আসসালামুয়ালাইকুম বন্ধুরা। আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে চলন গতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, চলন গতি সম্পর্কে জানার আগে বলে রাখি যে, আমাদের চারপাশে আমরা নানান ধরনের গতি দেখতে পাই। সরলরৈখিক গতি, বক্রগতি, পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি, চলন গতি, দোলন বা স্পন্দন গতি ইত্যাদি। এতসব গতির মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে চলন গতি।
চলন গতি কী বা কাকে বলে তা আমরা যারা বিজ্ঞানের ছাত্র, তারা নবম দশম শ্রেণিতেই পড়ে এসেছি। তবুও অনেকে আমরা এই চলন গতি সম্পর্কে ভালোভাবে কিছু জানি না। তাই আজকে আমি আপনাদের সামনে চলন গতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক।
প্রথমে চলন গতির সংজ্ঞা দেওয়া যাক। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে, বস্তুর সকল কণা একই দিকে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তবে তাকে চলন গতি বলে। এখানে চলন গতির সংজ্ঞায় আমরা ২টি শর্ত দেখতে পাই। যথাঃ
ধরেন, আপনি একটা বাসে চড়েছন। এই বাস একটি সরলরেখা বরাবর যাওয়া শুরু করল। আপনি এবার ভেবে বলুন তো, বাসের সামনের অংশ যেদিকে যাবে, পিছনের অংশও কি সেদিকে যাবে? নিশ্চয়ই যাবে। তার মানে প্রথম শর্ত অনুযায়ী বাসের সকল কণা একই দিকে যাবে।
এবার দ্বিতীয় শর্তে তাকাই। বাসের সামনের অংশ যদি ২ মিনিটে ৫০০ মিটার যায়, তবে বাসের পিছনের অংশ ২ মিনিটে কত মিটার যাবে? অবশ্যই ৫০০ মিটার যাবে। সামনের অংশ তার অবস্থান থেকে ৫০০ মিটার এগুবে, আর পিছনের অংশ তার অবস্থান থেকে ৫০০ মিটার এগুবে ২ মিনিটে। অর্থাৎ, দ্বিতীয় শর্ত অনুযায়ী বাসের সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।
তাহলে বুঝা গেলো বাস সরলরেখা অনুযায়ী চলে তার গতি চলন গতি হবে। আমি সরলরেখা বললাম কেন? বক্র রেখা বা বাকা রাস্তা হলে কি চলন গতি হবে না? না, হবে না। কিন্তু কেন? চলুন জেনে আসি।
বাসটি যদি বাকা রাস্তায় চলে, তবে ভালো করে লক্ষ্য করে বলেন। শর্তগুলো অনুযায়ী বস্তুর সকল কণা একই দিকে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। কিন্তু, বাকা রাস্তায় সেটা হবে না। কীভাবে? যখন রাস্তার মোড় ঘুরবে, তখন বাসের সামনের অংশ রাস্তার মোড়ের কাছ দিয়ে ঘুরবে, আর পিছনের অংশ তুলনামূলক একটু দূর দিয়ে ঘুরবে। ফলে একই সময়ে সামনের অংশ এর অতিক্রান্ত দূরত্ব, পিছনের অংশের অতিক্রান্ত দূরত্বের কম হবে। তাছাড়া দিকেরও পরিবর্তন হবে। তাই সামগ্রিকভাবে বাকা রাস্তায় চলন গতি হবে না।
আমাদের আশেপাশে চলন গতি খুঁজে পাওয়া সহজ ব্যাপার না। কেননা, সরলরেখা বরাবর কোনো কিছুই সবসময় চলতে পারে না। তবে আমরা একটু লক্ষ করলেই দেখতে পাব, কোনো উড়োজাহাজ যখন উড্ডয়নরত অবস্থায় নিচে কিংবা উপরে নামানামি করে তখন কিন্তু সামনের এবং পিছনের অংশ একই সাথে উঠানামা করে। কোনো প্লেইনের সামনের অংশ যদি নিচে নামে আর পিছনের অংশ উপরে থাকে তবে সেটা চলনগতি নয়। বাস্তবে চলন গতি পাওয়াটা খুব কঠিন একটা বিষয়। আলোর কথা চিন্তা করলে, সেটা সরলরৈখিক আর চলন গতি উভয় হবে।
এতো গেলো খানিক ব্যাখ্যা। আপনারা হয়তো এর থেকেও অনেক কিছু জানেন। তবে যাই হোক। আমি যেটুকু জানি, তা আমি এখানে স্বল্প পরিসরে তুলে ধরার চেস্টা করেছি। আমি বিজ্ঞানের জাহাজ নই, একজন ছাত্র মাত্র। তাই আমার ভুল হতেই পারে। যদি কোথাও আমার ভুল তোমরা দেখতে পান, টিউমেন্টে গিয়ে সেই ভুলটুকু ধরিয়ে দিবেন। আমি পরবর্তীতে তাহলে সেই ভুল আর না করার চেস্টা করতে পারব।
টিউনটি ভালো লাগলে জোস দিন। আর নিত্য নতুন টিউন পেতে আমাকে ফলো করুন।
আজকে এই পর্যন্তই থাক।
ধন্যবাদ সকলকে।
আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।