এস ই ও এক্সপার্টদের প্রতি,
আমি একজন প্রফেসনাল SEO ফ্রীলান্সার হতে চাই। আমার যৎসামান্য জ্ঞান আছে SEO এর উপর। আমি অনেক খুজাখুজির পরও কোন perfect SEO ট্রেইনার পাইনি তাই আজ টিটির সরনাপন্ন হলাম। আমি বেসিস এ ট্রেইনিং এর জন্য খোজ নিলাম কিন্ত তাদের এখন কোনও SEO ট্রেইনিং প্রোগ্রাম নেই। তাই এক্সপার্ট ভাইদের প্রতি আমার আবেদন আমি কোন যায়গা থেকে ট্রেইনিং নিতে পারব। আমার চাহিদা গুলো হল
দয়া করে কেও নিজ প্রতিস্থান কে প্রোমোট করার জন্য কমেন্ট করবেন না সুধু সুধু আপনার সময় নষ্ট হবে। যদি আপানার প্রতিস্থানের ভাল রেপুটেসন থাকে তবে অন্য কথা।
চাহিদা গুলো ইংলিশ এ লিখা কারন এক্সপার্ট সাজেসন অনলি। আর জারা SEO নিয়ে কাজ করে তাদের অবশয়ই ভাল ইংলিশ জানা আছে। প্রতিস্থান অবশ্যই আমাকে লিঙ্ক বিল্ডিং এর জন্য প্রতিটি সেক্টর এর মিনিমাম ২৫০ অ্যাক্টিভ সাইট লিস্ট দিতে হবে। যদি কোন ভাই আমার সাহায্যে এগিয়ে আসেন তবে আমি আপনাদের প্রতি চিরো কৃতজ্ঞ থাকব।
শুভেছা সহ
সোয়েব ছিদ্দিকি।
আমি Soab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি মাহাবুব ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/swordfish.me