আমাদের দৈনন্দিন জীবনের এক অতি প্রয়োজনীয় সঙ্গীত মোবাইল ফোন। মোবাইল ফোন প্রযুক্তি আমাদের জীবনকে যেমন করেছে সহজ তেমনি করেছে অনেক স্বল্প সাময়িক। সকালে ঘুম থেকে উঠার জন্য এলার্ম দেওয়া থেকে শুরু করে আমাদের জীবনের সকল কাজেই আমরা এই মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে থাকি। তবে মোবাইল ফোন আমাদের জীবনকে যেমন করেছে সহজ ঠিক তেমনি এর অনেক ভয়ঙ্কর প্রভাব ও আমাদের বাস্তব জীবনে রয়েছে। আর আজকে আমি এই মোবাইল ফোনের সেই ক্ষতিকারক কিছু অন্ধকার দিক নেই আপনাদের সাথে আলোচনা করব।
শুরুতেই বলে রাখি আজকে আমি আপনাদের সাথে মোবাইল ফোন ব্যবহারের যে ৫ টি ক্ষতিকারক দিক তুলে ধরব সেগুলো বিজ্ঞানের রিসার্চ ও ডাক্তারদের মতামতের ভিত্তিতে নেওয়া। এগুলো কোনটিই আমি নিজে থেকে বানিয়ে বলিনি। তো চলুন আর বেশি দেরি না করে এবার জেনে নেওয়া যাক যে, মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকারক অন্ধকার ৫ টি দিক কী কী সেগুলো।
মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় ক্ষতিকারক প্রভাব ফেলছে। আর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক প্রভাব হলো এটি আমাদের বিভিন্ন রকমের শারীরিক ক্ষতি করে থাকে। চলুন সংক্ষিপ্ত আকারে মোবাইল ফোন ব্যবহারের কিছু শারীরিক ক্ষতিকারক দিকগুলো জেনে যাওয়া যাক:
মোবাইল ফোন ব্যবহারের ফলে যেমন আমাদের হয় শারীরিক ক্ষতি ঠিক তেমনি এর সাথে আমাদের মানসিক ক্ষতিও হয়। মোবাইল ফোন সবসময় ব্যবহারের ফলে আমাদের মনোযোগের অভাব, একাকীত্ববোধ ও আগ্রহ হারানোর মতো মানসিক ক্ষতি দেখা দেয়। এছাড়াও মোবাইল ফোন ব্যবহারের ফলে আমাদের শারীরিক ক্ষতি হয় যার কারণে আমাদের শরীর সুস্থ না থাকা আমাদের মন মানসিকতাও ঠিক থাকে না।
বর্তমানে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষাগত ক্ষতি একটি বিশাল বড় মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকারক দিক হয়ে উঠেছে। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনে এমন আসক্তিকর গেম ও বিনোদন খুঁজে পাচ্ছে যার কারণে তারা তাদের আসল লক্ষ্য পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে মোবাইল ফোনের দিকে। আর এ কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না যার ফলে তাদের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষা বাদেও তারা তাদের জীবনে নতুন কিছু শিখা থেকেও মনোযোগ হারিয়ে ফেলছে। যার কারণে তাদের ভবিষ্যৎ জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
সব সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে আমরা এখন একজন আরেকজনকে সময় দেই না এবং আমাদের মধ্যে থেকে একটি সামাজিকতার বিষয়টি ধীরে ধীরে উঠে যাচ্ছে। এছাড়াও এখন ঘরে ঘরে ইন্টারনেট হয় সবাই এখন ঘরে ঘরে মোবাইল ফোন ব্যবহার করে যার কারনে তারা কোন অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণ করে না এবং ঘর থেকে বের হয় না যার কারণে তাদের মানসিক ক্ষতির পাশাপাশি সামাজিকতাও তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। এবং প্রযুক্তি যেভাবে এগোচ্ছে সে অনুযায়ী একদিন সবকিছুই ঘরে ঘরে হয়ে যাবে তাই সামাজিকতা বর্তমানে এই মোবাইল ফোনের কারণে অনেক বড় ঝুঁকিতে রয়েছে।
মানুষ সমাজে একটি কথা আছে যে কোন জিনিস যদি ভালোও হয় তারপরেও সেটির আসক্তি আমাদের জন্য খুবই খারাপ। এছাড়াও বলা হয় যে অতিরিক্ত সবকিছুই খারাপ। আর বর্তমানে মোবাইল ফোন ব্যবহার আমাদের অনেক বড় আসক্তি হয়ে উঠেছে। যার ফলে আমরা আমাদের জীবনের বাকি কাজগুলো থেকে পিছিয়ে পড়ছি। আর যার পরিণাম আমাদের নিজেদেরকেই ভবিষ্যতে দিতে হবে।
দেখুন বন্ধু, প্রযুক্তি তৈরি করা হয়েছে আমাদের জীবনকে উন্নত ও সহজ করার জন্য। তাই সেই প্রযুক্তি যতক্ষণ আমাদের জীবনকে উন্নত করছে ততক্ষণ সেটির ব্যবহার ঠিক আছে কিন্তু এটি যদি আমাদের জীবনে ক্ষতিকারক প্রভাব ফেলে তাহলে এক্ষুনি আমাদের নিজের উন্নতির স্বার্থে এটির ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া উচিত। নিঃসন্দেহে মোবাইল ফোন আমাদের জীবনকে অনেক উন্নত করেছে ও সহজ ও করেছে। তবে অবশ্যই এটি আমাদের ভেবেচিন্তে ব্যবহার করতে হবে যেন এটি আমাদের বাজে আসক্তিতে পরিণত না হয়। তাই অবশ্যই এক্ষুনি আপনার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে ভাবা উচিত।
আমি মো মিনহাজ। শিক্ষার্থী, শের এ বাংলা সরকারি মহাবিদ্যালয়, রানীনগর, নওগাঁ, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
"Welcome to TechTunes! I'm Md Minhaj, your guide to the dynamic world of technology. As an avid tech enthusiast, I'm dedicated to uncovering the latest trends, innovations, and insights in the tech realm. Through my words on TechTuness, I aim to decode intricate tech jargon, provide thoughtful analysis, and offer...