঝবেন । match পাওয়া গেলে nofollow আর না পাওয়া গেলে dofollow ।
সবচেয়ে মজার বিষয় হল techtunes ও এ attribute টি ব্যবহার করে । আসেন demo দেখাই । নিচে দেখুন একজন কমেন্টে link দিসে :
আর এর source code এ দেখুন anchor tag এর মধ্যে rel="nofollow" দেওয়া :
কি দেখলেন তো ।
আমি কোন Search Engine Optimizer না । আমার একটি website আছে যেটাতে টুকিটাকি SEO করতে হয় । তাই আমার চিন্তাধারায় ভুল থাকতে পারে । এর জন্য আমি এখনই ক্ষমাপ্রার্থী । সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন । আমি এবার SSC দিয়েছি ।
আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন ।
আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...
Visit the blog http://shikkhar-alo501.blogspot.com for more like the post.