আসসালামুয়ালাইকুম টেকটিউনবাসী। আশাকরি সকলে ভালো আছেন। আচ্ছা আপনারা কি কখনো কোনো তার টেনেছেন? তার টানার সময় কি কিছু লক্ষ্য করেছেন? খুব টান টান করা তার হঠাৎ ছিড়ে গেলে কেন তা গরম হয়ে যায়, তা কি জানেন? তারের উষ্ণতা হঠাৎ বৃদ্ধি হচ্ছে কেন? ওখানে তো রোদ বা আগুন কোনোটাই দেওয়া হয় নি। তবে কোথা থেকে উষ্ণতা এসে তারটিকে গরম করে দিচ্ছে? অনেকেই হয়তো ব্যপারটা খেয়াল করেন নি। অনেকেই হয়তো ব্যপারটা খেয়াল করেছেন। কিন্তু এর পিছনে বিজ্ঞানের কোন নিয়ম কাজ করছে, তা হয়তো জানেন না। তো চলুন দেরি না করে জেনে আসি।
এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের অবশ্যই শক্তির রূপান্তরের ব্যপারটা জানতে হবে। শক্তি কী, তা আমরা কমবেশি সকলেই জানি। কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তো এই যে শক্তি, এর কিন্তু সৃষ্টি বা ধ্বংস কোনোটাই নেই। তবে এর কী আছে? আসলে শক্তি শুধু এক প্রকার থেকে অন্য প্রকারে রূপান্তর হতে পারে। যেমন- আমরা খাবার খাই। খাবারে রাসায়নিক শক্তি বিদ্যমান। এই খাবার হজম হয়ে আমাদেরকে চলার শক্তি প্রদান করে। তার মানে গতিশক্তি পেয়ে গেলাম। আবার খাবার খেলে আমাদের শরীর গরম হয়। অর্থাৎ, এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এভাবে কিন্তু প্রতিনিয়ত এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ, শক্তি প্রতিনিয়তই রূপান্তরিত হচ্ছে।
এবার জানতে হবে স্থিতিস্থাপক বিভবশক্তি কী জিনিস। আমরা যদি কোনো বস্তুকে বিকৃত করি, তবে আমরা কী প্রয়োগ করি? অবশ্যই বল প্রয়োগ করি। যারা এটি জানেন না, তারা নিচের লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন।
কোনো বস্তুর উপর বিকৃতি দানকারী বল প্রয়োগ করলে বল অপসারণ করার পর বস্তুটি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তবে সেটা স্থিতিস্থাপক বস্তু। অবশ্যই এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে করতে হবে। তো বহিস্থ বল প্রয়োগ করে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি ঘটানো হলো। তো বস্তুটি যে বিকৃত হলো, এতে কি কোনো কাজ হয় নি? অবশ্যই হয়েছে। যে বল প্রয়োগ করা হয়েছে, সে বলের কারণে কাজ সম্পাদিত হয়েছে। তো এই সম্পাদিত কাজই হলো ওই বস্তুর মধ্যে জমা হওয়া স্থিতি বা বিভবশক্তি। আর এই স্থিতি শক্তিই স্থিতিস্থাপক বিভব শক্তি নামে পরিচিত। বাহ্যিক বলটি অপসারণ করলে বস্তুটি আবার তার পূর্বের অবস্থায় ফিরে যায়। আর এতে ওই শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
এবার আসি মূল প্রশ্নের উত্তরে। আমরা একটি তারকে টানব। তারটি যেহেতু কঠিন পদার্থ, তাই অবশ্যই এটি স্থিতিস্থাপক পদার্থ। তো এই তারকে টেনে আমরা এর বিকৃতি ঘটালাম। তাহলে নিশ্চয়ই এতে বল প্রয়োগ করতে হয়েছে। এই বলের কারণে কাজও সম্পাদিত হবে নিশ্চয়ই? হ্যাঁ, এতে কাজ সম্পাদিত হয়েছে। কীভাবে এটা হচ্ছে, তা একটু জেনে নিই।
আমরা তারটিকে বিকৃতি প্রদান করার জন্য টান বল প্রয়োগ করলাম। এখন অনেকে আবার বলবেন, টান বল কী? আসলে এটাও এক প্রকার বল। কোনো কিছু টানার জন্য যে বল প্রয়োগ করা হয়, তাকে টান বল বলে। তো তারটি যে পদার্থ দিয়ে গঠিত, তার নিশ্চয়ই অণু-পরমাণু বিদ্যমান। এই অণুগুলো একে অপরের সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে। যখন টান বল প্রয়োগ করে তারের বিকৃতি ঘটানো হয়, তখন আসলে তারের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হয়। এই কাজই আসলে স্থিতিস্থাপক বিভবশক্তি হিসেবে তারের মধ্যে সঞ্চিত থাকে। কিন্তু স্থিতিস্থাপক সীমা পার করে তারকে যখন টানা হয়, তখন তারটি খুব টান টান হয়ে যায়। আর একসময় হঠাৎ করে ছিড়ে যায়। যখন ছিড়ে যায়, তখন পূর্বের সঞ্চিত বিভবশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। ফলে তারের উষ্ণতা বৃদ্ধি পায়। যার ফলে তারটি উত্তপ্ত হয় বা গরম অনুভূত হয়।
আশাকরি সকলে বুঝতে পেরেছেন। টিউনটি কেমন লাগলো তা টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে জোস দিন। আর এরকম নিত্য নতুন টিউন পেতে উপরের টিউনার প্রোফাইলটি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।
আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।