আসসালামুয়ালাইকুম টেকটিউনবাসী। আশাকরি, সকলে ভালো আছেন। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে, যারা পিসি ব্যবহার করেন, তাদের মাঝে মাঝেই সে সমস্যার মুখমুখি হতে হয় তা হচ্ছে ভাইরাস। এই ভাইরাস রোগসৃষ্টিকারী ভাইরাস নয়। এই ভাইরাস কম্পিউটারের ক্ষতি করে এমন ভাইরাস। তো এই কম্পিউটার ভাইরাস কী? কোথা থেকে এগুলো কম্পিউটারে প্রবেশ করে? এই ভাইরাস সর্বপ্রথম কীভাবে সৃষ্টি হয়েছিল? এরকম আরো নানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক।
কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের প্রোগ্রাম, যা আমাদের ব্যবহারকৃত কম্পিউটার এর জন্য খুবই ক্ষতিকর। কারণ, এই কম্পিউটার প্রোগামটি আমাদের তথা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিজে নিজের কপি বা প্রতিলিপি তৈরি করতে পারে। এই প্রোগ্রাম আমাদের কম্পিউটার কিংবা স্মার্টফোন কিংবা ল্যাপটপ যাই বলি না কেন, সব কিছুতেই ছড়িয়ে পড়তে পারে। খুব সামান্য সময়ের মধ্যেই এটি দ্রুত ছড়ায়। ঠিক প্রাকৃতিক ভাইরাসের মতো। প্রাকৃতিক ভাইরাস, বিশেষ করে করোনা ভাইরাসের কথাই ধরা যাক। কয়েক মাসের মধ্যেই কিন্তু এটি সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছিল। কম্পিউটার ভাইরাসও ঠিক সেরকম খুব দ্রুত ছড়াতে পারে। তবে এটি ছড়ানোর জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
আসলে পৃথিবীর মানুষ এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে আগে কিছুই জানত না। কেননা, কম্পিউটার আর ইন্টারনেট তো বেশিদিন আগের কোনো প্রযুক্তি না। এটা তো গত ৩০ বছরের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কম্পিউটারের ইতিহাস যেহেতু এর আগের শতকে বিদ্যমান, তাই এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর নাম জনভন নিউম্যান। তিনি ১৯৪৯ সালে মতপ্রকাশ করেন যে, এমন এক ধরনের প্রোগ্রাম তৈরি করা সম্ভব, যা কি না তার হুবহু নকল সে নিজেই করতে পারে। অর্থাৎ, নিজেই নিজের প্রতিলিপি তৈরি করতে সক্ষম।
তো কী কী উপায়ে এই কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে, তা একটু জেনে আসি।
আমরা সকলেই ইন্টারনেটের ব্যবহার জানি। তাই এই ইন্টারনেট সম্পর্কে জ্ঞান প্রায় সকলেরই আছে। তো আমরা যে ইন্টারনেট, এর মাধ্যমে কম্পিউটার ভাইরাস খুব সহজে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেকোনো কম্পিউটার কিংবা স্মার্টফোন, যা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত, কম্পিউটার ভাইরাস সেখানে সহজেই প্রবেশ করে ফেলে।
এছাড়া অনেকেই হয়তো লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জানেন। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে।
এরপরে আমরা যে পেনড্রাইভ বা মেমরি ব্যবহার করি, তার মাধ্যমেও এই প্রোগ্রামটি ছড়িয়ে পড়ে। যে কম্পিউটার এই ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত, সেই কম্পিউটারে যদি কোনো পেনড্রাইভ ব্যবহার করা হয়, তবে কম্পিউটার ভাইরাস সেই পেনড্রাইভে নিজের প্রতিলিপি কোড করবে। এতে ব্যবহারকারীর কোনো অনুমতি তার লাগবে না। কেননা আগেই বলেছি, কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর অনুমতি ছাড়া নিজেই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। তো পেনড্রাইভে প্রবেশের পর, সেই পেনড্রাইভ যদি ভালো কম্পিউটারে ব্যবহার করা হয়, তবে সেই ভালো কম্পিউটারটিও ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। মেমরির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
আবার অনেক সময় ইমেইলের মাধ্যমেও কিন্তু এই কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
এছাড়া আরও নানান উপায়ে এই কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া আপনারা কীভাবে বুঝবেন যে, আপনাদের কম্পিউটার ভাইরাসে আক্রান্ত? পরের টিউনের জন্য তাই অপেক্ষা করুন। আর এই কম্পিউটার ভাইরাসকে দূরীভূত করে কম্পিউটারকে সচল রাখতে আমাদেরকে অবশ্যই এন্টিভাইরাস ইন্সটল করে রাখতে হবে। পরের টিউনে আমি এ সম্পর্কে বিস্তারিত লিখব ইনশাল্লাহ।
তো আপনাদের এই টিউনটি কেমন লাগলো, তা টিউমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই নিত্য নতুন টিউন পেতে আমাকে ফলো করতে পারেন।
ধন্যবাদ সকলকে।
আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।