বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ?

প্রকাশিত
জোসস করেছেন

আমরা প্রতিদিন বিজ্ঞানের ছোঁয়ায় বাঁচি, অথচ আমরা ক’জনই বা তা নিয়ে ভাবি?

সূর্য ওঠার পর সকালের প্রথম আলো থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিজ্ঞানের অস্তিত্ব সর্বত্র ছড়িয়ে আছে।
অ্যালার্মের শব্দ, দাঁত মাজার টুথপেস্ট, চায়ের উষ্ণতা, এমনকি এক চিমটি লবণের স্বাদেও এর অবদান অপরিসীম!
কি শুনতে অবাক লাগছে, তাইতো?
এগুলো সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে রাসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান আর প্রযুক্তির মিশেল।

কিন্তু বিজ্ঞানের সবচেয়ে বড় উপহার কী জানেন? জীবন!

একসময় যে রোগ মানুষকে মুহূর্তে গ্রাস করতো, আজ মহান আল্লাহর রহমতে চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে সেসব রোগ নিয়ন্ত্রিত ও হয়ে যায়। অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন, সবই বিজ্ঞানের হাত ধরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই অগ্রগতি কি কেবলই আশীর্বাদ আমাদের জন্য?

কখনো কি ভেবেছেন?কৃত্রিম বুদ্ধিমত্তা আজ মানুষের চিন্তার জায়গা দখল করে নিচ্ছে!
রোবটিক সার্জারি জীবন বাঁচাচ্ছে, আবার স্বয়ংক্রিয় অস্ত্র জীবন কেড়ে নিচ্ছে।
মহাকাশ গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করছে ঠিকই, কিন্তু পৃথিবীর বুকে কি আমরা যথেষ্ট শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি?

বিজ্ঞান পথ দেখায়, কিন্তু দিকনির্দেশনা কিন্তু আমাদেরই ঠিক করতে হয়। বিজ্ঞান কে আমরা আশীর্বাদ বানাবো, নাকি অভিশাপ, সেই সিদ্ধান্তও আমাদের!

মানবজাতি যতোদিন থাকবে, বিজ্ঞান ও ততোদিন থাকবে। এখন প্রশ্ন হলো, আমরা বিজ্ঞানের আলোয় ভালো কাজ করে সামনে আগাবো নাকি অন্ধকারে পথে হারাবো?
-মাঈশা বিনতে মুস্তাঈন

Level 0

আমি মাঈশা বিনতে মুস্তাঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 সপ্তাহ 1 দিন যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস