বন্ধুরা, আসসালামুয়ালাইকুম। আশাকরি, সকলে আল্লাহ্র রহমতে ভালো আছেন। আপনারা কি জানেন, আপনারা বর্তমানে স্থিতিশীল আছেন, নাকি গতিশীল আছেন? অনেকেই বলবেন, আমরা স্থির আছি। অনেকেই আবার বলবেন, আমরা গতিশীল আছি। আসলে কোনটা সঠিক? আমরা কি গতিশীল? তাহলে আমরা স্থির কখন? বা, আমরা কি স্থির? তবে, আমরা কখন স্থির?
ধরেন, আপনি গাড়ি চালাচ্ছেন। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, আপনি কি স্থির আছেন? আপনি নিশ্চয়ই লোকটাকে পাগল বলবেন। আর বিরক্তি সহকারে জবাব দিবেন, "আপনি কি দেখতে পাচ্ছেন না, আমি গাড়ি চালাচ্ছি? দেখতেই তো পাচ্ছেন, আমি গতিশীল। তাহলে কী করে বলছেন, আমি স্থির?"
আসলে ওই লোকটা এবং আপনি দুজনেই ঠিক বলেছেন! কিন্তু কীভাবে ২টা কথাই সঠিক? তো চলুন দেখে আসি, এর উত্তর।
মূলত স্থির বা গতি, দুটোই আপেক্ষিক। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক।
প্রথমে আসি গতি কী বা কাকে বলে, তা নিয়ে। সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে গতি বলা হয়। আর সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থির বলে। তার মানে গতি কিংবা স্থির হতে গেলে অবশ্যই পারিপার্শ্বিক লাগবে। কিন্তু কেন?
আমরা তো সহজভাবে বলতেই পারি, যে নড়াচড়া করে সামনে, পিছনে যায়, সেই গতিতে আছে। আর যে বসে বা শুয়ে বা দাঁড়িয়ে আছে, সে স্থির। কিন্তু, এটাকে এভাবে বলে ভুল হবে। কিন্তু কেন?
চলুন একটা উদাহরণ নিই। ধরেন, আপনি আর আপনার বন্ধু বাসে চড়েছেন। পাশাপাশি সিটে আপনারা ২জনে বসে আছেন। আপনাদেরকে এগিয়ে দিতে আপনার বন্ধুর বড় ভাই এসেছেন। বাসস্ট্যান্ড থেকে বাস রওনা দিল। এবার নিচের ঘটনাগুলো ঘটবে।
তাহলে এবার আমাকে আপনি একটা প্রশ্নের উত্তর দিন। এত ঘটনার মধ্যে, এত মনে করা-করির মধ্যে কার মনে হওয়াটি ঠিক? আসলে সবার মনে হওয়াটিই ঠিক। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন
তাহলে বুঝতেই পারছেন, আপনার কাছে যে স্থির, অন্য জনের কাছে সে গতিশীল। আর আপনার কাছে যে গতিতে আছে বলে মনে হবে, অন্য জনের কাছে সে স্থির মনে হতে পারে। আবার আপনার কাছে যে স্থির বা গতিশীল, অন্য জনের কাছেও সে একই ব্যাপার মনে হতে পারে।
তার মানে কোনো কিছুই জোর দিয়ে আপনি স্থির বা গতিশীল বলতে পারবেন না। তাহলে কী বলতে পারবেন?
আপনি বলতে পারবেন সবকিছুই আপেক্ষিক, যা পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির বা গতিশীল হয়।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন, আপনি স্থির নাকি গতিশীল। টিউনটি ভালো লাগলে আপনারা জোস দিতে পারেন। আর এরকম নিত্য নতুন টিউন পেতে আমাকে ফলো করতে পারেন।
টিউমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আপনি বর্তমানে কী অবস্থায় আছেন- স্থির নাকি গতিশীল?
আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।