ইন্টারনেট ব্যবহার করে কিন্তু Microsoft সম্পরকে জানে না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। কারন আমরা আমাদের প্রতিদিনের কাজে কোন না কোন ভাবে Microsoft এর তৈরি বিভিন্ন Software যেমন - ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, স্ট্যান্ডপয়েন্ট, ডিস্ট্রিবিউটর এবং উইন্ডোজ অ্যাপ্লিকেশন ইত্যাদি ব্যবহার করে থাকি। ২০১৭ এর তথ্য অনুযায়ী Microsoft Windows 10 ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ কোটি।
প্রায় অনেক বছর ধরে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন বিং (Bing) কে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে। কিন্ত সাম্প্রতিক Microsoft তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিভাগে নিজেদের প্রতিষ্ঠিত করায় নতুন প্রাণের শ্বাস নিচ্ছে, AI চালিত Bing GPT-4 সাথে। বোঝই যাচ্ছে মাইক্রোসফট তাদের গ্রাহকদের জন্য Bing মধ্যে AI সার্চ ইঞ্জিনের মতো আরও অনেক নতুন বৈশিষ্ট্য এবং উপকারিতা নিয়ে আসছে।
যেহেতু নতুন Bing AI দারা পরিচালিত সুতরাং এর থেকে আমরা কী কী সুবিধা পেতে চলেছি তা জানার জন্য নিচের বিস্তারিত তথ্য গুলো আমাদের জানতে হবে।
প্রথমে আমাদের জানতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কি? যখন কোনো যন্ত্র মানুষের মতো বুদ্ধি ও চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশকে অনুধাবন করতে পারে এবং সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ নেয়, তখন সে যন্ত্র জন্য " কৃত্রিম বুদ্ধিমত্তা " শব্দটি প্রয়োগ করা হয়। Artificial Intelligence (AI) মাধ্যমে আমরা চাহিদা মতো সঠিক তথ্য ও সুপারিশ পেয়ে থাকি। বিভিন্ন শিল্পকারখানায় Artificial Intelligence চালিত মেশিন ব্যবহার করা হয়।
স্বয়ংক্রিয় মেশিনগুলো সিদ্ধান্ত গহন ও সেবা প্রদান সহ জটিল সমস্যা সমাধানও করে থাকে। যার কারনে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন সহজ করে তুলেছে। Artificial Intelligence বা ভার্চুয়াল সহকারী আমাদের বিনোদন ও নিরাপত্তা দিক কেও প্রভাবছিল ত করছে।
কাজ ও বৈশিষ্ট্যগুলোর দিক থেকে Chat GPT-4 এবং Bing GPT-4 এ কিছু পার্থক্য আছে। Chat GPT এর সর্বশেষ মডেল GPT- 4 যা পুরনো GPT- 3.5 থেকেও উন্নত এবং প্রতিক্রিয়া সিল। Chat GPT আপনার যে কোনো প্রশ্নের দীর্ঘ ও গভীর প্রতিক্রিয়া দিবে এবং সেই প্রশ্নের উত্তর কে একটি অনুচ্ছেদ আকারে প্রকাশ করবে। যেহেতু Chat GPT তে কোনো ক্যোয়ারী ক্যাপ নেই তাই আপনার কৌতূ হলের কোনও শেষ নেই৷ আপনার যত প্রশ্ন থাকুক না কেন, ChatGPT গভীরভাবে সেগুলির উত্তর দেবে।
Bing Chat GPT ও আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তুু সেখানে দীর্ঘ প্রতিক্রিয়া পাবেন না। Bing প্রশ্নের করার কিছু নির্দিষট সীমা আছে। কিন্তুু মাইক্রোসফ্ট তাদের Bing এ বড় কিছু আপগ্রেড নিয়ে আসছে যা ChatGPT-এর তুলনায় আরও উন্নত। আর এই নতুন আপগ্রেড অ্যাক্সেসের পাওয়ার জন্য প্রিমিয়াম সদস্য হতে হবে না। GPT-4 এ অ্যাক্সেস পাওয়ার জন্য Chat GPT কে প্রতি মাসে $20 দিতে হয়। অন্যদিকে Bing GPT-4 একদম বিনামূল্যে।
নতুন AI চালিত Bing তাদের গ্রাহকদের কথা মাথায় রেখা নিয়ে এসেছে কিছু অসাধারণ আপডেট ও ফিচার। যা গ্রাহক কে Open AI প্রতি আরো বেশি করে আক্রশন করছে। এখন কথা বলা যাক এই নতুন আপডেট কি কি সুবিধা রয়েছে সেগুলো নিয়ে।
আমার মতে Microsoft তদের AI নিয়ে কাজ করায় জন্য আনেকটা এগিয়ে যাবে। তাদের নতুন আপডেট ও ফিচার আগের থেকেও গ্রাহকদের বেশি আক্রষন করবে। Google নিজেও Microsoft এ পদখেপ জন্য বেশ চিন্তায় আছে। কিন্তুু Google ও বসে নেই তারাও তাদের AI নিয়ে আসছে। Google কে হারানো এতো সহজ নয়।
আমি মাহিম বিন নূরে এলাহি। প্রথম পর্বের ছাত্র, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।