আস্সালামু আলাইকুম সবাইকে, আশাকরি সবাই ভালো আছেন।
এশিয়ার চার বাঘ খ্যাত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সিঙ্গাপুর, সিঙ্গাপুরের সরকারি নাম রিপাবলিক অব সিঙ্গাপুর। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ-রাষ্ট্র এবং শহর-রাষ্ট্র। দেশটির স্থলভূমির মোট আয়তন ৬৯৯ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা ৫৪ লাখ ৫৪ হাজার।
সিঙ্গাপুরের প্রায় ৮০% লোক ইংরেজিতে, ৬৫% লোক মান্দারিন, ১৭% লোক মালয় এবং ৪% লোক তামিল ভাষায় কথা বলে থাকে। এত গেলো সিঙ্গাপুরের প্রাথমিক পরিচিতি। যা মোটামোটি সবাই জানে। কিন্তু “অজানাকে জানি” চেইন টিউনের মূল লক্ষ্যই হলো কোন বিষয় সম্পর্কে অজানা তথ্যের উম্নোচন। তাই আজকের এই পর্বে আমরা জানব সিঙ্গাপুর সম্পর্কে এমন কয়েকটি আজব তথ্য সম্পর্কে যা অনেকেরই অজানা। তাহলে চলুন শুরু করা যাক-
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মিলিয়নেয়ার থাকেন, তবে সিঙ্গাপুরে এর হার সর্বোচ্চ। সিঙ্গাপুরের প্রতি ছয়টি পরিবারের মধ্যে একটিতে কমপক্ষে $১ মিলিয়ন ডিসপোজেবল সম্পদ রয়েছে। এজন্যই সিঙ্গাপুর বড়লোকের শহর।
সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। কিন্তু বাস্তবে গোটা সিঙ্গাপুরের কোথাও একটা সিংহও নেই।
সিঙ্গাপুরের স্থায়ী নাগরিকদের ৮৭ ভাগেরই রয়েছে নিজস্ব বাড়ি। যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ বাড়ি মালিকানার হার। কিন্তু গাড়ি কিনতে হলে সরকারকে প্রায় ৭৫০০০ সিঙ্গাপুর ডলার কর দিতে হয় তা যা বাংলাদেশী টাকায় হয় ৪৪ লক্ষ টাকা প্রায় যা বিশ্বে সর্বোচ্চ।
সিঙ্গাপুরের নাগরিকদের বিশ্বের সবচেয়ে দ্রুততম হাঁটা মানুষ হিসেবে ধরা হয়। কারণ, একজন সিঙ্গাপুরিয়ান নাগরিক ১০.৫৫ সেকেন্ডে ১৮ মিটার হাটেঁ। যার মানে দাড়ায়, ঘণ্টায় ৬.১৫ কিলোমিটার।
সিঙ্গাপুরের ডাক নাম ফাইন সিটি বা জরিমানার শহর। কারণ বিভিন্ন ছোট ছোট কারণে এখানে জরিমানার ব্যবস্থা আছে।
মান্দাই ওয়াইল্ডলাইফ রিজার্ভের মতে, ১৯৭১ সালে জুরাং বার্ড পার্কে প্রথম মানবসৃষ্ট জলপ্রপাতটি নির্মিত হয়েছিল। এর উচ্চতা ৩০ মিটার। এখনও পর্যন্ত এই জলপ্রপাতটিকে এভিয়ারির সবচেয়ে উঁচু জলপ্রপাত বলে মনে করা হয়। সিঙ্গাপুর সম্পর্কে অজানা তথ্যর মধ্যে এটিও একটি।
সিঙ্গাপুর তার প্রতিবেশী দেশ থেকে যেকোন আক্রমণ প্রতিরোধ করতে ১৯৬৭ সালের ১৫ ই মার্চ, সিঙ্গাপুরের ১৮ বছর বয়সী সকল পুরুষ নাগরিকের পাশাপাশি স্থায়ী বাসিন্দাদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে দেওয়া হয়। প্রশিক্ষণের সম্ভাব্য মেয়াদ এক থেকে দুই বছর।
সিঙ্গাপুরের অর্থনীতিকে বিশ্বের সবচেয়ে মুক্ত অর্থনীতি বলা হয়। কারন, যেসব দেশে ব্যবসা চালু করা সবচেয়ে সহজ তার একটি জরিপে সিঙ্গাপুর অবস্থার প্রথমে। আবার যেসব দেশের অর্থনীতি সবচেয়ে দুর্নীতিমুক্ত সেসব দেশের তালিকায়ও সিঙ্গাপুরের অবস্থান সপ্তমে। সর্বোচ্চ মাথাপিছু আয়ের ক্ষেত্রে সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়।
২০০১ সালের ১৯ শে নভেম্বর সিঙ্গাপুরে গঠিত হয় একটি টয়লেট অরগানাইজেশন। ফলে তারা ১৯ শে নভেম্বরকে ‘বিশ্ব টয়লেট দিবস’ করার প্রস্তাব দেয়। মজার ব্যাপার এই যে, বিশ্বের ১২২টি দেশ এই ধারণাকে সমর্থন করে এবং বিশ্ব টয়লেট অর্গানাইজেশন (ডব্লিউটিও) শুরু হয়। এর মাধ্যমে প্রত্যেকের জন্য পরিষ্কার, নিরাপদ টয়লেট সরবরাহ করার মাধ্যমে বিশ্ব স্যানিটেশন সংকট সমাধান করা হয়।
আজ এই পর্যন্ত। দেখা হবে আগামী টিউনে। সবার দৈহিক সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamu Alaikum everyone, I am Mohammad Habib Ullah, a lifelong learner. I'm not particularly eager to brag about myself. Because I believe that if my work and skills do not speak for me, then I have nothing to say for myself.