যারা গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন তারা জানেন নিশ্চয় গোয়েন্দারা তাদের গোপন বার্তা অদৃশ্য কালি দিয়ে লল লিখে পাঠায় তাদের দলের লোকদের । ইচ্ছা করলে তাদের মত অদৃশ্য কালি তৈরি ।করতে পারবেন ।
অদৃশ্য কালি তৈরি করতে যা যা লাগবে
কোবাল্ট ক্লোরাইড - স্ফটিক, অ্যামোনিয়াম ক্লোরাইড, পাতিত পানি,একটা কাঠি,একটু তুলো,একটা গোলাপি
রঙ্গের কাগজ এবং একটা হিটার বা স্টোভ ।
যেভাবে কালি তৈরি করবেনঃ
একশ সি.সি. পাতিত পানিতে পাচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড গুলে একটা ঘন গোলাপী রঙ্গের দ্রবন তৈরি
করুন । এটাই আসল কালি । এবার কাঠর আগায় তুলো জড়িয়ে তুলি তৈরি করুন । এবার তুলিটি ঐ কালিতে
ডুবিয়ে ঐ গোলাপী কাগজটাতে কিছু লিখুন তারপর হাওয়াতে শুকিয়ে নিন দেখবেন কিছুই দেখা যাচ্ছে না
স্টোভ বা হিটারে আগুন জ্বালিয়ে কাগজটা মেলে ধরুন কিছুক্ষনের ভিতরে লেখা ফুটে ওঠবে আবার ঠান্ঠা
হলে লেখা মিলিয়ে যাবে
আমি tunerparvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
let you again write this tune by using ইনভিজিবল কালি !!!!!