SEO এক্সপার্টদের সাহায্য প্রয়োজন………নতুন সাইটের জন্য

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আমি মোটেও কোন ভালো ওয়েব ডেভলপার না। টেকটিউন্স থেকে শিখে শিখে একটা সাইট বানিয়েছি এবং এডসেন্স কোডও বসানো আছে। কিন্তু তেমন কোন ভিজিটর পাচ্ছি না। আর SEO সমন্ধে মোটামুটি ধারনা থাকলেও অভিজ্ঞতা নেই বললেই চলে। তাই কোন SEO এক্সপার্ট যদি আমার সাইটের অফ-পেজ এবং অন-পেজ SEO করে দেন খুব ভালো হয়। কিছু পারিশ্রমিকও দিতে রাজি আছি....যদিও প্রফেশনাল SEO এক্সপার্টদের পারিশ্রমিক দেয়ার মত কিছু দিতে পারব না........যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে মেইল করবেন প্লিজ।

যারা SEO শিখেছেন কিন্তু এক্সপেরিমেন্ট করার সাইট পাচ্ছেন না তারাও স্বাগতম।

আমার মেইল এড্রেস  [email protected]  সঙ্গত কারণেই সাইটের এড্রেস দিলাম না।

Level New

আমি আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Jackle of all trades master of none.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

korte time lagba.,…seo to onak korte hoi..apni kototoko korben..?jamor bookmark..,diriectory submission,backlink,forum,etc etc…sodo 200-500 diriectory submission kora dile 100-300 dolar paio jai..akon apni konta chicen.?

কমেন্টের জন্য ধন্যবাদ। প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করব……….