ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো আমার প্রথম সাইট এবং FREELANCING নিয়ে আমার কিছু কথা

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

Freelancing এ আমার যাত্রা শুরু হল প্রায় ৩ মাস। এর মধ্যে Web Development (WordPress, Joomla) এবং SEO শিখার চেষ্টা করেছি। পাশাপাশি wordpress দিয়ে সাহস করে একটা আস্ত সাইটও বানায়ে ফেললাম। ব্লগ সাইট বানাইনি, পুরা বিজনেস সাইট। প্ল্যান হল SEO এর কাজ খোঁজার জন্য oDesk, Freelancer.com এর দিকে তাকিয়ে থাকবনা। নিজেরাই SEO Service provide করব। Client রা আমাদের খুঁজে নিবে। সফল হতে পারব কিনা জানিনা। খুবি competitive একটা area. তবে চেষ্টা করতে দোষ কি? অন্তত SEO যা শিখেছি তার একটা Practical Experience তো হয়ে যাবে। আমার সাইটের ঠিকানাঃ

http://www.people-i-know.com

সাইট টার Development  মোটামুটি শেষ। এখন SEO এর কাজ গুলো করছি। On Page Optimization কমপ্লিট। Off Page এর কাজ চলছে। ব্লগার ভাইবোনদের সবাইকে অনুরোধ করব সাইটটা একবার দেখে মতামত জানাতে। যেকোনো পরামর্শ আনন্দের সাথে গৃহীত হবে। বিশেষ করে SEO Expert  ভাইদের সাহায্য অবশ্যই দরকার। কারন Off Page Optimization এর অনেক sector আছে। কোনটায় কিভাবে জোর দিলে ভাল করা যাবে সেই ব্যাপারে Expert দের মতামত চাইছি।

একটা মামার বাড়ির আব্দারঃ প্রবাসী ব্লগাররা প্লীজ ভিজিট করতে ভুইলেননা। Foreign Visitor গুগল মামুর কাছে দামী জিনিস।

লেখাটা এর আগে somewhereinblog.net এ দিয়েছিলাম। ওইখানে অনেকেই ভাল ভাল পরামর্শ দিয়েছেন।

Freelancing নিয়ে আমার নিজস্ব কিছু কথাঃ

আগেই বলেছি আমার ফ্রীলান্সিং এর ক্যারিয়ার ৩ মাস। আমি নিজে Private Job করি। ৮.৩০-৫.৩০ অফিস করার পরে বেশ কিছু সময় থাকে যা কাজে লাগানোর চিন্তা থেকেই এই লাইন এ আসা। সামুর এবং টেকটিউনস এর ব্লগারদের কাছে আমি কৃতজ্ঞ যে ফ্রীলান্সিং এ কোন রাস্তা বেছে নিব সেটা ঠিক করতে তাদের বিভিন্ন পোস্ট আমাকে সহায়তা করেছে। বেশীরভাগ পোস্টেই এক কথা-NO PTC. (বলতে লজ্জা নাই, প্রথমে আমি নিজেও ওই রাস্তায়ই চিন্তা করসিলাম)। তারপর আর কি? নামসি যখন, পুরা Prepare হইয়াই নামমু, এই চিন্তায় http://www.iconicbd.com এইখানে Web Development, SEO Course পুরা কমপ্লিট করে then http://www.people-i-know.com এর কাজে হাত দেই। এখন HTML এর কাজ শিখছি।

আমার কথা একটাই, এত সব রাস্তা থাকতে মানুষ কেন যে PTC এর পিছনে দৌড়ায় আমি বুঝিনা। একটু সময় দিলেই কিন্তু অনেকগুলো খুব ভাল ভাল সুযোগ আপনার সামনে খুলে যাছে। ভাই, একজন লোক যদি computer on করতে পারে, নেটে কানেক্ট হতে পারে, net browse করে অ্যাড ক্লিক করতে পারে, তবে তার পক্ষে অবশ্যই SEO শিখে ভাল ইনকাম করা সম্ভব। আমি নিজে কিন্তু কম্পিউটার এর কোন কুতুব না। সেই আমি যদি http://www.people-i-know.com বানাতে পারি, তবে আমি মনে করি সবাই সেটা পারবে। শুধু দরকার ধৈর্য, শিখার ইচ্ছা আর সঠিক নির্দেশনা। প্রথমে কিছুদিন এই জিনিসগুলো দিলে পরে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবেনা। এক মাসে চাইলে আপনি এত ইনকাম করতে পারবেন, যা কিনা PTC করে ৫ বছরেও কামাতে পারবেন না।

আমি নিজে Outsourcing এর বেশ কয়েকটা Sector এর সাথে জড়িত। যেমনঃ

  • ওয়েব ডেভেলপমেন্টঃ এটার কথা তো আগেই বলেছি। people-i-know.com এখন HTML  শিখছি। সামনে আরও ভাল সাইট বানাতে পারব ইনশাল্লাহ।
  • SEO: নিজের সাইট দিয়ে Practice করছি। oDesk, Freelancer.com এ প্রোফাইল প্রায় রেডি। ওইখানে নিজের সাইট এর reference use করব।
  • Affiliate Marketing: খুবই Profitable এবং Challanging Sector. এক বন্ধুর ব্লগ সাইট ধার নিয়ে কাজ করে এর মধ্যে বেশ কিছু সফলতা অর্জন করেছি।
  • Google Adsense: অ্যাপ্লিকেশন পাস হয়ে আছে। শুধু নিজের সাইট টাকে একটা পর্যায়ে নিতে পারলেই কেল্লা ফতে।
  • Fiverr.com: অনেকেই দেখলাম এই সাইট টা সম্পর্কে জানেনা। Microworking এর জন্য worldwide famous একটা প্ল্যাটফর্ম। এখানে কাজের সবচে বড় সুবিধা হল oDesk, Freelancer.com এর মত bid করে কাজ পেতে হয়না। আপনি নিজে যেই কাজগুলোতে expert, সেই কাজ গুলোর GIG দিয়ে রাখলে buyer ই আপনাকে খুঁজে নিবে। SEO related কাজই শুধু না, আপনি যা ভাল পারেন তার সবই করতে পারবেন। আমি নিজে এখানে বিভিন্ন buyer কে তাদের company brochure বানিয়ে দিয়ে ১০০ ডলার ইনকাম করেছি। কাজ অল্প, payment ও small. তবে buyer এর সাথে relation develop করে ফেলতে পারলে নিয়মিত কাজ পাওয়া যায়।

সবশেষে একটা কথাই বলি। আমার অভিজ্ঞতা কম, তবে এই অল্প কিছু দিনে এইটুকু অন্তত বুঝেছি যে PTC এর পিছনে দৌড়ায়ে কোন লাভ নেই। একটু সময় দিন, নিজের মেধার সঠিক ব্যবহার করুন, সাফল্য আসবেই। আমি নিজে অনেক টাকা ইনকাম করিনি সত্যি, তবে আমি জানি আমি সঠিক পথেই আছি।

HAPPY FREELANCING……

পুনশ্চঃ আমার সাইটটা ভিজিট করতে ভুইলেননা। http://www.people-i-know.com

সবার কাছ থেকে মতামত, পরামর্শ, উপদেশ আশা করছি।

বিদ্রঃ সাহায্য চাই বিভাগের বাইরে এটাই আমার প্রথম টিউন...

Level 0

আমি সাইদুর IAP। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“আমি নিজে অনেক টাকা ইনকাম করিনি সত্যি, তবে আমি জানি আমি সঠিক পথেই আছি।” আমরা মানুষ, সুপারম্যান তো না, আপনি ৩ মাসে যেই সাফল্য পেয়েছেন তা অনেকেই পাইনি। অন্তত এগিয়ে যাওয়ার পক্ষে যেই প্রেরণা পেয়েছেন, তাই বা কম কিসের । আমি নিজের সাইট নিয়ে ব্যাস্ত থাকি তাই ফ্রীল্যান্স করার সময় হয় না । অথচ html css শিখে রেখেছি সেই কবেই। আপনার কথা শুনে দেখি ২/১ টা একাউন্টন খুলে ট্রাই করি। ধন্যবাদ

    Level 0

    @পাগলা স্ক্যানার: ভাই, PTC ওয়ালা রা যেভাবে খোঁচায়, যে কি কত টাকা ইনকাম করলি, আমাগো তো প্রতিদিনই টাকা জমা হয়—এইজন্যই বললাম আরকি। বেশিদিন নাই, শুনলাম dolancer নাকি business গুটানোর process শুরু করে দিয়েছে। সবাই আমাদের লাইনেই আসবে শেষ পর্যন্ত, আমি কয়েকদিন এগিয়ে থাকলাম আরকি 🙂

Level 0

আরে ওয়েবসাইট কঠিন সেইরাম সুন্দর

Level 0

vai outsorcing ar kaj sikhte chai konta valo hobe?

ভাই আপনার web site টা অসাধারণ হই ছে। আমি গ্রামে থাকি , আমার এইসব কাজ শিক্ষার আনেক সখ এবং দরকার কারন আমি ODESK এ কাজ করতে চাই। কিন্তু এগুলো সেখানর মত আমাদের এখানে তেমন কন প্রতিষ্ঠাণ নেই । তাই আপনার সহজগিতা আমার দরকার । PLZ HELP ME . আমার মোবাইল নং ০১৮২৯-৭২২৯৯৬ ইমেইল – [email protected] PLZ

Level 0

ভাই এগুনের অনেক সাফল্ল আসবেই

Your website is really fantastic. Do carry on……

Level 0

আপনার লেখাটা পরে অনেক ভাল লাগল। আপনার সাইটাও অনেক ভাল হইছে।আমার ফ্রিলাঞ্ছিং সম্পর্কে মোটামুটি ভাল ধারনা আছে।কয়েকটি সাইটে আইডিও আছে।কিন্তু কখনো ফ্রিলাঞ্ছিং করা হয়নি। তবে করার ইচ্ছা আছে।এখন অন্য একটা কাজ নিয়ে বিজি, পরবর্তিতে করবো। তবে ব্লগস্পটে বানানো আমার একটা সাইট আছে তা হল http://www.curebd.com হেলথ রেলাটেড সাইট।আমি কিন্তু ওয়েব ডেবলপমেন্ট এর কাজ জানিনা। জাস্ট ব্লগস্পট এ করেছি।

আপনার কথা গুলো অনেক উৎসাহ ব্যাঞ্জক। ধন্যবাদ এই ধরনের উৎসাহ ব্যাঞ্জক কথা বলার জন্য। আপনার ওয়েবসাইটটা অসাধারণ। তবে একটা সমস্যা হচ্ছে উপরের দিকের home, portfolio, package… ইত্যাদির ফন্ট অনেক ছোট। তাই বুঝতে সমস্যা হচ্ছে। দয়া করে ফন্ট বড় করে দিলে visitor দের দেখতে সুবিধা হবে।

ভাই পারলে বাংলাদেশে Fiverr এর মত একটা সাইট তৈরি করুন যেখানে থাকবে না কোনো পেমেন্ট সম্যসা , থাকবে না পেপালের ভয় 🙁

Please help me. wordpress niye ki kono tutirial CD or Book paya jai?? Kon writer ar Book or CD nile ontoto nije nije sikte parbo. please jobi keo janen amake aktu help koiten. My Email: [email protected]