বন্ধুরা আসসালামুয়ালাইকুম। আশাকরি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গতির একটি প্রকার নিয়ে। আর তা হচ্ছে সরলরৈখিক গতি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা হাঁটার সময় কোন গতিতে চলেন, তবে অনেকেই উত্তর দিতে পারবেন না। অনেকেই উত্তর দিতে পারলেও তা সঠিক কিনা, নিজেরাই বুঝতে পারবে না। তাই আমি আজকে খুব সুন্দরভাবে আপনাদেরকে সরলরৈখিক গতি কী, তা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক।
সরলরেখা কী, তা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। সরলরেখা নিয়ে তাই আলোচনা নয় আজকে, আজকের আলোচনা সরলরৈখিক গতিকে নিয়ে। গতি কী, তা আমরা কম বেশি সবাই জানি। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বা কাঠামো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন ঘটলে তবে তাকে গতি বলা হয়। তো এই যে গতি, এর আবার কিছু প্রকার আছে। তার মধ্যে সরলরৈখিক গতি একটি। তাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সরলরৈখিক গতি। তো চল দেরি না করে শুরু করি।
সরলরৈখিক গতি কী, তা আগে জেনে নিই। কোনো গতিশীল বস্তুকণা যদি একটি সরলরেখা বরাবর চলে, কিংবা একটি সরলরেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তাকে সরলরৈখিক গতি বলে। চলুন একটি উদাহরণ দিয়ে বুঝে আসি।
ধরেন, আপনি আর আপনার বন্ধু ঠিক করলেন A নামক জায়গা থেকে B নামক জায়গায় সাইকেল চালিয়ে যাবেন। A থেকে B এর মাঝে সরাসরি সোজা একটি রাস্তা আছে। এই রাস্তাটি পাকা নয়। তবে একেবারে সোজা। আপনি কাঁচা রাস্তায় সাইকেল চালাতে পারেন না। তাই এই সোজা রাস্তায় আপনি B নামক স্থানে যেতে পারবেন না। কিন্তু আপনার বন্ধু তা পারবে। তাই আপনার বন্ধু এই সোজা রাস্তায় সোজাভাবে রওনা দিল। আর আপনি একটা পাকা রাস্তায় রওনা দিলেন। এই পাকা রাস্তায় যেতে অনেক মোড় আছে। এই রাস্তা তাই সোজা নয়।
এখন আপনারা যখন ওই B নামক স্থানে পৌঁছাবেন, তখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কে সরলরৈখিক গতিতে এসেছে, তখন আপনি নিশ্চয়ই আপনার বন্ধুর নাম বলবেন। কারণ, সে সোজা পথে এসেছে। তাই সে সরলরৈখিক গতি অর্জন করেছে। আর আপনি বাকা পথে এসেছন, তাই আপনি সরলরৈখিক গতির উদাহরণ নন। কিন্তু, একবার ভালো করে ভেবে দেখেন তো, আপনার বন্ধুর সরলরৈখিক গতির রাস্তাটি কি আসলেই সোজা। না, একেবারে সোজা না। কাঁচা রাস্তা হওয়ার কারণে, বিভিন্ন জায়গায় উচু নিচু অবস্থার সৃষ্টি করেছে। ফলে আপনার বন্ধু রাস্তার খাল জায়গায় সাইকেল নিশ্চয়ই চালায় নি।
আপনার বন্ধু খাল তথা নিচু জায়গা থেকে বাঁচতে সাইকেলকে কখনো এদিক ওদিক নিশ্চয়ই করেছে। ফলে সে একটি সরলরেখা বরাবর চলতে পারে নি। তাই তার গতিকে পুরোপুরিভাবে সরলরৈখিক গতি বলা যাবে না। কিন্তু আপাত দৃষ্টিতে আপনারা যেকেউ তার গতিকে সরলরৈখিক গতি বলে আখ্যায়িত করবেন।
তাহলে কি পুরোপুরিভাবে সরলরৈখিক গতি খুঁজে পাওয়া যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। সরলরৈখিক গতির উদাহরণ আমাদের আশেপাশেই আছে।
আমাদের খুব চেনা একটি জিনিস। আলো। আলোর গতি সরলরৈখিক গতি। কারণ, আলো সবসময় সরলরেখা বরাবর চলে। আলো কখনো বাকা পথে চলে না। তাই সরলরৈখিক গতির সবচেয়ে বড় উদাহরণ- আলোর গতি।
তাহলে বন্ধুরা, আপনাদেরকে এখন কেউ যদি প্রশ্ন করে আপনারা হাঁটার সময় তাহলে কোন গতিতে হাঁটেন? তাহলে আপনাদের প্রশ্নের উত্তর যাই হোক না কেন, আপনারা নিচের শর্তগুলো লক্ষ করুন।
এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনারা সরলরৈখিক গতি লাভ করেন নি। আর যদি উত্তর না হয়, তবে আপনাদের হাঁটার গতি হবে সরলরৈখিক গতি।
নিচে টিউমেন্ট করে জানিয়ে দিন, আপনার গতি কি সরলরৈখিক? না, সরলরৈখিক নয়?
টিউনটি ভালো লাগলে জোস দিন। আর আমাকে ফলো করুন, নিত্য নতুন বিজ্ঞান বিষয়ক টিউন পেতে।
ধন্যবাদ সকলকে।
আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।