হাঁটার ক্ষেত্রে সামনের নাকি পিছনের পায়ের গুরুত্ব বেশি?

প্রকাশিত
জোসস করেছেন
Level 3
১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও

আসসালামুয়ালাইকুম টেকটিউনবাসী। আশাকরি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে বিজ্ঞানের আরও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা কী করে হাঁটি, তা নিয়ে আজকের আলোচনা।

শুরুর কথাঃ

হাঁটা

আপনারা সকলেই হাঁটতে নিশ্চয়ই জানেন। অনেকেই বলবেন, এটা আবার কেমন কথা? আমরা তো মানুষ। ছোট থেকে বড় হয়েছি। আর হাঁটতে জানব না? এটা কী করে বলতে পারেন? আসলে আমি আপনাদের হাঁটা নিয়ে কথা বলতে আসিনি। আপনারা যে হাঁটছেন, তাতে বিজ্ঞানের কোন নিয়ম প্রতিফলিত হচ্ছে, তা জানাতে এসেছি।

অনেকেই হয়তো এটা জানেন। যারা সামান্য পরিমাণে জানেন, কিংবা একেবারেই জানেন না যে, হাঁটার পিছনে বিজ্ঞানের কোন নিয়ম প্রতিফলিত হয়, তাদের জন্য আজকের এই টিউনটি ১০০% উপকারী হবে।

আজকের বিষয়টি হচ্ছে আমদের হাঁটার সময় কোন পা বেশি ভূমিকা পালন করে বা কোন পা আমাদেরকে সামনে এগুতে সাহায্য করে? এই প্রশ্নটা হয়তো অনেকের মনে এসেছিল, কিংবা আসেনি। অনেকেই হয়তো উত্তর জানেন, বা জানেন না। তবুও সর্বোপরি সকলের জন্য এবার তাহলে আমি টিউনটিতে উত্তরটি সুন্দরভাবে ব্যাখ্যা করতেছি।

১. মাটির উপরে দাঁড়িয়ে থাকি বিজ্ঞানের যে নিয়মে

দাঁড়িয়ে থাকা

প্রায় সকলেই জানেন, বিজ্ঞানী নিউটন তার গতিবিষয়ক ৩টি সূত্রের মধ্যে ৩ নাম্বার সূত্রটিতে বলেছিলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তো এই যে প্রতিক্রিয়া বল, এটাই আমাদেরকে হাঁটতে সাহায্য করে। কিন্তু কী করে? চলুন জেনে নিই।

আমরা যখন হাঁটি, তখন পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করি। অনেকে হয়তো বলবেন, বল কী? আমি এর আগে যে টিউনগুলো লিখেছিলাম, সেগুলোতে ভিজিট করে আসতে পারেন। তার জন্য আমার টিউনার প্রোফাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। কিংবা, আপনারা চাইলে টিউমেন্ট করতে পারেন। আমি টিউনের উত্তরে আপনাদেরকে সেই বল বিষয়ে টিউনটির লিংক দিয়ে দিব।

তো যখন আমরা মাটিতে বল প্রয়োগ করলাম, মাটি মহাশয় কি চুপ করে বসে থাকবে? না, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, মাটিও আমাদেরকে একটি সমান ও বিপরীতমুখী বল দিবে। তো আমরা বল প্রয়োগ করেছি নিচের দিকে। তাই মাটি আমাদেরকে বল দিবে উপরের দিকে। যার ফলে আমরা মাটির নিচে ঢুকে পরি না। যার ফলে আমরা মাটির উপরেই থাকি।

২. মাটিতে হাঁটার কৌশল

হাঁটার কৌশল

মাটিতে বল প্রয়োগ করলেই কিন্তু আমরা সামনে এগুই না। কেননা, আমরা তো সরাসরি নিচের দিকে বল প্রয়োগ করেছি, তাই মাটিও সরারসরি উপরের দিকে বল দিয়েছে। তার মানে আমরা কি সামনে এগুতে পারব না? অবশ্যই পারব। তার জন্য আমরা একটা জিনিস করি।
এখন প্রশ্ন হলো, তাহলে সামনে এগুবার জন্য আমরা কী করি?

উত্তরটা খুব সহজ। আমরা যখন হাঁটি, তখন আমাদের পিছনের পায়ের দিকে খেয়াল করব। অনেকেই বলবেন, পিছনের পা কোনটা? ডান নাকি বাম পা? আসলে ২টা পায়েই পিছনের পায়ের ভূমিকা পালন করে। হাঁটার সময় কখনো সামনে থাকে ডান পা, তখন পিছনের পা হলো বাম পা। আবার, কখনো সামনে থাকে বাম পা, তখন পিছনের পায়ের ভূমিকা পালন করে ডান পা।

তো এই যে পিছনের পা, এটা দিয়ে আমরা মাটিতে কিন্তু খাড়াভাবে বল প্রয়োগ করি না। তির্যকভাবে আমরা পিছনের দিকে মাটিতে বল প্রয়োগ করি। ফলে মাটিও সমান এবং আমাদের দিকের বিপরীত দিক, তথা সামনের দিয়ে তির্যকভাবে বল প্রয়োগ করে। আর মাটির এই তির্যকভাবে প্রতিক্রিয়ামূলক বল আমাদেরকে বলের যোগান দেয়। ফলে আমরা সামনের দিকে যাওয়ার বল পাই।

তার মানে বুঝা গেলো, হাঁটার ক্ষেত্রে সামনের পা অপেক্ষা পিছনের পায়ের গুরুত্ব বেশি। কেননা, পিছনের পায়ের কারণেই আমরা সামনে যাওয়ার বল পাই।

শেষ কথা

২ পায়ের গুরুত্ব

আমাদের হাঁটার ক্ষেত্রে তাহলে কি সামনের পায়ের কোনো গুরুত্ব নেই? আছে। সামনের পা আমাদেরকে ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে। আমরা যাতে সঠিকভাবে হাঁটতে পারি, তার জন্য সামনের পা আমাদেরকে ভারসাম্য অবস্থায় রাখে। আর পিছনের পা আমাদেরকে সামনে এগুতে সাহায্য করে।

সুতরাং, আমাদের হাঁটার ক্ষেত্রে উভয় পায়ের প্রয়োজন আছে। তবে সামনে এগুবার ক্ষেত্রে সামনের পা অপেক্ষা পিছনের পায়ের গুরুত্বই বেশি।
আপনাদের কী মতামত? জানিয়ে দিন টিউমেন্ট করে। টিউনটি ভালো লাগলে জোস দিবেন।
ধন্যবাদ সকলকে।

 

Level 3

আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস