Blogger Blog এর মালিকরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাই। জানিনা আগে লেখা হয়েছে কিনা এটা নিয়ে। যদি আগেও লেখা হয়ে থাকে বা আপনি কোন কারণে আগেই জেনে যান তাহলে আর না পড়লেও চলবে! 😎
মূল লেখা শুরুর আগে বলে নেয়া ভাল এই পদ্ধতিটা আসলে ব্লগার ব্লগের জন্য। ওয়ার্ডপ্রেসে সম্ভবত এরকম ডিফল্ট ভাবেই থাকে। ব্লগার যেমন সহজ, তেমনি কঠিন। কারণ কিছু কিছু কাজ গুগল আমাদের জন্য রেখে দিয়েছে আরকি! 🙂
এবার এই ছবিটি দেখুন। আশা করি এটা দেখেই বুঝতে পারছেন এই কাজটার ফলাফল কি হবে। আগে পোস্টের টাইটেল শো করে। তারপর ব্লগের নাম।
এটা করার পর আপনার সাইটের কোন পোস্ট যদি সার্চ ইঞ্জিনে শো করে তাহলে আগে পোস্টের নাম দেখাবে। তারপর আপনার ব্লগের নাম। একটু চিন্তা করে দেখুন- প্রথমেই যদি ব্লগের নাম আসে সেটার প্রতি মানুষ কি একটু কম আগ্রহ দেখাবে না? এটা আসলে Search Engine Optimization না বলে Visitor's Eye Optimization বলাই বেশি যুক্তিসঙ্গত! কি বলেন? 😆
এবার শুরু করুন। সরাসরি আপনার Blogger Template (Edit HTML) এ চলে যান। অথবা নিচের পদ্ধতি অনুসরণ করুন-
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
eta ki ager seo kora kono bolg r upor negative effect felte pare?