ই-নলেজ: সমালোচনার বাইরে কি সত্যিই জ্ঞানের আলো?

প্রকাশিত
জোসস করেছেন

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি - এই মহৎ উক্তিটি দিয়েই শুরু করতে চাই। সম্প্রতি ই-নলেজ নামক একটি প্ল্যাটফর্মের সাথে পরিচিত হয়েছি যা জ্ঞানের আলো সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রথমেই যে বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো ই-নলেজের বিশাল তথ্যভান্ডার। বিভিন্ন বিষয়ের উপর লেখা, ভিডিও, অডিও, ই-বুক ইত্যাদির এক সুবিশাল সংগ্রহ এখানে রয়েছে। ৪০ হাজারেরও বেশি কন্টেন্ট - এটা সত্যিই অসাধারণ!

বাংলাদেশের একটি জনপ্রিয়, সেরা ও সবচেয়ে ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হিসেবে ই-নলেজ অল্প সময়েই জ্ঞানপিপাসুদের কাছে আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে উঠেছে।

কার্যক্রম অনুযায়ী ই-নলেজ এর প্রধান লক্ষ্য হলো জ্ঞানের আলো সকলের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করা। EdTech এবং ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে ই-নলেজ সকলের জন্য শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞান চর্চাকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে চায়।

ই-নলেজ কুয়েরি - এই সেবাটি আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয় মনে হয়েছে। যেকোনো প্রশ্নের উত্তর এখানে খুঁজে পাওয়া সম্ভব। জ্ঞানপিপাসুদের জন্য এটি এক অনন্য সুযোগ।

ভিডেক্স -এর মাধ্যমে জটিল বিষয়গুলোকে সহজভাবে বোঝার সুযোগ করে দিয়েছে ই-নলেজ। ই-নলেজ আইডিয়া -এর মাধ্যমে জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে নতুন ধারণা ও উদ্ভাবনের প্ল্যাটফর্ম তৈরি করেছে।

লক্ষাধিক জ্ঞানপিপাসু ইতিমধ্যেই ই-নলেজের সাথে যুক্ত, যা একে পরিণত করেছে এক বিশাল জ্ঞান-পরিবারে।

ই-নলেজের বিশাল তথ্যভান্ডার জ্ঞানপিপাসুদের কাছে আকর্ষণীয়।

লক্ষাধিক জ্ঞানপিপাসু ই-নলেজের সাথে যুক্ত, যা একে পরিণত করেছে এক বিশাল জ্ঞান-পরিবারে।

নেতিবাচক কার্যাকলাপের পরবর্তে তরুণদের জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করছে ই-নলেজ। তরুণদের রটানো সমাজের নেতিবাচক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, ইতিবাচকতায় অগ্রণী ভূমিকা পালন করে।

ই-নলেজ কুয়েরি: https://enolez.com

ই-নলেজ আইডিয়া: https://idea.enolej.com

অফিসিয়াল ওয়েবসাইট: https://enolej.com

ফেসবুক পেজ: https://fb.me/enolejofficial

তবে, সমালোচনা ছাড়া কিছুই হয় না। ই-নলেজের বিষয়ে সমালোচনা করার তেমন কিছু দেখছিনা।

আমার মতে, সমালোচনা সবসময়ই গঠনমূলক হওয়া উচিত। ই-নলেজ নিঃসন্দেহে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে, কিছু কিছু দিক উন্নত করার সুযোগ রয়েছে। যেমন তাদের নিজস্ব অ্যালগরিদম এর বিষয় নিয়ে ভাবা উচিত, মোবাইল অ্যাপ প্লে স্টোরে প্রকাশ করলে ব্যাপারগুলো আরও সহজলভ্য হবে ই-নলেজ আরও সফল ও জনপ্রিয় হয়ে উঠবে।

জ্ঞানের আলো সকলের কাছে পৌঁছে দেওয়ার অদম্য ইচ্ছায় ই-নলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার কি মনে হয়?

ই-নলেজ সম্পর্কে আপনার মতামত জানান টিউমেন্টে।

Level 0

আমি সাদিক রুষান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ই-নলেজ আমি অনেক আগে থেকেই ব্যবহার করি, সাইটটার ফিচারিং খুবই সুন্দরভাবে সাজানো।ইউজার ফ্রেন্ডলি।
আমার কাছে তো ভালোই লাগে!

অনেক ধন্যবাদ আপনাকে।