SEO এর কয়েকটি ধাপ অনুসরণ করার ওয়েবসাইট কন্টেন্ট বা আর্টিকেল লেখার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সাইটে প্রচুর ভিজিটর পেতে পারেন। কিওয়ার্ড নির্দিষ্ট করে সঠিকভাবে আর্টিকেল লিখলে শত ভাগ সফলতা নিশ্চিত। কথায় আছে “কষ্ট করলে কেষ্ট মেলে”। আপনি আমার এই ছোট্ট টিপসটি অনুসরণ করে সর্বচ্চ পাঁচটি আর্টিকেল লিখলেই শতভাগ SEO বান্ধব আর্টিকেল কিভাবে লিখতে হয় তার পূর্ণ ধারনা পাবেন; তখন আর SEO বান্ধব আর্টিকেল লেখা আপনার জন্য কোন কষ্ট বলে গণ্য হবে না। হাতের তুরিতেই লিখতে পারবেন ঐ সকল আর্টিকেল যা Google মামা, Yahoo ও Bing দাদারা পছন্দ করে।
* প্রথমে কিওয়ার্ড বাছাই শেষ হলে এমন একটি বেসমভাব সুন্দর টাইটেল লিখুন যা একজন ভিজিটর দেখা মাত্রই আপনার সাইটে ঢোকার জন্য আগ্রহী হবেন।
এবার চলুন দেখি কিভাবে SEO বান্ধব আর্টিকেল লিখবেন
প্রাথমিক কিওয়ার্ড ও দ্বিতীয় স্তরের কিওয়ার্ড গুলোকে দৃড়তার সাথে বাছাই করুন, কারণ সফলতার শত ভাগ এর সাথেই জড়িত। আপনার বাছাইকৃত কিওয়ার্ড গুলোকে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে ২% থেকে সর্বচ্চ ৫% এর মধ্যে রাখুন, যা আপনার হাই পেজ র্যাঙ্কের উন্নতির জন্য কাজে দিবে। কিওয়ার্ড গুলো সুন্দর ভাবে আপনার আর্টিকেলের মধ্যে ব্যাবহার করুন। পক্ষান্তরে আর্টিকেল লিখার সময় খেয়াল রাখবেন একই কিওয়ার্ড যাতে ১০০ ওয়ার্ডের বা শব্দের মধ্যে একাধিক বার না পরে।
সুন্দর ও মার্জিত ছবি ব্যবহার করুন যা আপনার লেখা আর্টিকেলের সাথে সর্বচ্চ মানানসই। আপনার বাছাইকৃত ছবির ডিসকৃপশন ট্যাগে আপনার নির্বাচিত কিওয়ার্ড ব্যবহার করুন। সুন্দর ছবির মাধ্যমে আপনার রুচি ও গ্রহণ যোগ্যতা ভিজিটর ও সার্সইঞ্চিনের কাছে প্রকাশ পাবে।
আপনার আর্টিকেলের ভিতের বিভিন্ন ওয়ার্ডে আপনার নিজস্ব অন্যান্য লেখার লিংক দিন পাশাপাশি আপনি যে বিষয়ের উপর লিখছেন ঐ বিষয় ভিত্তিক অন্যান্য ওয়েব সাইটে লিংক দিন।
তবে এ কাজটি একই আর্টিকেলে ভিতর ঘন ঘন করবেন না, এতে আর্টিকেলের সৌন্দর্য নষ্ট হয় এবং দেখতে কৃত্রিম লাগে। লিংক প্লেসমেন্ট সম্বন্ধে একেবারে নিচে কিছু বাড়তি আলোচনা করা হয়েছে।
আর্টিকেল এমন ভাবে লিখুন যাতে আপনি যা বোঝাতে চাচ্ছেন তা সম্পূর্ন প্রকাশ পায় এবং প্রতি আর্টিকেল ৫০০ ওয়ার্ড থেকে ৭০০ ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখুন। আপনার প্রদত্ত তথ্যকে সুন্দর ভাবে উপস্থাপন করতে প্যারাগ্রাফ ব্যাবহার করুন। মনে রাখবেন প্রতিটি প্যারাগ্রাফের জন্য একটি ছবি হেডার লিখুন, যা আপনার লেখা বৈচিত্র্যময় করে তুলবে।
সর্বোপরি আপনার লেখায় যদি কোন ধরনের তথ্যবহুল তথ্য না থাকে তবে আপনার সকল পরিশ্রমই বৃথা। তাই আবার বলছি আপনি যে ব্যাপারে আর্টিকেল লিখতে যাচ্ছেন ঐ ব্যাপাররে প্রাথমিক কিওয়ার্ড ও দ্বিতীয় স্তরের কিওয়ার্ড গুলোকে দৃড়তার সাথে বাছাই করুন। তাহলেই আপনি তথ্য বহুল সুন্দর সুন্দর আর্টিকেল লিখতে পারবেন।
** দ্বিতীয়ত আপনার লেখা আর্টিকেলে ইউনিক ছবি ব্যবহার করুন, পাশাপাশি আপনার লেখার ভেতরে অন্য সাইটে লিংক ব্যাবহার করুন, যা আপনার লেখা তথ্যের সাথে মানানসই। ধরুন আপনার লেখার মধ্যে একটি লাইন এরকম
“বাংলাদেশ ১৯৫২[১] সালের ভাষা আন্দোলন[২] হয় এবং ১৯৭১[৩] সালে স্বাধীনতা যুদ্ধ[৪] হয়”
[১] http://www.bn.wikipedia.org/wiki/১৯৫২ লিংকটি “১৯৫২” ওয়ার্ডে দেয়া হয়েছে
[২] bn.wikipedia.org/wiki/বাংলা_ভাষা_আন্দোলন লিংকটি “ভাষা আন্দোলন” দেয়া হয়েছে
[৩] bn.wikipedia.org/wiki/১৯৭১ লিংকটি “১৯৭১” দেয়া হয়েছে
[৪] bn.wikipedia.org/wiki/বাংলাদেশের_স্বাধীনতা_যুদ্ধ লিংকটি “স্বাধীনতা যুদ্ধ” দেয়া হয়েছে
এর ফলে আপনার লেখা আর্টিকেলটি হবে তথ্য বহুল
আমি NGN-BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উপকৃত হলাম।ধন্যবাদ।