Search Result এ Blog Title এর আগে Post Title দেখান!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

 

Blogger Blog এর মালিকরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাই। জানিনা আগে লেখা হয়েছে কিনা এটা নিয়ে। যদি আগেও লেখা হয়ে থাকে বা আপনি কোন কারণে আগেই জেনে যান তাহলে আর না পড়লেও চলবে!   😎

মূল লেখা শুরুর আগে বলে নেয়া ভাল এই পদ্ধতিটা আসলে ব্লগার ব্লগের জন্য। ওয়ার্ডপ্রেসে সম্ভবত এরকম ডিফল্ট ভাবেই থাকে। ব্লগার যেমন সহজ, তেমনি কঠিন। কারণ কিছু কিছু কাজ গুগল আমাদের জন্য রেখে দিয়েছে আরকি!   🙂

এবার এই ছবিটি দেখুন। আশা করি এটা দেখেই বুঝতে পারছেন এই কাজটার ফলাফল কি হবে। আগে পোস্টের টাইটেল শো করে। তারপর ব্লগের নাম।

এটা করার পর আপনার সাইটের কোন পোস্ট যদি সার্চ ইঞ্জিনে শো করে তাহলে আগে পোস্টের নাম দেখাবে। তারপর আপনার ব্লগের নাম। একটু চিন্তা করে দেখুন- প্রথমেই যদি ব্লগের নাম আসে সেটার প্রতি মানুষ কি একটু কম আগ্রহ দেখাবে না? এটা আসলে Search Engine Optimization না বলে Visitor's Eye Optimization বলাই বেশি যুক্তিসঙ্গত! কি বলেন?    😆

 

এবার শুরু করুন। সরাসরি আপনার Blogger Template (Edit HTML) এ চলে যান। অথবা নিচের পদ্ধতি অনুসরণ করুন-

  • আপনার ব্লগার ব্লগে সাইন ইন করুন।
  • সেখান থেকে Design/ Dashboard যাই বলেন সেটাতে যান।
  • এবারে- Template > Edit HTML
  • Ctrl + F চেপে খুজে বের করুন একে- <title><data:blog.pageTitle/></title>
  •  এবার এটাকে Replace করুন নিচের কোডের সাথে-
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><title><data:blog.pageName/> | <data:blog.title/></title> <b:else/><title><data:blog.pageTitle/></title></b:if>
কাজ শেষ। এবার Template সেভ করুন। আর ৩ দিন অপেক্ষা করুন সার্চ ইঞ্জিনের Cashed Data পরিবর্ত হবার জন্য। তবে এর ইফেক্ট টা সাথে সাথেই আপনার ব্রাউজারের ট্যাব এ দেখতে পারবেন। এখানেই দেখতে পারবেন আগে পোস্ট এর নাম এবং পড়ে ব্লগের নাম।
উদাহরণ স্বরুপ আপনি গুগল এ সার্চ করুন- Show Post Title before Blog Title in Search Results  এটা লিখে। দেখুন রেজাল্টে কি আসে। 
এর আগে লেখা হয়েছিল এখানে-

Show Post Title before Blog Title in Search Results

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eta ki ager seo kora kono bolg r upor negative effect felte pare?

Level 0

Not at all

আপনি যদি ইতোমধ্যে এরকম কিছু করে থাকেন বা আপনার সাইট যদি এমনিতেই সার্চ রেজাল্টে পোস্ট টাইটেল প্রথমে শো করে পরে ব্লগ টাইটেল শো করে, তাহলে তো আপনার আর এটা করারই দরকার নেই।

কাজেই নেগেটিভ ইফেক্ট এর কোন প্রশ্নই আসে না। এর কাজ হলো শুধু প্রথমে পোস্ট এর নাম শো করা পরে ব্লগের টাইটেল। এর বাইরে এটার কোন পজিটিভ বা নেগেটিভ প্রভাব নেই। মূলত ভিজিটরদের আকর্ষন করার জন্যই এই কাজ করা।

আশা করি বুঝতে পেরেছেন।

Will it work on wordpress or joomla websites?

Level 0

মজার ব্যাপার হল ওয়ার্ডপ্রেসে এটা করাই থাকে (আমার জানা মতে)
আর এখানে যে কোড এর কথা লেখা আছে সেটা তো ব্লগারের।
অন্য সাইটেও একই রকম নিয়ম থাকতে পারে। বেশির ভাগ সাইটেরই দেখবেন- আগে পোস্টের নাম দেখানোর ব্যবস্থা থাকে। কারণ সেটা এসইও ফ্রেন্ডলী।

আর Marks PC Solution এ WordPress এর জন্য আপাতত কোন সাপোর্ট নেই। কারণ আমরা কোন Domain কিনি নি। তাই ওয়ার্ডপ্রেসের কোডে যেতে পারি না।

যদি WordPress নিয়ে কখনো কাজ করি তখন আশা রাখি WordPress এর ব্যাপারেও সাপোর্ট দিব।

Level 0

munnamark ভাই আমি এই জিনিসটা এখনও করি নাই, কিন্তু আমার কিছু পোস্ট এর টাইটেল আগে দেখায় আর কিছু পরে দেখায়, এইটা কেন ?

    Level 0

    @hadictg:
    আপনি কি ব্লগারের নিজস্ব Template ব্যবহার করেন? নাকি 3rd Party Template ব্যবহার করেন? যদি 3rd Party টেমপ্লেট ব্যবহার করে থাকেন তাহলে ওটাতে এই পদ্ধতি করে দেয়া আছে। তাই আপনার পোস্ট টাইটেল আগে দেখায়।

    আরেকটা ব্যাপার যেটা বললেন- কিছু কিছু আগে দেখায়, আর কিছু পরে। হতে পারে সেগুলো সার্চ ইঞ্জিন এখনো ক্রল করে নি। তাই সবগুলো এখনো পোস্ট টাইটেল আগে দেখায় না।

    তারপরেও আপনি নিজে একটু চেক করে দেখতে পারেন যে এই কাজটা করা আছে না করতে হবে।

    আমি জানিনা আপনি ব্লগিং এ নতুন না অভিজ্ঞ। যদি নতুন হন তবে দয়া করে টেমপ্লেট ব্যাকআপ নিয়ে নিবেন। এখানে দেখুন বিস্তারিত- http://munnamark.blogspot.com/2012/08/how-to-backup-or-restore-blogger.html

    Thanks. 🙂