আমরা অনেকেই অনেক সফটওয়ার ব্যবহার করি হার্ডডিস্ক ব্রেক , তৈরি ও রিসাইজ করার জন্য । কিন্তু কতগুলো সফটওয়ার সম্পর্কে আপনি জানেন যে কম্পিউটার চলন্ত অবস্থায় হার্ডডিস্ক ব্রেক , তৈরি ও রিসাইজ করার সুবিধা দেবে । অনেকে হয়ত এই সম্পর্কে বলতেও পারবেন না । যাইহোক এ সম্পর্কে বিস্তারিত বলছি ।
EASEUS Partition Master
এই সফটওয়ারটি কম্পিউটার চলন্ত অবস্থায় পার্টিশন করতে পারে । অনেক সময় আমরা একটি সমস্যায় পরি সেটি হল পার্টিশন এর স্পেস বাড়াতে কমাতে হলে অনেকেই পার্টিশনের সবকিছু সময় নষ্ট করে অন্যত্র সরিয়ে রেখে পার্টিশন ভেঙ্গে রিসাইজ করে । কিন্তু এই সফটওয়ার এর ক্ষেত্র আপনার পার্টিশনের কিছুই সরাতে হবে না । অর্থাৎ কোন কিছুই ড্রাইভ থেকে নষ্ট হবে না । পার্টিশন রিসাইজ করার সময় শুধুমাত্র কতটুকু স্পেস বাড়াতে বা কমাতে চান তা দিয়ে দিলেই কাজ শেষ । আর যদি ব্যবহার করতে অসুবিধা হয় আমাকে জানাবেন তাহলে টিউন করে ব্যবহারবিধি দেখিয়ে দেব । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন ।
এই সফটওয়ারটি ফ্রি । মানে কোন সিরিয়াল ব্যবহার করতে হবে না । ব্যবহার করেই দেখুন সফটওয়ারের চমক ।সফটওয়ারটি মাত্র ৮ মেগাবাইটের যেখানে norton partition manager ১০০ মেগাবাইটের ।
ব্যবহার করতে সমস্যা হলে অব্শ্যই জানাবেন । আর মন্তব্য করতে ভুলবেন না যেন ।
আমি কারও কাছ থেকে সাহায্য পাই আর না পাই তবে আমার জানা বিযয়ে আমি আপনাদের সাহায্য করতে চেষ্টা করব ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Bhai apnar crack notepad search er option pai nai?HELP