প্রথমেই আমরা করোটিক স্নায়ুগুলোর নাম জেনে নেই
মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর নাম
১) অলফ্যাক্টরি স্নায়ু(Olfactory Nerve)
২)অপটিক স্নায়ু(Optic Nerve)
৩) অকুলামোটর স্নায়ু (Oculomotor Nerve)
৪)ট্রকলিয়ার স্নায়ু(Trochlear Nerve)
৫)ট্রাইজেমিনাল স্নায়ু(Trigeminal Nerve)
৬)অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense Nerve)
৭)ফেসিয়াল স্নায়ু (Facial Nerve)
৮)অডিটরী স্নায়ু (Auditory Nerve)
৯)গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glossopharyngeal Nerve)
১০)ভেগাস স্নায়ু (Vagus Nerve)
১১)স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু(Spinal Accessory Nerve)
১২)হাইপোগ্লোসাল স্নায়ু(Hypoglossal Nerve)
নামগুলো মনে রাখার জন্য
ওহে অপু ওঠ,
অলফ্যাক্টরি স্নায়ু অপটিক স্নায়ু অকুলামোটর স্নায়ু
তামাক টিকা আন
ট্রকলিয়ার স্নায়ু ট্রাইজেমিনাল স্নায়ু অ্যাবডুসেন্স স্নায়ু
ফেলে আন জল,
ফেসিয়াল স্নায়ু অডিটরী স্নায়ু গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
ভরে আন হুকা
ভেগাস স্নায়ু স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু হাইপোগ্লোসাল স্নায়ু
এখন আমরা মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর কাজ শিখব গল্পের মাধ্যমে
এক চোর যায় হেটেঁ যাচ্ছে
১)হঠাৎ বিরিয়ানীর গন্ধ তার নাকে এসে লাগল
কার্যকর স্নায়ু : অলফ্যাক্টরি স্নায়ু
কাজ:ঘ্রান অনুভূতি মস্তিষ্কে প্রেরণ
২) দেখল রাস্তার পাশেই এক বাড়ির জানালা খোলা
কার্যকর স্নায়ু: অপটিক স্নায়ু
কাজ: দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ (অবশ্য অপটিক নাম দিয়েই এর কাজ বুঝা যায়)
৩)খুব সাবধানে জানালার কাছে গিয়ে শুধু চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখল
কার্যকর স্নায়ু: তিনটি - অকুলামোটর স্নায়ু, ট্রকলিয়ার স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু
কাজ:অক্ষিগোলকের সন্চালন
৪)তারপর জানালার শিক কেটে রান্নাঘরে ঢুকে পাতিলের ঢাকনা তুলতে গিয়ে হাতে ছ্যাঁকা খেলো
কার্যকর স্নায়ু: ট্রাইজেমিনাল স্নায়ু
কাজ:সংশ্লিষ্ট অঙ্গগুলোর সন্চালনে সহায়তা এবং চাপ , তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহন
৫)কোন মতে ছ্যাঁকা সামলে স্বাভাবিক হতেই বিরিয়ানীর গন্ধে মুখ ভরে গেলো লালাতে, ধোয়া চোখে লেগে বেরোল অশ্রু
কার্যকর স্নায়ু: ফেসিয়াল স্নায়ু
কাজ:মুখবিবরের সন্চালন, লালাক্ষরন, অশ্রুক্ষরন, ইত্যাদি এবং আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা
৬)খেতে গিয়ে শুধুই বাঁধা , ধুপ করে এক বেড়াল পড়ল সানসেড দিয়ে।শব্দ শুনে ভড়কে গেল চোর
কার্যকর স্নায়ু:অডিটরী স্নায়ু
কাজ:শ্রবন ও ভারসাম্য রক্ষা
৭)অবশেষে চামচ দিয়ে বিরিয়ানী নিল মুখে, "আহা! কি স্বাদ!"
কার্যকর স্নায়ু:গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
কাজ:স্বাদগ্রহন ও জিহ্বার সন্চালন
৮)খেতে খেতে হঠাৎ বুঝতে পারল আর খেলে মনে হয় তার পেটটা ফেটে যাবে
কার্যকর স্নায়ু:ভেগাস স্নায়ু
কাজ:হৃদপিন্ড,ফুসফুস,স্বরনালী ও পাকস্থলীর সন্চালনএবং অনুভূতি গ্রহন
৯)খাওয়া শেষে কাঁধ ঝাকিয়ে নিল বেশ, হল একটু ফ্রেশ।
কার্যকর স্নায়ু:স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু
কাজ: মাথা ও কাঁধের সন্চালন
১০)সবশেষে চোর বেটা জিব দিয়ে ঠোঁট চেটে, শিষ দিতে দিতে চলে গেল।
কার্যকর স্নায়ু:হাইপোগ্লোসাল স্নায়ু
কাজ:জিহ্ববার সন্চালন
করোটিকার উপর ঝাক্কাস, অসাধারন, তথ্যবহুল tune
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগেভাগে কমেন্ট কইরা লই।
—————————–
আপনেরটাও দারুণ হয়েছে। প্রিন্ট করে রাখলাম। 😀
অসংখ্য ধন্যবাদ তারিক ভাই। 🙂