আসসালামু আলাইকুম, ওয়ার্ড প্রেসে অনপেজ অপটামাইজেশন ‘ প্লাটিনাম এস ই ও পেক’ প্লাগিন্স সম্পর্কে কিছু প্রশ্নের জন্ম নেয় যার উত্তর খুজে পাচ্ছি না। দয়া করে এস ই ও তে যারা এক্সপার্টগণ আমার প্রশ্নগুলোর উত্তর খুজতে সাহায্য করবেন।
প্রশ্ন ১. ‘অল ইন ওয়ান এস ই ও পেক’ ও ‘প্লাটিনাম এস ই ও পেক’ এই দুই প্লাগিন্স এর মধ্যে কোনটি বেশি কার্যকর ?
প্রশ্ন ২. টাইটেল টেগ সর্বোচ্চ কয় অক্ষরের দেয়া যায় ? কয় অক্ষরের দিলে ভাল হয় ? টাইটেল টেগে কি ওয়ার্ড বসানো যায় নাকি শুধু পোষ্ট এর শিরোনাম দিতে হয় ?
প্রশ্ন ৩. ডিসক্রিপশন সর্বোচ্চ কয় অক্ষরের দেয়া যায় ? কয় অক্ষরের দিলে ভাল হয় ?
প্রশ্ন ৪. কি ওয়ার্ড সর্বোচ্চ কয়টি দেওয়া যায় ? কতগুলো দিলে ভাল হয় ?
প্রশ্ন ৫. ডান পাশে যে পোষ্ট ট্যাগ এর ঘর আছে সেখানে সর্বোচ্চ কতগুলো ট্যাগ দেওয়া যায় ? কতগুলো দিলে ভাল হয় ?
প্রশ্ন ৬. উপরের ঘর গুলো কাজ কি এবং এস ই ও এর ক্ষেত্রে এগুলোর গুরুত্ব কতটুকু?
উত্তর গুলো দিলে আমার খুব উপকার হয় । please উত্তর দিন
আমি sohelg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।